IPL 2023: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ মরণবাঁচন লড়াইতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। শেষ চারের দৌড়ে টিকে থাকতে হলে আজ জিততেই হবে কলকাতাকে। হারলে বিদায় নিশ্চিত। বর্তমানে লীগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা। জিতলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হবে তাদের। অপর দিকে চেন্নাইয়ের সামনে প্লে-অফের রাস্তা অনেকটা সহজতর। শেষ চারে যেতে গেলে আর একটিমাত্র ম্যাচ জিততে হবে তাদের। আজকে নিজেদের ঘরের মাঠেই সেই কার্যটি সম্পন্ন করে ফেলতে বদ্ধপরিকর মহেন্দ্র সিং ধোনির দল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। চিপকের পিচ খেলা গড়ানোর সাথে সাথে মন্থর হতে থাকবে বলেই মনে করেছিলেন ‘ক্যাপ্টেন কুল।’ তাই প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত। প্রথম ইনিংসেও ব্যাট করতে গিয়ে রীতিমত সমস্যায় পড়তে হলো কনওয়ে, জাদেজাদের। ছড়ি ঘোড়ালেন স্পিনাররা। নারাইন-বরুণ চক্রবর্তী জুটির দুর্দান্ত পারফর্ম্যান্সে চেন্নাইকে মাত্র ১৪৪ রানেই বেঁধে ফেললো কলকাতা। সুপার কিংসের সর্বোচ্চ রান করেন শিবম দুবে। ৩৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক ধোনি ৩ বল মাত্র খেলার সুযোগ পান আজ। ২ রান করে অপরাজিত থাকেন তিনিও। হাড্ডহাড্ডি ম্যাচে স্ফুলিঙ্গ যে ছিটকে বেরোবে তার আভাস পাওয়ায় গিয়েছিলো। চেন্নাই ইনিংসের একদম শেষ ওভারে ক্ষোভে ফেটে পড়লেন নাইট অধিনায়ক নীতিশ রানা। আম্পায়ারের সাথে তীব্র বাদানুবাদ হলো তাঁর।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মাঠে ফের মেজাজ হারালেন নাইট অধিনায়ক-
২০তম ওভার শুরু হওয়ার ঠিক আগে আম্পায়ার কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানাকে জানান ইনিংস শেষ করার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে তার দল। স্লো-ওভার রেটের জন্য শাস্তিস্বরূপ একজন ফিল্ডারকে ত্রিশ গজ বৃত্তের মধ্যে তুলে আনতে হবে তাঁকে। অর্থাৎ বাউন্ডারি হয়ে পড়বে অরক্ষিত। বিষয়টি মেনে নিতে পারেন নি কলকাতা অধিনায়ক। উত্তেজিত হয়ে আম্পায়ারের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় তাঁকে। গোটা ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি। অবশ্য তাতে কর্ণপাত করেন নি খেলা পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার। তাঁর নির্দেশ শেষ অবধি শুনতেই হয় নাইট শিবিরের নেতাকে। শেষ ওভারে নীতিশ বল তুলে দেন বৈভব আরোরার হাতে। শেষ ওভারে বাউন্ডারি অঞ্চলে একজন ফিল্ডার কম থাকা সত্ত্বেও মাত্র ৯ রানই খরচ করেন তিনি। সাথে তুলে নেন রবীন্দ্র জাদেজার উইকেট।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
এই প্রথম নয়, চলতি আইপিএলে এর আগেও বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছে নীতিশ রানাকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ওয়াংখেড়েতে হৃত্বিক শোকিনের বলে আউট হয়ে ফিরছিলেন নীতিশ। তখন কিছু বলেছিলেন হৃত্বিক। শুনতে পেয়ে তাঁর দিকে তেড়ে গিয়েছিলেন কলকাতা অধিনায়ক। দিল্লীর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন নীতিশ এবং হৃত্বিক দুজনেই। তাঁদের কথার লড়াই সামলাতে সেই যাত্রায় আসরে নামতে হয়েছিলো সূর্যকুমার যাদবদের।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন ভিডিও-
— Raju88 (@Raju88784482906) May 14, 2023