IPL 2023: গতকাল ইডেন গার্ডেন্সে আইপিএলের উনিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিলো নীতিশ রানার দল। ঘরের মাঠে শার্দূল ঠাকুরের অসামান্য ইনিংস এবং স্পিন ত্রয়ীর বোলিং-এর সৌজন্যে মরসুমে প্রথম জয় হাসিল করে কেকেআর। গত রবিবার গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অবিশ্বাস্য ভঙ্গীমায় জয় আদায় করে নেয় কলকাতা। শেষ ওভারে বাকি ছিলো ২৯ রান। পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ কলকাতার পক্ষে এনে দেন রিঙ্কু সিং (Rinku Singh)।
টানা দুই জয় পাওয়ার পর আত্মবিশ্বাসের সাথেই শুক্রবারের ম্যাচটা শুরু করেছিলো নাইট (KKR) বাহিনী। কলকাতার মাঠের পরিসংখ্যান মাথায় রেখে টসে জিতে প্রথম বোলিং বেছে নিয়েছিলেন নীতিশ রানা। মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠীদের মত তারকাদের ফিরিয়ে দিতে পারলেও ইডেনে কলকাতার হিসেবনিকেশ ওলটপালট করে দেন হ্যারি ব্রুক (Harry Brook)। অপরাজিত শতরান করেন তিনি। সানরাইজার্সের পক্ষে ঝোড়ো ইনিংস খেলেন এইডেন মার্করাম, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনরাও। নির্ধারিত ২০ ওভারে ২২৮ রান তুলে নেয় ‘অরেঞ্জ আর্মি।’
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নাইট (KKR) শিবির। গুজরাতের বিরুদ্ধে ৩৯ বলে ৮৩ রান করা ভেঙ্কটেশ আইয়ারও (Venkatesh Iyer) টেকেন নি বেশী সময়। অবশেষে অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) এবং নারায়ণ জগদীশনের ব্যাটে প্রত্যাবর্তনের পথে ফেরে নাইট রাইডার্স। ৩৬ রান করেন জগদীশন (Narayan Jagadeesan)। রানা ৩৯ বলে ৭৫ করলেও ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেন নি। গুজরাত ম্যাচের হিরো রিঙ্কু সিং ইডেনে অপরাজিত থাকেন ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলে। কিন্তু সানরাইজার্সের (SRH) বিশাল রানের বাধা অতিক্রম করতে পারেন নি তিনিও। খেলা শেষে জয়ের হ্যাট্রিক না হওয়ার কারণ হিসেবে উঠে আসছে টপ-অর্ডারের ব্যর্থতার কথাই। বিশেষ করে ইডেনের বাইশ গজে রহমানুল্লাহ গুরবাজের (Rahamanullah Gurbaz) ব্যাটে রানের খরাকেই দুষছেন অনেকে। পরবর্তী ম্যাচগুলোয় বাইরে থাকতে হতে পারে তাঁকে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
গুরবাজের ব্যর্থতা সমস্যায় ফেললো কলকাতাকে-

চলতি আইপিএলে ওপেনিং নিয়ে শুরু থেকেই মুশকিলে রয়েছে কলকাতা নাই্ট রাইডার্স (KKR)। আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের (Rahamnullah Gurbaz) সাথে মনদীপ সিং বা নারায়ণ জগদীশনদের ব্যবহার করে দেখেছে কলকাতা। কিন্তু পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় রান তূলতে পারে নি কোনো জুটিই। প্রথম ম্যাচে গুরবাজ ২২ (Rahamnullah Gurbaz) রানে আউট হন। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ষোড়শ আইপিএলের প্রথম হোম ম্যাচে তাঁর লড়াকু ৫৪ রানের ইনিংস প্রশংসা পেয়েছিলো। কিন্তু তারপর টানা দুই ম্যাচে রানের দেখা নেই গুরবাজের ব্যাটে।
গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে গুরবাজের (Rahamnullah Gurbaz) ব্যাট থেকে এসেছিলো মাত্র ১৫ রান। ১২ বলের ইনিংস খেলে মহম্মদ শামির (Mohammed Shami) বলে যশ দয়ালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। ২০ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়তে হয়েছিলো কলকাতাকে। গতকালও খারাপ প্রদর্শন অব্যাহত রইলো গুরবাজের (Rahamnullah Gurbaz) ব্যাটে। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)বলে উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে তিনি যখন আউট হন, কলকাতার স্কোর তখন শূন্য। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারানো নিঃসন্দেহে বিপক্ষে গিয়েছে কলকাতার। ধারাবাহিক ব্যর্থতার পর গুরবাজকে আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে।
গুরবাজের বদলি হিসেবে IPL-এ নামবেন লিটন-

আফগান গুরবাজের বদলে দস্তানা হাতে দেখা যাবে এক বাঙালিকে। এপার বাংলার কোনো ক্রিকেটার নয়, তবে ওপার বাংলার লিটন দাসকে (Litton Das) উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবারের ‘মিনি’ অকশন থেকে ৫০ লাখ টাকার বিনিময়ে লিটনকে দলে নিয়েছে কলকাতা। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে চমৎকার ফর্মে রয়েছে লিটন, রান করেছেন তিন ফর্ম্যাটেই। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে আইপিএল খেলার শিকে ছিঁড়তে পারে তাঁর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট ম্যাচ থাকায় মরসুমের শুরু থেকে আইপিএল খেলার ছাড়পত্র পান নি তিনি। তবে গত রবিবার তিনি এসেছেন কলকাতায়। নাইট শিবিরের সাথে শুরু করেছেন অনুশীলনও।
নিজের টি-২০ কেরিয়ারে ১৭৯ ম্যাচে ৪০৭৯ রান করেছেন লিটন (Rahamnullah Gurbaz) । ব্যাটিং গড় ২৪.২৫। ২৪টি অর্ধশতরানও রয়েছে তাঁর। আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের ওপেনিং ব্যাটার ৭১ ম্যাচে করেছেন ১৬১৭ রান। রয়েছে ১০ টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১৩২.৬৭। গত টি-২০ বিশ্বকাপে ভারতকে চাপে ফেলে দিয়েছিলো তাঁর ধুন্ধুমার ২৭ বলে ৬০ রানের ইনিংস। লিটন রান (Rahamnullah Gurbaz) আউট হয়ে ফেরার পরেই ম্যাচে ফিরতে পারে ‘টিম ইন্ডিয়া।’ অ্যাডিলেডে সেই ম্যাচে যে ফর্ম দেখা গিয়েছিলো লিটনের ব্যাটে তার পুনরাবৃত্তির আশা করে থাকবে নাইট বাহিনী।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023