IPL 2023

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুম। বাইশ গজের লড়াইতে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্যপৃত দশ দলই। একের পর এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থাকতে পারছেন দর্শকেরাও। এই বছর কোভিড অতিমারীকে পিছনে ফেলে চেনা ছন্দে ফিরেছে আইপিএল। ফিরেছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। স্টেডিয়ামগুলোও উন্মুক্ত করে দেওয়া হয়েছে সমর্থকদের জন্য। কাতারে কাতারে মানুষজন ভীড় করছেন মাঠে। টেলিভিশন বা স্মার্টফোনের পর্দাতে চোখ রাখছে কোটি জনতা। রোজই দর্শকসংখ্যার নয়া রেকর্ড গড়ছে ভারতীয় বোর্ড আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা। ৩১ মার্চ গুজরাত (GT) বনাম চেন্নাই (CSK) ম্যাচ দিয়ে যে পথচলা শুরু হয়েছিলো তা ইতিমধ্যে অর্ধেকের বেশী পথ পেরিয়ে এসেছে। এখন প্লে-অফের দৌড়ে জায়গা করে নেওয়ার লড়াই চলছে দশ দলের মধ্যে।

আবির্ভাবেই গত মরসুমে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছিলো গুজরাত টাইটান্স (GT)  এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। শেষ চারে পৌঁছেছিলো তারা। তাদের সাথে প্লে-অফের যুদ্ধে জায়গা করে নিয়েছিলো রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ফাইনালে জায়গা করে নিয়েছিলো গুজরাত। এরপর এলিমিনেটর ম্যাচে ইডেন গার্ডেন্সে লক্ষ্ণৌকে (LSG) হারায় বেঙ্গালুরু (RCB)। ফাইনাল খেলার স্বপ্ন অবশ্য পূরণ হয় নি বিরাট কোহলিদের। রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় তারা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

খেতাবী যুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাতের বিরুদ্ধে পরাজিত হয়েছিলো রাজস্থান। দ্বিতীয় খেতাব আর জেতা হয় নি সঞ্জু স্যামসনদের। বরং নিজেদের প্রথম মরসুমেই ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলো গুজরাত (GT)। এইবার কারা পৌঁছবে শেষ চারে? এক্ষুণি নিশ্চিত হয়ে বলতে পারছেন না অধিকাংশ বিশেষজ্ঞ। পয়েন্টের পার্থক্য খুবই কম দলগুলির মধ্যে। তবে লীগ তালিকার সাপ-লুডোর খেলায় শেষমেশ কি ফল দেখা যেতে পারে সে বিষয়ে আন্দাজ দেওয়ার চেষ্টা করেছেন হরভজন সিং। তাঁর ভবিষ্যদ্বাণীর পক্ষে-বিপক্ষে ইতিমধ্যেই জমতে শুরু করেছে প্রতিক্রিয়া।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

কি বলছে IPL-এর বর্তমান পয়েন্ট তালিকা?

Ipl 2023 | image: twitter
GT currently leads the IPL Points Table

চলতি মরসুমে ৭০টি লীগ ম্যাচ হওয়ার কথা রয়েছে। ১০ দলের ১৪টি করে লীগ ম্যাচ খেলবে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে। ইতিমধ্যে ৪৬টি ম্যাচ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার শেষতম ম্যাচে পাঞ্জাব কিংসকে (PBKS) তাদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে পরাজিত করায় বড় রদবদল দেখা গিয়েছে লীগ টেবিলে। বেশ কয়েক ধাপ উঠে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে তারা। ৯ ম্যাচে ৫ জয়-সহ মুম্বইয়ের বর্তমান সংগ্রহ ১০ পয়েন্ট। নেট রান-রেট -০.৩৭৩। সপ্তম স্থানে নেমে গিয়েছে পাঞ্জাব কিংস।.১০ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তবে নেট রান-রেট -০.৪৭২। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR), সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং দিল্লী ক্যাপিটালস (DC)। তাদের সংগ্রহে ৬ পয়েন্ট করে।

লীগ তালিকার উপরের অর্ধে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যাচ্ছে এইবার। শীর্ষে থাকা গুজরাতের (GT) ৯ ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট। দুই ও তিন নম্বরে থাকা লক্ষ্ণৌ এবং চেন্নাইয়ের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। এরপর চার ও পঁচে থাকা রাজস্থান (RR) এবং বেঙ্গালুরুর (RCB) সংগ্রহ দশ পয়েন্ট করে। কেবল নেট রান রেটের ফারাকে তালিকায় স্থান নির্ধারিত হতে দেখা যাচ্ছে এবার।

IPL 2023 points table | image: twitter

হরভজনের ভবিষ্যদ্বাণীতে দেখা গেলো মিশ্র প্রতিক্রিয়া-

Harbhajan Singh | IPL 2023 | image: twitter
Harbhajan Singh’s pick for IPL top 4 has created a buzz among fans

আইপিএল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন সিং (Harbhajan Singh) জানিয়েছেন তিনি শেষ চারে কাদের দেখতে পাচ্ছেন এবার। ভাজ্জি বলেন প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে তাঁর বাজি চেন্নাই (CSK) , মুম্বই (MI) , রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং গুজরাত টাইটান্স (GT)। যে চার দলের নাম তিনি নিয়েছেন তার মধ্যে চেন্নাই ও গুজরাত ছাড়া প্রথম চারে বর্তমানে নেই কেউই। বেঙ্গালুরু এবং মুম্বই পিছন থেকে উঠে এসে লক্ষ্ণৌ এবং রাজস্থানকে স্থানচ্যুত করবে বলে মনে করছেন হরভজন। এই ভবিষ্যদ্বাণীর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে। মুম্বই ও বেঙ্গালুরু সমর্থকেরা উৎফুল্ল হলেও লক্ষ্ণৌ এবং রাজস্থানের সমর্থকেরা মেনে নিতে পারছেন না ভাজ্জির মতামত।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *