IPL 2023: শেষ চারের টিকিট পেতেই পার্টি’র মেজাজে MS ধোনি ও হার্দিক, সাথ দিলেন ঈশান-ক্রুণাল !! 1

IPL 2023: জমজমাট ক্লাইম্যাক্স উপহার দিলো আইপিএলের লীগ পর্যায়ের শেষ দিন। মুম্বই না বেঙ্গালুরু কে যাচ্ছে শেষ চারে? এই প্রশ্নের উত্তর জানতে মদ্যরাত অবধি অপেক্ষা করতে হলো ক্রিকেটদুনিয়াকে। আইপিএলের ষোরশ মরসুমে প্রতিদ্বন্দ্বীতা এতটাই কঠিন ছিলো যে প্লে-অফের চার দলের নাম জানতে অপেক্ষা করতে হয়েছিলো দীর্ঘসময়। গত শনিবার দিল্লীকে চেন্নাই সুপার কিংস হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলো। শনিবারই দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ১৭ পয়েন্ট সঙ্গে করে তৃতীয় দল হিসেবে খেতাবী দৌড়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। শেষ দিনে চতুর্থ জায়গাটির জন্য লড়াই হলো মুম্বই এবং বেঙ্গালুরুর মধ্যে।

রবিবারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠ ওয়াংখেড়েতে টস জিতেছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দ্রাবাদকে। গতকাল নয়া ওপেনিং জুটি ব্যবহার করে সাফল্য পেলো সানরাইজার্স। মায়াঙ্ক আগরওয়াল এবং বিভ্রান শর্মার জুটি যোগ করে ১৪০ রান। ৬৯ রান করেন বিভ্রান্ত। ৮৩ রানের ইনিংস খেললেন মায়াঙ্কও। মূলত এই দুজনের সৌজন্যেই ২০ ওভারে ২০০ রান তোলে হায়দ্রাবাদ। রান তাড়া করতে নেমে ঈশান কিষণকে খোয়ালেও দ্রুত সামলে নেয় মুম্বই। ছয় নয়, বরং চেনা তিন নম্বরেই গতকাল ক্যামেরন গ্রিনকে নামিয়েছিলেন মুম্বই কোচ মার্ক বাউচার। ব্যাট হাতে ঝড় তুললেন তরুণ অজি অলরাউন্ডার। ৪৭ বলে করলেন ১০০* রান। গ্রিনের ব্যাটেই জয়ের দিশা খুঁজে পায় মুম্বই। যোগ্য সঙ্গত করেন অধিনায়ক রোহিতও। করেন ৫৬ রান। সহজেই ম্যাচ জিতে ১৬ পয়েন্টে পৌঁছায় তারা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

প্লে-অফে পৌঁছে পার্টি মুডে চার দল-

MS Dhoni, hardik Pandya and Ishan kiShan | IPL 2023 | image: Twitter
Gujarat Titans posted a video of MS Dhoni dancing with Hardik, Krunal and Ishan Kishan on twitter

ম্যাচ জিতলেও প্লে-অফ নিশ্চিত ছিলো না মুম্বইয়ের সামনে। নেট রান-রেটের হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো বেঙ্গালুরুর। চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ ম্যাচে গুজরাতকে হারাতে হত বিরাটদের। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান হার্দিক পান্ডিয়া। বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে লড়াই করলেন বিরাট কোহলি। সানরাইজার্সের বিরুদ্ধে দিনকয়েক আগে ৬৩ বলদে ১০০ করেছিলেন। গতকাল ‘মাস্ট উইন’ ম্যাচে ৬১ বলে ১০১* রান করেন তিনি। ২৮ রান করেন দু প্লেসি। ২৬ রান করেন মাইকেল ব্রেসওয়েল এবং ২৩* করেন অনুজ রাওয়াত। ২০ ওভারে ১৯৭ রান করে বেঙ্গালুরু। পাওয়ার প্লে’তে ঋদ্ধিমান সাহাকে তুলে নিতে পারলেও বিজয় শঙ্কর এবং শুভমান গিলের জুটিকে টলাতে পারে নি বেঙ্গালুরু। চমৎকার অর্ধশতক করেন বিজয় শঙ্কর। সানরাইজার্সের বিরুদ্ধে আহমেদাবাদের মাঠে শতরান করেছিলেন শুভমান। কোহলির মতই টানা দুই ম্যাচে শতরান করলেন তিনিও। শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে গুজরাতকে জেতান শুভমান।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

প্রথম দল হিসেবে আগেই শেষ চার নিশ্চিত করেছিলো গুজরাত টাইটান্স। ১৪ ম্যাচে ১০ জয়-সহ ২০ পয়েন্টে পৌঁছালো তারা। স্পর্শ করলো নিজেদেরই গতবছরের রেকর্ড। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে চেন্নাই। একই পয়েন্ট নিয়ে তিনে লক্ষ্ণৌ। বেঙ্গালুরু হেরে যাওয়ায় ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করলো মুম্বই। শেষ চারের লড়াইতে সামিল দলগুলির তালিকা সামনে আসতেই এক ভিডিও প্রকাশ করা হলো গুজরাত টাইটান্সের সোশ্যাল মিডিয়া পেজ থেকে। ভিডিওতে এক পার্টিতে বাঁধনহারা হতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া, ঈশান কিষণ, ক্রুণাল পান্ডিয়াদের। এমনকি নাচের ছন্দে পা মেলাতে দেখা গিয়েছে স্বয়ং মহেন্দ্র সিং ধোনিকেও। চেন্নাইয়ের ধোনি, গুজরাতের হার্দিক, লক্ষ্ণৌর ক্রুণাল এবং মুম্বই ইন্ডিয়ান্সের ঈশানের এই নাচের ভিডিওকে ‘প্লে-অফের সেলিব্রেশন’ বলেই আখ্যা দিয়েছে গুজরাত টাইটান্স দলের সোশ্যাল মিডিয়া টিম। ক্যাপশনে জনপ্রিয় হিন্দি গানের কলি জুড়ে লেখা হয়েছে, ‘যঁহা চার ইয়ার মিল যায়ে, ওহি রাত হো গুলজার।’

দেখে নিন সেই ভিডিও-

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *