IPL Final: "বাঘের মুখ থেকেও ফিরে আসা যায়, কিন্তু ধোনির কাছ থেকে ....", ফাইনাল ম্যাচে উইকেট হারিয়ে ট্রোল শুভমান গিল !! 1

IPL Final: দুই মাস আগে যে ম্যাচ দিয়ে আইপিএলের সূচনা হয়েছিলো, আজ ঠিক সেই একই ম্যাচ দিয়ে যবনিকা পড়তে চলেছে প্রতিযোগিতার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। গুজরাতের টানা দ্বিতীয় খেতাব নাকি চেন্নাইয়ের পঞ্চম সাফল্য? কিসের সাক্ষী থাকবে আজ আহমেদাবাদ। জানতে মুখিয়ে সকলেই। গতকাল হওয়ার কথা ছিলো ম্যাচ। কিন্তু শেষমেশ বৃষ্টিতে পণ্ড হয়ে যায় খেলা। বাধ্য হয়েই রিজার্ভ ডে’তে সরাতে হয় ম্যাচ। আজ সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও দেখা পাওয়া যায় নি তার। নির্দিষ্ট সময় অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটাতেই শুরু হয়েছে ম্যাচ।

ফাইনালের মহা গুরুত্বপূর্ণ টস জিতেছে চেন্নাই সুপার কিংস। প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি মরসুমে টাইটান্সের ওপেনাররা অধিকাংশ ম্যাচেই দলকে দুরন্তভাবে ইনিংসের সূচনা করতে সাহায্য করেছেন। আজকের ফাইনালেও শুভমান-ঋদ্ধিমানের ব্যাটে ঝড় দেখা গেলো। দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের বেশ কয়েকবার বাউন্ডারিতে পাঠিয়ে ম্যাচের শুরুটা করেছিলেন দুজনে। পাওয়ার প্লে’তে উইকেট পায়নি চেন্নাই। বরং চেনা ছন্দে দেখা যাচ্ছিলো আইপিএলের কমলা টুপির মালিক শুভমান গিলকে। আজকের সন্ধ্যায় চেন্নাইয়ের ত্রাস হয়ে উঠবেন শুভমান? গোটা মাঠে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখনই সুপার কিংসদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন মহেন্দ্র সিং ধোনি। দুরন্ত স্টাম্পিং-এ তাঁকে সাজঘরে ফেরালেন ‘মাহি।’ তাঁর স্টাম্পিং-এর গতি দেখে বিশ্বাস করতে পারছেন না নেটনাগরিকেরা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

“বিদ্যুতের চেয়েও দ্রুত…” ধোনির স্টাম্পিং দেখে মোহিত বিশ্ব-

CSK vs GT | IPL final | image: twitter
MS Dhoni’s lightning quick stumping ends Shubman Gill’s innings in IPL final

ফাইনালের আগে ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৮৫১ রান। স্ট্রাইক রেট ১৫০’র বেশী। ছিলো ৩টি শতরান এবং ৫টি অর্ধশতরান। শুভমান গিলকে নিয়ে যে বিশেষ পরিকল্পনা থাকবে চেন্নাই সুপার কিংসের তা বলাই বাহুল্য। প্রায় সফলতা এসেই গিয়েছিলো ইনিংসের শুরুতেই। তুষার দেশপাণ্ডের বলে ফ্লিক মারতে গিয়ে দীপক চাহারের হাতে ক্যাচ দিয়ে বসেছিলেন গিল। কিন্তু তা তালুবন্দী করতে পারেন নি তিনি। এরপরের কয়েক ওভার কোনো সুযোগ না দিয়ে ঝড় তুলতে দেখা গিয়েছিলো শুভমানকে। দ্রুত ৩৯ রানে পৌঁছেও গিয়েছিলেন। আগের ম্যাচে টিম ডেভিড ক্যাচ ফেলেছিলেন শুভমানের। ৬০ বলে ১২৯ রান করে ফেলেছিলেন তিনি। আজকেও তেমন কিছুর সম্ভাবনাই দেখতে শুরু করেছিলেন সকলে। কিন্তু শুভমানের অশ্বমেধের ঘোড়াকে রুখে দিলেন ধোনি-জাদেজা জুটি।

অফ স্পিনের জাদুতে শুভমানকে সামনের দিকে টেনে এনেছিলেন জাদেজা। ব্যাটের নাগাল এড়িয়ে বল জমা পড়ে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে উইকেট ভেঙে দেন ধোনি। বিদ্যুতের গতিতে স্টাম্পিং দেখে মোহিত ক্রিকেট বিশ্ব। ‘একচল্লিশেও তরুণদের হার মানাবে’ ধোনিকে শুভেচ্ছায় ভরিয়ে জানিয়েছেন এক নেটনাগরিক। ‘শুভমান আজ বুঝলো ধোনি কি জিনিস!’ তরুণ রান-মেশিনের দিকে খানিক কটাক্ষই ছুঁড়ে দিয়েছেন অনেকে। ‘আজ শুভমানের গাড়িতে ব্রেক লাগালো মাহি’ বলেছেন আরেকজন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও ধোনির স্টাম্পিং-এর গতি দেখে নেটজনতা বলছে, “এখনও দেশের সেরা ধোনিই।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখুন ট্যুইটার চিত্র-

https://twitter.com/masum_twt/status/1663198658580611078?s=20

https://twitter.com/IPL/status/1663194111535611904?s=20

https://twitter.com/mufaddal_vohra/status/1663194380747046913?s=20

https://twitter.com/dhruvjurel21/status/1663194393720016897?s=20

https://twitter.com/CSKFansArmy/status/1663194051817148416?s=20

https://twitter.com/BruceWayne_MSD/status/1663194796133851137?s=20

https://twitter.com/review_retained/status/1663192485257170945?s=20

https://twitter.com/PathakRidhima/status/1663192815474733056?s=20

https://twitter.com/prasannalara/status/1663193327083171840?s=20

https://twitter.com/InMyOwnBubble_/status/1663194482827993090?s=20

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *