IPL Final: “প্রিয় ধোনি, এটা তোমার জন্য…” গুজরাতকে হারিয়ে পঞ্চম খেতাব চেন্নাইয়ের, আবেগবিহ্বল নেটজনতা !! 1

IPL Final: ম্যাচ হওয়ার কথা ছিলো রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায়। রবিবারই মধ্যরাতের আগে ফলাফল জানার অপেক্ষায় উদগ্রীব হয়ে টেলিভিশনের সামনে বসেছিলেন দর্শকেরা। কিন্তু রবিবার নয়, সোমবার নয়, ফলাফল আসতে আসতে হয়ে গেলো মঙ্গলবার। আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ফাইনাল শেষ হলো মঙ্গলবার রাত দেড়টা নাগাদ। বৃষ্টির কারণে রোববার এক বলও খেলা হয় নি। সোমবারের রিজার্ভ ডে’তে ম্যাচ শুরু হয়েছিলো নির্ধারিত সময়েই। কিন্তু ফের বাধা সাধে বৃষ্টি। দ্বিতীয় ইনিংসের বয়স যখন মাত্র ৩ বল তখনই আকাশ ভেঙে শুরু হয় বর্ষণ। দীর্ঘ সময় বন্ধ ছিলো খেলা। শেষমেশ রাত ১২টা ১০ মিনিটে শুরু করা গিয়েছিলো দ্বিতীয় ইনিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৪ রান তুলেছিলো গুজরাত। বৃষ্টির পর চেন্নাইয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান।

বৃষ্টিতে ওভার কমলে অধিকাংশ সময়েই রান তাড়া করা দলেরই সুবিধা হয়। নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে খেলা যায় ম্যাচ। আজকেও দেখা গেলো তাই। শুরু থেকেই ঝড় তোলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। চলতি মরসুমে ওপেনিং জুটিতে ৮০০’র বেশী রান তুলেছে চেন্নাই, আজকেও ৬ ওভার ৩ বলে তুললো ৭৪ রান। ওপেনিং পার্টনারশিপেই চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিলো আজ। ঋতুরাজ করেন ২৬ রান। সপ্তম ওভারে তাঁকে ফিরিয়ে গুজরাতকে প্রথম সফলতা এনে দেন নূর আহমেদ। একই ওভারে ডেভন কনওয়েকে ফেরান নূর। আজ চেন্নাইয়ের ব্যাটাররা যেখানে আগাগোড়া ফিফথ গিয়ারে ব্যাটিং করলো সেখানে উজ্জ্বল ব্যতিক্রম নূর আহমেদ। মাত্র ১৭ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

অজিঙ্কা রাহানের ১৩ বলে ২৭, অম্বাতি রায়ডুর ৮ বলে ১৯-এর সৌজন্যে একটা সময় জয়ের দোরগোড়ায় চলে এসেছিলো চেন্নাই। গুজরাতকে ম্যাচে ফেরান মোহিত শর্মা। পরপর উইকেট তুলে ম্যাচ শেষ ওভার অবধি নিয়ে গেলেন তিনি। রায়ডু আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন ধোনি। কিন্তু আজকের ফাইনালে ‘গোল্ডেন ডাক’ করে ফিরতে হলো তাঁকে। শেষ ওভারে বাকি ছিলো ১৩ রান। প্রথম চার ওভারে চারটি নিখুঁত ইয়র্কার দিয়েছিলেন মোহিত শর্মা। খরচ করেছিলেন মাত্র ৩ রান। তবে শেষ দুই বলে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। দুরন্ত চার আর ছক্কায় পঞ্চম খেতাব এনে দিলেন চেন্নাইকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আজকের ম্যাচের পর আইপিএলকে বিদায় জানাবেন বলে আগেই ঘোষণা করেছিলেন অম্বাতি রায়ডু। ট্রফি জিতে শেষটা হলো তাঁর। রায়ডুকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি সব চোখ আজ মহেন্দ্র সিং ধোনির দিকে। শোনা যাচ্ছিলো আজকের পর ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ভক্তদের আদরের থালাও। জীবনের প্রথম আইপিএলে ফাইনাল হেরেছিলেন তিনি। মগজাস্ত্রের লড়াইতে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস হারিয়ে দিয়েছিলো চেন্নাইকে। আজ জিতেই মাঠ ছাড়লেন তিনি। অধিনায়ক হিসেবে পঞ্চম ট্রফি জিতে সফলতম অধিনায়কের তকমা ভাগ করে নিলেন রোহিত শর্মার সাথে। ট্রফি হাতে মাহিকে দেখে খুশি নেটজনতা। ‘সব ভালো যার শেষ ভালো’ বলছেন তাঁরা। ‘ধোনির মুখের ঐ হাসিটা দেখার জন্যই তিন দিনের অপেক্ষা সার্থক’ সমস্বরে বলছেন নেটিজেনরা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখুন ট্যুইটার চিত্র-

https://twitter.com/depensokal/status/1663276673238986753?s=20

https://twitter.com/David_AdamCVF/status/1663276672349777922?s=20.

https://twitter.com/THARAk94/status/1663276677588467712?s=20

https://twitter.com/KumarIndrendra/status/1663276682885894144?s=20

https://twitter.com/iamjsk03/status/1663276683884126209?s=20

https://twitter.com/vijuvijayan6/status/1663276684412608512?s=20

https://twitter.com/whovikashmt/status/1663276688128770048?s=20

https://twitter.com/Indias_pride/status/1663276690511138816?s=20

https://twitter.com/Jaw_Knock/status/1663276697402347520?s=20

https://twitter.com/yashiparmar57/status/1663276697792446464?s=20

https://twitter.com/FarhanCruzz/status/1663276697934807044?s=20

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *