IPL Final: "সব ব্যাটাই চোর", ফাইনাল শুরুর আগেই গুজরাটকে উইনার ঘোষণা করতেই ট্রোলের শিকার জয় শাহ ও BCCI !! 1

IPL Final: বৃষ্টির বাঁধা কাটিয়ে খুব শিগগিরই শুরু হতে চলেছে আইপিএলের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হচ্ছে। এই ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে লেখা, ‘রানার আপ চেন্নাই সুপারকিংস’। অর্থাৎ ফাইনাল ম্যাচে জিততে চলেছে গুজরাট টাইটান্স। তবে যাবতীয় হইচই-এর পর জানা যায়, স্ক্রিন টেস্টিংয়ের সময় ভুল করে এই জিনিসটা হয়। ম্যাচের ফলাফলে সঙ্গে এর কোন সম্পর্ক নেই।

IPL Final: "সব ব্যাটাই চোর", ফাইনাল শুরুর আগেই গুজরাটকে উইনার ঘোষণা করতেই ট্রোলের শিকার জয় শাহ ও BCCI !! 2

চেন্নাই সুপার কিংসের সমর্থক থেকে শুরু করে গুজরাট টাইটান্সের ভক্তদের মধ্যে এই ছবিটি ভাইরাল হওয়ার পরে আকর্ষণীয় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইপিএলে চেন্নাই সুপার কিংস দল দশম বারের মতো ফাইনাল ম্যাচ খেলছে। অন্যদিকে গুজরাট দল টানা দ্বিতীয়বার ফাইনাল ম্যাচ খেলছে। ফাইনাল ম্যাচের আগেই আইপিএল থেকে অবসর নিলেন চেন্নাইয়ের তারকা ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। শোনা যাচ্ছে, এই ম্যাচের পরই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ম্যাচের আগেই এমন ছবি দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।

দেখে নিন টুইট চিত্র:

https://twitter.com/beingabhi2712/status/1662799528251248640?s=20

https://twitter.com/Basavachethanah/status/1662798276796743681?s=20

https://twitter.com/sagrdp7/status/1662820305147154432?s=20

https://twitter.com/sagarcasm/status/1659976846308675585?s=20

https://twitter.com/pulkit5Dx/status/1661426506516807680?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *