IPL Final: একটা টি-২০ ম্যাচের দৈর্ঘ্য কত হতে পারে? ঘন্টা তিনেক? বা খুব বেশী হলে সাড়ে তিন ঘন্টা? কিন্তু অবিশ্বাস্য ঘটনা দেখা গেলো আইপিএলের ফাইনালে। তিন ঘন্টার ম্যাচ গড়ালো তিন দিনে। রবিবার হওয়ার কথা ছিলো খেলা। তা শেষ হতে হতে হয়ে গেলো মঙ্গলবার। আহমেদাবাদে বারবার ভিলেন হয়ে দেখা দিলো বৃষ্টি। বরুণদেবের রোষানলে পড়ে বেশ কয়েকবার বন্ধ করতে হলো ম্যাচ। রবিবার এক বলও খেলা যায় নি। খেলা সরেছিলো সোমবারের রিজার্ভ ডে’তে। সন্ধ্যে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হলেও ফের বৃষ্টির ভ্রুকূটি ক্রিকেটের পথে বাধা হয়ে দাঁড়ায়। শেষমেশ গুজরাত বনাম চেন্নাই ফাইনাল যখন ফের শুরু হয় তখন পেরিয়ে গিয়েছে মধ্যরাত।
৩১ মার্চ এই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিলো আইপিএলের ষোড়শ মরসুম। প্রায় দুই মাস, ৭৩ ম্যাচের ব্যাট-বলের সংগ্রামের পর খেতাবী যুদ্ধেও মুখোমুখি হলো সেই দুই দলই। মঞ্চও রইলো একই। যেন এক বৃত্ত সম্পূর্ণ হলো আইপিএলে। উদ্বোধন আর সমাপ্তির মধ্যে মিল অনেক থাকলেও অমিলও রইলো বিস্তর। বদলে গেলো ম্যাচের ফলাফল। প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়ে শুরুটা করেছিলো গুজরাত। কিন্তু ফাইনালে দেখা গেলো উলটপুরাণ। হার্দিক পান্ডিয়ার দলকে শেষ বলে পরাজিত করে উৎসবে মাতলো চেন্নাই শিবির। পঞ্চম ট্রফি জিতে মুম্বইয়ের সাথে সফলতম দলের তকমা ভাগ করে নিলো তারা। অধিনায়ক হিসেবে পঞ্চম ট্রফি জিতেও মাটির কাছাকাছি রইলেন ধোনি। ম্যাচ শেষে নিজে নয়, বরং সবার আগে ট্রফি তুলতে দিলেন অম্বাতি রায়ডুকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বৃষ্টিবিঘ্নিত ফাইনাল দেখলো রুদ্ধশ্বাস থ্রিলার-

রবিবারের অনন্ত অপেক্ষার পর সোমবার শুরু হলো ম্যাচ। খেলা শুরুর আগে পারফর্ম করেন জনপ্রিয় র্যাপার কিং। টসে জিতে প্রথমে প্রতিপক্ষযে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি মরসুমে প্রায় প্রতি ম্যাচেই শুরুটা ঝড়ের বেগে করতে দেখা গিয়েছে গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিলকে। ব্যতিক্রম হলো না ফাইনালেও। দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের বিরুদ্ধে চড়াও হন ঋদ্ধি ও শুভমান। টুর্নামেন্টের সেরা ব্যাটার শুভমান ২০ বলে ৩৯ রান করে আউট হন ফাইনালে। তাঁকে বিদ্যুৎগতিতে স্টাম্প করে প্রথম সাফল্য এনে দেন স্বয়ং ধোনিও। ৮৯০ রান করলেন শুভমান এবারের আইপিএলে। তিনি ফিরলেও ঋদ্ধির ব্যাটে দেখা গেলো ঝড়। ৩৯ বলে ৫৪ রান করলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শুভমান, ঋদ্ধিমান, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারদের জন্য নিঃসন্দেহে প্রস্তুতি নিয়েছিলো চেন্নাই। কিন্তু ফাইনালে ব্যাট হাতে তাদের ত্রাস হয়ে দাঁড়ালেন তরুণ সাই সুদর্শন। তামিলনাড়ুর তরুণ চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৭ বলে করলেন ৯৬ রান। শতরানের দোরগোড়ায় আউট হলেও হার্দিক পান্ডিয়ার (২১*) সাথে জুটি গড়ে দলকে ২১৪ রানে পৌঁছে দেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের ইনিংসের বয়স যখন মাত্র ৩ বল, তখন আকাশ ভেঙে নামে বৃষ্টি। ম্যাচ বন্ধ থাকে দীর্ঘসময়। রাত ১২ টা ১০ মিনিটে যখন ফের ম্যাচ চালু করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা তখন সুপার কিংসদের লক্ষ্য কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান। আক্রমণ ছাড়া গতি ছিলো না চেন্নাইয়ের। শামি-রশিদ খানদের মত টুর্নামেন্টের সেরা বোলারদের বিরুদ্ধেই জ্বলে ওঠেন ডেভন কনওয়ে-ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটিতে ৭৪ রান তোলেন তাঁরা।
পেন্ডুলামের মত দুলতে দেখা গেলো ফাইনালের ভাগ্য। ওপেনিং জুটির মাহাত্ম্যে একটা সময় ম্যাচে চালকের আসনে ছিলো চেন্নাই। একই ওভারে ঋতুরাজ এবং কনওয়েকে আউট করে খেলা ঘোরান নূর আহমেদ। এরপর ফের আগুনে ব্যাটিং করতে দেখা গেলো অজিঙ্কা রাহানেকে। ১৩ বলে ২৭ রান করে ম্যাচ চেন্নাইয়ের দিকে নিয়ে এলেন তিনি। ঝোড়ো ইনিংস খেলেন অম্বাতি রায়ডুও। ফের যখন সুপার কিংসদের সহজ জয়ের দিকে এগোচ্ছে খেলা তখন পরপর দুই বলে রায়ডু এবং ধোনিকে আউট করে ম্যাচ জমিয়ে দেন মোহিত শর্মা। শেষ ওভারে বাকি ছিলো ১৩ রান। নিখুঁত চার ইয়র্কারে ৩ রান খরচ করেন মোহিত। শেষ দুই বলে অবশ্য ছক্কা এবং চার মেরে আহমেদাবাদকে হলুদ রঙে রাঙিয়ে দেন রবীন্দ্র জাদেজা।
বিদায়বেলায় রায়ডুর হাতে কাপ দিলেন ধোনি-

২০১১ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের দৃশ্য দেখা গেলো গতকাল। সেদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ট্রফি জিতেছিলো বার্সেলোনা। অধিনায়ক কার্লোস পুয়োল একা যান নি ট্রফি গ্রহণ করতে। সুযোগ করে দিয়েছিলেন এরিক আবিদালকে। মহেন্দ্র সিং ধোনিকেও মঙ্গলবারের মোতেরা দেখলো পুয়োলের প্রতিবিম্ব হয়ে উঠতে। অধিনায়ক হিসেবে ট্রফি তোলার কথা ছিলো তাঁরই। কিন্তু তিনি সেই সুযোগ করে দিলেন অম্বাতি রায়ডুকে। ম্যাচের আগেই রায়ডু জানিয়েছিলেন আইপিএল ফাইনালের পর অবসর নিতে চলেছেন তিনি। বিদায়বেলায় তাঁর উপরেই লাইমলাইট ঠেলে দিলেন ধোনি। খেলোয়াড় জীবনে ষষ্ঠবার আইপিএল জিতলেন রায়ডু। তিনবার জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে, তিনবার জিতলেন চেন্নাই সুপার কিংস জার্সিতে। সোনালী অক্ষরেই শেষটা লিখলেন তিনি।
মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যত নিয়েও ছিলো ধন্ধ। ফাইনালের পর তিনি কি আদৌ চালিয়ে যাবেন খেলা নাকি তুলে রাখবেন ব্যাট-প্যাড-গ্লাভস? প্রশ্ন কুরেকুরে খাচ্ছিলো ক্রিকেটমহলকে। ম্যাচ শেষে সঞ্চালক হর্ষ ভোগলে সেই প্রশ্ন করেনও ধোনিকে। তিনি যে চ্যালেঞ্জ বরাবর ভালোবাসেন, ক্রিকেট জীবনের সায়াহ্নে এসেও চ্যালেঞ্জ নেওয়া থেকে যে সরছেন না তা পরিষ্কার করে দিয়েছেন ‘মাহি।’ বলেন, “এই মুহূর্তে অবসর ঘোষণা করে দেওয়া খুবই সহজ। কিন্তু ৯ মাস পর ফিরে এসে আরও একটা মরসুম খেলা, শরীরকে তার জন্য প্রস্তুত করা বেশ চ্যালেঞ্জের হবে। এখনই থামার কথা তাই ঘোষণা করছি না।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023