IPL Final: সুদীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে জানা গেলো ফলাফল। গুজরাত টাইটান্সনেক হারিয়ে আইপিএলের ষোড়শ মরসুমে ট্রফি ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চম খেতাব জয় তাদের। টুর্নামেন্টের সফলতম দলের তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের সাথে একই আসনে জায়গা করে নিলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সফলতম অধিনায়কের তালিকায় রোহিত শর্মার সাথে শীর্ষ স্থান ভাগাভাগি করে নিলেন ধোনি স্বয়ং। রোহিতের মতই নেতা হিসেবে পাঁচ বার আইপিএল জয়ের নজির গড়লেন তিনিও। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিলো গুজরাত ও চেন্নাইয়ের। বৃষ্টির কারণে রবিবার এক বলও খেলা এগোয় নি। সোমবার রিজার্ভ ডে’তে পিছু ছাড়লো না বর্ষণ। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছিলো ম্যাচ। সোম পেরিয়ে মঙ্গলে এসে জানা গেলো ফলাফল। ভোরবাতে ম্যাচ জিতে নতুন সকাল দেখলো চেন্নাই।
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই শুরু হয়েছিলো এবারের আইপিএল। শেষ ম্যাচেও মুখোমুখি হলো সেই দুই দলই। প্রথম ম্যাচটি আয়োজিত হয়েছিলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেতাবী যুদ্ধের মঞ্চও ছিলো একই। দুই ম্যাচের মধ্যে বিস্তর মিল থাকলেও অমিল রইলো কেবল ফলাফলে। প্রথম ম্যাচে জিতে দুই পয়েন্ট সংগ্রহ করেছিলো গুজরাত টাইটান্স। আর ফাইনালে হার্দিকদের হারিয়ে ট্রফি নিজেদের ঘরে তুলে নিলো চেন্নাই সুপার কিংস। টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ধোনি। গতকাল গুজরাতের ইনিংসের শুরুটা হয়েছিলো ঝড়ের গতিতে। ৩ রানের মাথায় জীবন ফিরে পেয়ে ঝড় তুলেছিলেন শুভমান গিল। ভালো খেলছিলেন ঋদ্ধিমান সাহাও। ২০ বলে ৩৯ করে মহেন্দ্র সিং ধোনির বিদ্যুৎ গতির স্টাম্পিং-এ পরাস্ত হয়ে ফিরলেন শুভমান। ৩৯ বলে ৫৪ করেন ঋদ্ধিমান। গুজরাত ব্যাটারদের মধ্যে নিঃসন্দেহে সেরা ইনিংস এলো সাই সুদর্শনের ব্যাট থেকে। ৪৭ বলে ৯৬ করেন তিনি। ২১৪ রান করে গুজরাত।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
নেমে চেন্নাইয়ের ইনিংসের বয়স যখন মাত্র ৩ বল, তখন আকাশ ভেঙে নামে বৃষ্টি। ম্যাচ বন্ধ থাকে দীর্ঘসময়। রাত ১২ টা ১০ মিনিটে যখন ফের ম্যাচ চালু করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা তখন সুপার কিংসদের লক্ষ্য কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান। আক্রমণ ছাড়া গতি ছিলো না চেন্নাইয়ের। শামি-রশিদ খানদের মত টুর্নামেন্টের সেরা বোলারদের বিরুদ্ধেই জ্বলে ওঠেন ডেভন কনওয়ে-ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিং জুটিতে ৭৪ রান তোলেন তাঁরা। এরপর অজিঙ্কা রাহানের ক্যামিও দেখলো আহমেদাবাদ। ১৩ বলে ২৭ করেন তিনি। খেলা শুরুর আগেই অম্বাতি রায়ডু জানিয়ে রেখেছিলেন অবসরের কথা। নিজের শেষ আইপিএল ম্যাচে ৮ বলে ১৯ করেন তিনি। ফেরেন মোহিত শর্মার বলে। রায়ডু এবং ধোনিকে পরপর দুই বলে আউট করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন মোহিত শর্মা। শেষ দুই বলে বাকি ছিলো ১০ রান। ছক্কা এবং চার মেরে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা। বিদায়ী ম্যাচে আইপিএলের ইতিহাসে সফলতম ক্রিকেটারদের তালিকায় নিজেকে শীর্ষে নিয়ে এলেন রায়ডু। রোহিত শর্মার পাশাপাশি তিনিও এখন ছয়বার জিতলেন প্রতিযোগিতা। খেলা শেষে ভাসলেন আবেগে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
‘ভাষায় প্রকাশ করা যাবে না অনুভূতি…’ বলছে রায়ডু-

২০১০ থেকে ২০২৩, দীর্ঘ চোদ্দ মরসুম আইপিএলের দুনিয়ার অন্যতম পরিচিত মুখ ছিলেন অম্বাতি রায়ডু। তথাকথিত সুপারস্টার না হয়েও নিরন্তর পারফর্ম করে গিয়েছেন, যেখানেই খেলেছেন, হয়ে উঠেছেন মিডল অর্ডারের ভরসা। শুরুটা করেছিলনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। আট মরসুম কাটিয়েছেন ‘পল্টনে’র সাথে। ২০১৮ সালে মুম্বই ছেড়ে যোগ দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসে। সেখানেও নিজের পৃথক পরিচিতি গড়ে নিয়েছিলেন তিনি। করেছেন শতরান। এমনকি হলুদ জার্সিতে প্রথম মরসুমেই ৬০২ রান করেছিলেন তিনি। মুম্বই ও চেন্নাই জার্সিতে এর আগে মোট পাঁচটি আইপিএল খেতাব ছিলো তাঁর। ২০২৩ সালে ষষ্ঠ ট্রফি জিতে আইপিএল কেরিয়ারে দাঁড়ি টানলেন তিনি। ম্যাচ শেষে সাক্ষাৎকারে রায়ডু জানালেন, “খুবই ভালো লাগছে। এর থেকে ভালো অনুভূতি আর কিই বা হতে পারে? জিতে শেষটা করছি। অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। আমি কেবল আজকের ম্যাচটার অপেক্ষা করছিলাম।”
রায়ডু যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন পাশে উপস্থিত ছিলেন সুরেশ রায়না। চেন্নাই জনতার আদরের ‘চিন্না থালা’ এখন আর দলের সদস্য নয়। মাঠে ছিলেন বিশেষজ্ঞের ভূমিকায়। সঞ্চালক রায়ডুকে জিজ্ঞাসা করেন রায়নাকেও তাঁদের উদযাপনে সামিল করতে চান কিনা তিনি। উত্তরে মুখে একরাশ হাসি নিয়ে রায়ডু বলেন, “সুরেশ রায়না নিজে হাতে চেন্নাই সুপার কিংসকে তৈরি করেছেন। ওনার জন্য তো সিএসকে ঘরবাড়ির মত। পরিবারের মত। আমি নিশ্চিত আজ উনি খুবই খুশি।” রায়ডুর পাশ থেকে রায়নাও জানিয়ে দেন তাঁর আনন্দের কথা। পাশাপাশি বলেন, “আমি আর ও ছোটোবেলা থেকে একসাথে খেলছি। আজ ওর (রায়ডুর) সাফল্যে আমি খুব খুশি। অভিনন্দন জানাই ওকে,সাথে ওর পরিবারকেও।”
৮ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেললেও ম্যাচ শেষ করে আসতে পারেন নি তিনি। আক্ষেপ রয়েছে? প্রশ্নের উত্তরে ‘না’ বলেছেন রায়ডু। শেষ ওভারে চাপের মুখে কি অবস্থা ছিলো ডাগ-আউটের? রায়ডুর সহাস্য উত্তর, “কেমন আর হবে? সবাই নিজের নিজের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলো।” বিদায়বেলায় মহেন্দ্র সিং ধোনির প্রশংসা আইপিএল ফাইনালের স্মৃতি অনেকগুণ মধুর করে তুলেছে রায়ডুর কাছে। মোহিত শর্মার বলে লং অফের ওপর দিয়ে একটি ছক্কা মারেন তিনি। সেই শটের তারিফ করে ধোনি স্বয়ং জানিয়েছেন, “যে শটটা তুমি মেরেছো, বুড়ো বয়সেও ভুলবো না।” ট্রফিজয়ের সেলিব্রেশনের মাত্রা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে কিংবদন্তী অধিনায়কের স্তুতিবাক্য।
দেখুন রায়ডুর সাক্ষাৎকারের কিছু অংশ-
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023