IPL 2023: গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। প্রায় দুই মাসের জবরদস্ত লড়াই শেষে দশ দলের মধ্যে বিদায় নিয়েছে আট দল। খেতাবী যুদ্ধে টিকে রয়েছে সেই গুজরাত চেন্নাই’ই। যে ম্যাচ দিয়ে মরসুম শুরু হয়েছিলো, মরসুমের শেষটাও হবে তাদেরই হাত দিয়ে। অপরিবর্তিত থেকে যাচ্ছে লড়াইয়ের মঞ্চও। সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইশ গজেই ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে ট্রফির অন্বেষণে মাঠে নামবে দুই পক্ষ। পঞ্চম খেতাব জয়ের হাতছানি চেন্নাইয়ের সামনে। আর গুজরাতের সামনে সুযোগ থাকছে পরপর দুই বছর ট্রফি জিতে তাক লাগানোর।
গতকাল অর্থাৎ ২৮ মে হওয়ার কথা ছিলো ফাইনাল। সেইমত যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিলো। মাঠ ভরিয়েছিলেন সমর্থকেরাও। শোনা যাচ্ছিলো যে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচের পরেই আইপিএলের দুনিয়াকে বিদায় জানাতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুদিন হলো অবসর নিলেও এতদিন আইপিএল খেলছিলেন তিনি। কিন্তু বছর একচল্লিশের ‘মাহি’ রবিবারের পরেই ব্যাট-প্যাড, গ্লাভস তুলে রাখতে পারেন বলে খবর চাউর হয়েছিলো। প্রিয় তারকার জন্য আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছিলো আহমেদাবাদে। কিন্তু যাবতীয় উত্তেজনায় জল ঢাললো বৃষ্টি। সন্ধ্যে থেকে আকাশ ঢাকলো কালো মেঘে। তার সাথে দেখা গেলো নিরন্তর বৃষ্টি। মাঠের অবস্থা ক্রিকেটের জন্য অনুকূল না হওয়ায় এক বলও খেলা গেলো না রবিবার। বাধ্য হয়েই ম্যাচ সরানো হলো রিজার্ভ ডে’তে। এই ঘটনার সাথে ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়ের অদ্ভুত সমাপতন খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। ভারতের জার্সিতেও রিজার্ভ ডে’তে শেষ ম্যাচ খেলেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
রিজার্ভ ডে’তে গড়িয়েছিলো ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ-

সালটা ২০১৯। বিরাট কোহলির নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ভারতীয় দল। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে নক-আউটের যোগ্যতা অর্জন করে তারা। শেষ চারের যুদ্ধে ভারতের মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড। ম্যাঞ্চেস্টারে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে প্রথম বল করছিলো ‘টিম ইন্ডিয়া।’ কিউইদের বেশ ভালোই চাপে রেখেছিলেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহরা। কিন্তু বাধ সাধে বৃষ্টি। ৪৬.১ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ৫ উইকেটের বিনিময়ে ২১১ রান, তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামে। দীর্ঘ অপেক্কার পরেও সেদিন আর ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়া যায় নি। মাঠের অবস্থা বিচার করে আম্পায়াররা দেখেন যে ২০ ওভারের ম্যাচ আয়োজন করাও সম্ভব ছিলো না সেইদিন। ফলে খেলা গড়ায় রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনে। পরদিন ২৩৯ রানে থামে কিউইরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
স্কোরবোর্ডে লক্ষ্য বেশী ছিলো না। বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের ফর্ম এগিয়ে রেখেছিলো ‘টিম ইন্ডিয়া’কে। কিন্তু বৃষ্টিভেজা পিচে সেইদিন ভয়ঙ্কর হয়ে ওঠেন ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট। ৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারতীয় দল। ফিরে যান রোহিত শর্মা, কে এল রাহুল এবং বিরাট কোহলি। দীনেশ কার্তিক যখন আউট হন স্কোরবোর্ডে তখন ২৪ রান। ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলো ভারত। কিন্তু দুজনেই ৩২-এর বেশী এগোতে পারেন নি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে মহেন্দ্র সিং ধোনি হাল ধরেছিলেন দলের।
৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যখন জাদেজা আউট হন তখনও জয়ের জন্য বাকি ৩২ রান। হাতে ছিলো ১৩ বল। ‘মাহি’ ম্যাজিকের আশায় ছিলেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। কিন্তু দুর্ভাগ্য সেদিন পিছু ছাড়ে নি ভারতের। মার্টিন গাপ্টিলের বিষাক্ত থ্রোতে রান-আউট হন ধোনি। তিনি লড়াকু অর্ধশতরান করলেও শেষমেশ ম্যাচ হেরে যায় ভারত। রিজার্ভ ডে’র লড়াইতে হেরে ছিটকে গিয়েছিলো মেন ইন ব্লু। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপান নি ধোনি। ভাগ্যের অদ্ভুত ফেরে আইপিএলে তাঁর সম্ভাব্য শেষ ম্যাচেও বাধা দিলো বৃষ্টি। খেলা গড়ালো রিজার্ভ ডে’তে। ২০১৯ সালে রিজার্ভ ডে’র হার দিয়ে শেষ হয়েছিলো জাতীয় দলের জার্সিতে তাঁর পথচলা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিজার্ভ ডে’র লড়াইতে ধোনির জয়ই দেখতে চাইছেন দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমী।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023