জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল এবছর ফাইনালে (IPL FINAL) গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস দুই দল হয়েছে মুখোমুখি। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সদ্ধান্ত নেন MS Dhoni। ২০ বলে ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে স্ট্যাম্প হয়ে প্যাভিলিয়নে ফিরে যান গিল (Shubman Gill)। পাশাপাশি ৩৯ বলে ৫৪ রান বানান ঋদ্ধিমান সাহা (Wriddhinan Saha) তবে, গতকাল গুজরাতের হয়ে সেরা নকটি খেললেন সাই সুদর্শন (Sai Sudarshan)। ৪৭ বলে ৮ টি চার ও ৬ টি ছক্কা হাঁকিয়ে ৯৬ রান করলেন তিনি এবং পথিরানার বলে আউট হন তিনি। অন্যদিকে ১২ বলে ২২ রান করে নট আউট থেকে হার্দিক ২০ ওভারে ২১৪ রানে পৌঁছে দেয়।
জবাবে ব্যাটিং করতে এসে ওপেনার ঋতুরাজ এবং কনওয়েকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছিল। ১৬ বলে ২৬ রান করেন ঋতুরাজ, ২৫ বলে ৪৭ রান করেন কনওয়ে। ১৩ বলে ২৭ রান করে মোহিত শর্মার বলে প্যাভিলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে প্যাভিলিয়নে ফেরেন অম্বতি রাইডু এবং আজ খাতা খুলতে ব্যার্থ হন ধোনি। তবে , ২১ বলে ৩২ রান করেন শিভম দুবে ও ফিনিশিং টাচটি দেন রবীন্দ্র জাদেজা। ৬ বলে ১৫ বানিয়ে পাঁচবারের জন্য ট্রফি জিতে নিলো CSK।
মাঠে হাজির ছিলেন সারা-ভিকি
তবে গতকাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন সারা আলী খান (Sara Ali Khan)। শুভমান গিলের সাথে বেশ নাম জড়ায় সারার। সেটা সচিন (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর বা সাইফ কন্যা সারা আলী খানের (Sara Ali Khan) সাথে জড়িয়েছে নাম। কাল ফাইনাল ম্যাচ দেখতে ভিকি কৌশলের সাথে মাঠে হাজির হয়েছিলেন তিনি। যদিও কিছুমাস আগে দুজনকে একসাথে গিয়েছিল দেখা এক রেস্তোরাঁতে, তবে কিছুদিন আগেই ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করে দিয়েছেন। মাঠে উপস্থিতির পর গিলের দলকে পরাজিত হতে হয়েছে। এরপর সারা আলী খানকে একহাত নিলেন সমর্থকরা।
দেখেনিন টুইট
https://twitter.com/aarohi_vns/status/1663367537172824064?t=pQUtESZpXY_uIx_AK_J2Nw&s=19
https://twitter.com/Ramtej_RJ/status/1663294927667867648?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/ahatisham/status/1663403399403151361?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/iamrachel1812/status/1663295658718289921?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/2Iampk/status/1663295220908437506?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/jitz_jo/status/1663409366140088321?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/SidAnandTweets/status/1663396918322511873?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/ReplyGPT/status/1663440638057254914?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/DattaNilanjan/status/1663381213338554368?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/khushbookadri/status/1663295437418401792?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19
https://twitter.com/RiseofVirat/status/1663294888442724352?t=6HFwVpmfFpE_GG-MIGpeMw&s=19