IPL Final: "বৃষ্টিই ফাইনালের সেরা পারফর্মার..", রবিবার মহাম্যাচ ভেস্তে যাওয়ায় চরম মস্করার মেজাজে নেটিজেনরা !! 1

IPL Final: আহমেদাবাদে অবিরাম বৃষ্টির কারণে রবিবারের ম্যাচে একটি বলও গড়ালো না। রাত ১১টায় বৃষ্টি থেমে গেলেও মাঠে খেলার উপযোগী হতে অন্তত এক ঘণ্টা সময় লাগবে। এরপর যদি একটি ম্যাচটি হত, তবে দুই দলই পাঁচ ওভার করে খেলার সুযোগ পেত। দুই দলের কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলে আজকের ম্যাচ স্থগিত করেন আম্পায়াররা। এখন সোমবার সকাল সাড়ে সাতটা থেকে রিজার্ভ ডে-তে খেলা হবে। এ দিন, রাত নয়টায় বৃষ্টি থেমে গিয়েছিল এবং মাঠ প্রায় খেলার উপযোগী ছিল, কিন্তু আবার বৃষ্টি এল। এরপর রাত ১১টায় বৃষ্টি থামে।

এ দিন, টুইটারে ম্যাচ সংক্রান্ত আপডেট দিয়ে দেয় আইপিএল। সেখানে লেখা হয়, আইপিএলের ফাইনাল ২৯ মে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে রিজার্ভ ডে-তে। আজকের টিকিট আগামীকাল বৈধ হবে। আমরা সবাইকে টিকিট নিরাপদ এবং অক্ষত রাখতে অনুরোধ করছি।”

দেখে নিন টুইট চিত্র:

https://twitter.com/JatinKanojiya/status/1662877873299140609?s=20

https://twitter.com/Chiyanforever/status/1662874696965300225?s=20

https://twitter.com/Rojacullen/status/1662873233295814657?s=20

https://twitter.com/exponentialaman/status/1662868901926170624?s=20

https://twitter.com/RizWi92786/status/1662868406293639168?s=20

https://twitter.com/rajeshvarmarv2_/status/1662865587536801792?s=20

https://twitter.com/KSanthoshDMK01/status/1662858897944907777?s=20

https://twitter.com/Tam_Mahi/status/1662858770895212544?s=20

https://twitter.com/Loveee_urself/status/1662858027052027906?s=20

https://twitter.com/Aniketsingh961/status/1662857750030974976?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *