IPL 2023, DC vs MI, MATCH NO-16, Stats Preview: দিল্লী বনাম মুম্বই দ্বৈরথের আগে এক নজরে দেখে নিন দুই দলের বেশ কিছু নজরকাড়া কীর্তি ও পরিসংখ্যান !! 1

IPL 2023: মঙ্গলবার দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে অবশেষে পয়েন্টের খাতা খোলার লড়াই দিল্লী ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলের সামনেই। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে দিল্লী (DC)। তিন ম্যাচেই তাদের ভাগ্যে জুটেছে পরাজয়। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে ৫০ রানে হার দিয়ে মরসুম শুরু করেছিলো দিল্লী। এরপর একে একে হারতে হয়েছে গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে। লক্ষ্ণৌ এবং রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারলেও গুজরাত টাইটান্স (GT) দিল্লীর হোম গ্রাউন্ডে এসে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে গিয়েছে তাদের। অন্যদিকে ছবিটা বিশেষ উজ্জ্বল নয় মুম্বইয়েরও। বেঙ্গালুরু (RCB) ও চেন্নাইয়ের (CSK) বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে দুটিতেই খালি হাতে ফিরতে হয়েছে তাদের।

চোটের কারণে গোটা মরসুমে নেই ঋষভ পন্থ (Rishabh Pant)। অধিনায়কের অভাব অনুভব করছে ক্যাপিটালস শিবির। উইকেটের পিছনে পন্থের অনুপস্থিতি সমস্যায় ফেলেছে দিল্লীকে। অন্যদিকে মিডল অর্ডারেও তৈরি করেছে শূন্যস্থান। প্রথম তিন ম্যাচে একমাত্র ডেভিড ওয়ার্নার ছাড়া কোনো ব্যাটারই বড় রানের মুখ দেখেন নি। ওয়ার্নার রান করলেও সমালোচনার মুখে পড়েছেন মন্থর ইনিংস খেলে। পৃথ্বী শ (Prithvi Shaw), সরফরাজ খানেরা (Sarfaraz Khan) প্রথম তিনি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। ভরসা দিতে পারেন নি রাইলি রুশো (Rilee Rossouw), মিচেল মার্শদের (Mitchell Marsh) মত আন্তর্জাতিক তারকারাও। দিল্লীর বোলিং ডিপার্টমেন্টকেও বেশ সাধারণ লেগেছে এই মরসুমে। খলিল আহমেদ বা এনরিখ নর্খিয়াদের পারফর্ম্যান্স এখনও অবধি বেশ হতাশাজনক। আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানর পরীক্ষা ওয়ার্নারদের (David Warner)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সও (MI) ষোড়শ মরসুমের শুরুতে বেশ বেকায়দায়। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছিলো তাদের। দ্বিতীয় ম্যাচে তাদের হোম গ্রাউন্ডে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। রান পান নি অধিনায়ক রোহিত শর্মা। ঈশান কিষণ, টিম ডেভিডদেরও দেখা যায় নি ছন্দে। টি-২০ ক্রিকেটে গত এক বছরে হইচই ফেলে দেওয়া সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটও রয়েছে আশ্চর্য রকমের শান্ত। বোলিং-এ বুমরাহর (Jasprit Bumrah) না থাকা ঢাকতে পারেন নি ট্রিস্টান স্টাবস, জেসন বেহরেনডফ’রা (Jason Behrendoff)। পরপর দুই ম্যাচে হেরে বিপর্যস্ত মুম্বইয়ের এখনও পয়েন্ট সংখ্যা শূণ্য। গত মরসুমে দশ দলের লীগে দশম স্থানে শেষ করেছিলো তারা। এবার সেই লজ্জার রেকর্ডের পুনরাবৃত্তি এড়াতে দিল্লী ম্যাচ দিয়েই জয়ের সরণীতে ফিরতে চাইবেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

IPL ম্যাচের ক্রীড়াসূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ১৬

তারিখ- ১১/০৪/২০২৩

ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময়- সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

Arun Jatley Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Arun Jaitley Stadium | IPL 2023 | image: twitter
Delhi Capitals will host Mumbai Indians at their home ground Arun Jaitley Stadium on Tuesday

মঙ্গলবার দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই মাঠের বাইশ গজ সাধারণত বেশ মন্থর হয়, যা ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। দিল্লীতে স্পিনাররা সাধারণত উইকেট থেকে সহায়তা পেয়ে থাকেন। দেশের অন্যতম পুরনো এই স্টেডিয়াম বিখ্যাত ছিলো ফিরোজ শাহ কোটলা নামে। সম্প্রতি এই মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। দুটি আন্তর্জাতিক টি-২০ এবং ৭৯টি আইপিএল ম্যাচ আয়োজন করেছে অরুণ জেটলি স্টেডিয়াম। এবার ৭টি আইপিএল ম্যাচ আয়োজন করার কথা রয়েছে এই মাঠে।

৭৯টি ম্যাচের মধ্যে ৩৫টিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৪৬ বার। ২টি খেলায় কোনো ফলাফল পাওয়া যায় নি। এক ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব দিল্লী ক্যাপিটালসের। কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস)-এর বিপক্ষে ২০১১ সালে ২০ ওভারে ২৩১ রান তুলেছিলো তারা। সর্বনিম্ন রান করার রেকর্ডটিও রয়েছে দিল্লীরই নামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৭ সালে ৬৬ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। তবে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫ রানের আশেপাশে থাকে। ১৭০ বা ১৭৫ জয়সূচক রান হতে পারে।

দিল্লীর মাঠে খেলা যত গড়ায় পিচ তত মন্থর হয়ে আসে। ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে টসজয়ী অধিনায়ক আগে ব্যাট করে বড় রানের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেওয়া পছন্দ করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Delhi Weather Forecast-

delhi Weather | IPL 2023 | image: twitter
rain is not going to cause any interruption during DC vs MI match on Tuesday

দিল্লী ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি আয়োজিত হতে চলেছে মঙ্গলবার। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ম্যাচের দিন অর্থাৎ মঙ্গলবার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ২২ শতাংশ। খেলার সময় ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।

Live Streaming Details-

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

দুই দলের সম্ভাব্য একাদশ-

দিল্লী ক্যাপিটালস-

Delhi capitals | ipl 2023 | image: twitter

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পান্ডে, রাইলি রুশো, ললিত যাদব, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এনরিখ নর্খিয়া, চেতন সাকারিয়া, মুকেশ কুমার।

মুম্বই ইন্ডিয়ান্স-

Mumbai Indians | IPL 2023 | image: twitter

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষণ (উইকেটরক্ষক),ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, আর্শাদ খান, জোফ্রা আর্চার, হৃত্বিক শোকিন, পীয়ূষ চাওলা, জেসন বেহরেনডফ।

DC বনাম MI ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যান-

  • মোট ম্যাচ- ৩২
  • দিল্লী ক্যাপিটালসের জয়- ১৫
  • মুম্বই ইন্ডিয়ান্সের জয়- ১৭
  • মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লীর সর্বোচ্চ রান- ২১৩/৬
  • দিল্লীর বিরুদ্ধে মুম্বইয়ের সর্বোচ্চ রান- ২১৮/৭
  • মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লীর সর্বোনিম্ন রান- ৬৬/১০
  • দিল্লীর বিরুদ্ধে মুম্বইয়ের সর্বনিম্ন রান- ৯২/১০
  • দিল্লীর হয়ে সর্বোচ্চ রান- বীরেন্দ্র শেহবাগ (৩৭৫)
  • মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান- রোহিত শর্মা (৭২৭)
  • দিল্লীর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- বীরেন্দ্র শেহবাগ (৯৫*)
  • মুম্বইয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান- দীনেশ কার্তিক (৮৬)
  • দিল্লীর হয়ে সর্বোচ্চ উইকেট- অমিত মিশ্র (১৯)
  • মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট- জসপ্রীত বুমরাহ (২৩)
  • দিল্লীর হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট- অমিত মিশ্র (৪/২৪)
  • মুম্বইয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট- লাসিথ মালিঙ্গা (৫/১৫)

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *