IPL 2023: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে (GT) হারিয়ে পঞ্চম আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। শেষ বলে বাকি ছিলো চার রান, মোহিত শর্মার (Mohit Sharma) ডেলিভারিকে ফাইন লেগ বাউন্ডারিতে পাঠিয়ে ট্রফির গায়ে চেন্নাইয়ের (CSK) নাম খোদাই করে দেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শেষ ওভারে চাপে পড়ে যাওয়া সুপার কিংসদের খেতাব জেতায় শেষ দুই বলে জাদেজার মারা একটি ছক্কা এবং একটি চার। পঞ্চম ট্রফি জিতে প্রতিযোগিতায় সফলতম দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) পাশেই জায়গা করে নিলো তারা। সফলতম অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পাশে গিয়ে বসলেন চেন্নাই জনতার আদরের ‘থালা’ মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni)। ২০২২ মরসুমে নবম স্থানে শেষ করার পর ঘুরে দাঁড়িয়ে এই সাফল্য অর্জন করলো চেন্নাই দল।
২০২২-এ চেন্নাই দলের অধিনায়ক করা হয়েছিলো রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। অলরাউন্ডার হিসেবে তিনি যতটা সফল, নেতা হিসেবে তার ধারেকাছেও পৌঁছতে পারেন নি। ৮ ম্যাচের পরেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় জাদেজাকে। অধিনায়কের দায়িত্বে ফেরানো হয় মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। সেই সময় ফ্র্যাঞ্চাইজমালিন্য নাকি মনোমালিন্য হয়েছিলো তাঁর। শোনা যাচ্ছিলো চেন্নাই (CSK) ছাড়তেও পারেন তিনি। শেষমেশ অবশ্য মেটে সেই দূরত্ব। সিএসকে ২০২৩ মরসুমে ‘রিটেন’ করে জাদেজাকে। ফাইনালের নায়ক হয়ে ট্রফিও এনে দেন তিনি। চেন্নাই জার্সি গায়ে চাপালেও ফের কি জাদেজা ও চেন্নাই সম্পর্কে দেখা দিয়েছে ফাটল? গোটা ঘটনার সাথে কি যোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)? এবারের আইপিএল চলাকালীন এমন প্রশ্ন উঠে গিয়েছিলো বারবার। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় জাদেজার (Ravindra Jadeja) সাথে মাঠেই দীর্ঘ আলোচনা সারছেন ধোনি। এছাড়াও ভারতীয় অলরাউন্ডারের বেশ কিছু ট্যুইট ও অন্যান্য সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিতর্কের গন্ধ পাচ্ছিলেন অনেকেই। আইপিএল শেষে ইএসপিএন ক্রিকইনফোকে গোটা বিষয়টি তুলে ধরলেন দলের CEO কাশী বিশ্বনাথন (Kasi Vishwanathan)।
Read More: IPL 2024: ‘মাহি’র ফ্যান্সদের জন্য খারাপ খবর, MS ধোনির অবসর নিয়ে নিজের বয়ান বদলালেন চেন্নাই CEO কাসি বিশ্বনাথন!!
ধোনি ও জাদেজার মধ্যে বারছে দূরত্ব?

চেন্নাই সুপার কিংস সমর্থকদের অত্যন্ত কাছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। অনেকেই ভেবেছিলেন এই মরসুম খেলেই বিদায় নেবেন তিনি। তাই ব্যাট হাতে ধোনিকে দেখতে আগ্রহী ছিলেন সকলে। জাদেজা (Ravindra Jadeja)আগে ব্যাট করতে মাঠে নামলেই গ্যালারি থেকে উড়ে আসছিলো আউট হওয়ার অনুরোধ। চলছিলো ধোনির (MS Dhoni) জন্য অপেক্ষা। বিষয়টি ভালো লাগে নি জাদেজার। তিনি সমর্থকদের ব্যবহারে রুষ্ট হন। একটি ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরষ্কার পাওয়ার পর ট্যুইটারে লেখেন, “উদ্যোক্তারা বুঝলেন, শুধু সমর্থকরাই বুঝলেন না।” এই বিষয়টি নিয়ে ধোনির সাথে দুরত্ব বাড়তে পারে জাদেজার। আশঙ্কা করেছিলেন অনেকে। গত মরসুমে যখন জাদেজা (Ravindra Jadeja) চেন্নাই ছাড়তে চেয়েছিলেন ধোনিই বুঝিয়েসুঝিয়ে থেকে যেতে রাজী করিয়েছিলেন তাঁকে। সমর্থকদের আচরণের ফলে দুই তারকার মানসিক ব্যবধান বাড়লে দলে তার কি প্রভাব পড়বে তা ভেবে চিন্তায় ছিলেন সমর্থকেরা।
A terrific victory in Delhi for the @ChennaiIPL 🙌
They confirm their qualification to the #TATAIPL 2023 Playoffs 😎
Scorecard ▶️ https://t.co/ESWjX1m8WD #TATAIPL | #DCvCSK pic.twitter.com/OOyfgTTqwu
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
তবে সমর্থকদের ওপর নিরাশ হলেও ধোনি (MS Dhoni) বা অন্য কোনো সতীর্থের সাথে কোনো মানসিক দূরত্ব তৈরি হয় নি জাদেজার (Ravindra Jadeja)। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনতাই দাবী করেছেন দলের চিফ এক্সিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন (Kasi Vishwanathan)। তিনি বলেন, “জাদেজা জানত যে ধোনি ওর পরে ব্যাট করতে নামবে। মাঠে যা হচ্ছিলো, সেটা ধোনির প্রতি সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এতে জাদেজার খারাপ লেগে থাকতে পারে। এইসব মুহূর্তে মানুষ চাপে পড়তেই পারে। তবে এই বিষয়ে জাদেজা কোনো অভিযোগ করেন নি। ট্যুইট করেছে শুধু। এমনটা খেলায় হয়েই থাকে।”
ধোনি ও জাদেজার সম্পর্ক নিয়ে মুখ খুললেন CEO-

সমাজমাধ্যমে ধোনি ও জাদেজার (Ravindra Jadeja) দীর্ঘ আলোচনার যে ভিডিও ভাইরাল হয়েছে, তাকেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন (Kasi Vishwanathan)। তিনি বলেন, “ফাইনাল ম্যাচের পর এমন অনেক ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা গিয়েছে আমি জাদেজার সাথে কথা বলছি। সত্যিটা হলো এই যে আমি কেবল ম্যাচ নিয়ে কথা বলছিলাম। অন্য কিছু না। দলের পরিবেশ সম্পর্কে সকলের ধারণা আছে। শিবিরের পরিবেশ বেশ ভালো। কারও কোনো সমস্যা নেই। ও (জাদেজা) ধোনিকে খুবই সম্মান করে। ফাইনাল জেতার পর ও তো খেতাবটা উৎসর্গ করলো ধোনিকেই।”
সতীর্থের প্রতি প্রশংসায় ধোনিও কোনো কার্পণ্য করেন নি বলেই জানালেন কাশী বিশ্বনাথন (Kasi Vishwanathan)। পঞ্চম ট্রফি জেতার পর তিনি জাদেজার আত্মবিশ্বাসের তারিফ করেন। ছোটো থেকে আহমেদাবাদের মাঠে খেলেই বেড়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাই তাঁর ব্যাটেই জয়ে আসায় খুশি হয়েছেন ধোনি। ম্যাচ শেষে শিবিরের দিকে ছুটে গিয়েছিলেন জাদেজা। তাঁকে বুকে জড়িয়ে নেন অধিনায়ক ধোনি। দুজনের আলিঙ্গনবদ্ধ ছবিটি এবারের আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ ছবির মর্যাদা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।