ipl-2025-shubman-can-return-to-kkr

IPL 2025: এক দশকের ট্রফি খরা কেটেছে ২০২৪-এ। চেন্নাইয়ের একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল (IPL) জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তৃতীয় খেতাব জয়ের পরেই থামতে চায় না ফ্র্যাঞ্চাইজি। ২০২৫-এ চতুর্থ ট্রফিই লক্ষ্য তাদের। সেই জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। ২০২৪ মরসুম শেষ হওয়ার পরেই বড়সড় ধাক্কা খেয়েছে নাইটরা। মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) দল ছেড়েছেন। সরে দাঁড়িয়েছেন অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে। নতুন মেন্টর ও সহকারী কোচ নিয়োগের কথাও ভাবতে হচ্ছে বেঙ্কি মাইশোরদের। আগামী ডিসেম্বরের মেগা নিলামের আগেই সেই পর্ব মিটিয়ে খেলোয়াড় বাছাইয়ের দিকে ফোকাস সরাতে চাইছেন তাঁরা। কর্মকর্তাদের রেডারে যে সব নাম ঘোরাফেরা করছে তার মধ্যে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)।

Read More: দলীপ ট্রফি খেলা হচ্ছে না ঈশান কিষণের, বদলি হিসেবে মাঠে নামছেন সঞ্জু স্যামসন !!

শুভমানকে ছেড়ে ভুল করেছিলো KKR-

Shubman Gill | IPL | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শুভমান গিল (Shubman Gill)। সেই বছরই তাঁকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ভবিষ্যতের কথা ভেবেই তাঁর উপর বিনিয়োগ করেছিলো শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। অল্প সময়েই দলে নিয়মিত হয়ে যান তিনি। প্রথম মরসুমেই খেলেছিলেন ১৩টি ম্যাচ। এরপর ২০২১ সাল অবধি নাইট রাইডার্স জার্সি গায়ে চাপিয়েই আইপিএল (IPL) খেলেছেন। ২০২২-এ যখন পথচলা শুরু করে গুজরাত টাইটান্স (GT), তখন আচমকাই ‘সিটি অফ জয়’ ছেড়ে টাইটান্স শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। কলকাতা ও শুভমানের মধ্যে যে কিছু ভুল বোঝাবুঝি ছিলো তার ইঙ্গিত মিলেছিলো ক্রিকেট তারকার একটি সাক্ষাৎকার থেকে। কেন কলকাতা ছাড়লেন? প্রশ্নের জবাবে তিনি বল ঠেলে দিয়েছিলেন নাইট রাইডার্স কর্তৃপক্ষে্র কোর্টেই।

শুভমান গিল’কে (Shubman Gill) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে আদৌ সঠিক ছিলো না তা বোঝা গিয়েছে পরবর্তী কিছু বছরেই। গুজরাতের জার্সি গায়ে প্রথম মরসুমে ১৬ ম্যাচে ৪৮৩ রান করেন তিনি। জেতান ট্রফি। ২০২৩ সালে পূর্বের যাবতীয় কৃতিত্ব’কে ছাপিয়ে যান তিনি। এক মরসুমে ৮৯০ রান করে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেন তিনি। এক আইপিএল (IPL) সংস্করণে সর্বোচ্চ রানের নিরিখে শীর্ষে কিংবদন্তি বিরাট কোহলি। তিনি ২০১৬ সালে করেছিলেন ৯৭৩। তার ঠিক পিছনেই রয়েছেন শুভমান। ২০২৪ মরসুমে গুজরাত টাইটান্সের নেতৃত্ব হাতে পান তিনি। দল হিসেবে টাইটান্স বিশেষ সাফল্য না পেলেও ১২ ম্যাচে ৪২৬ রান করেছেন পাঞ্জাবের তরুণ। তিন বছর আগের ভুল শুধরে নেওয়ার চেষ্টায় কলকাতা। উদ্যোগ শুরু হয়েছে ‘ঘরের ছেলে’কে ঘরে ফেরানোর।

প্রত্যাবর্তনের পর নেতৃত্ব পাচ্ছেন শুভমান-

Shubman Gill | IPL | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

গত মরসুমে গুজরাত টাইটান্স (GT) ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বইতে ফেরার পর শুভমান গিলের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিলো। সম্ভবত হার্দিকের (Hardik Pandya) পথই অনুসরণ করতে চলেছেন তরুণ ওপেনার’ও। তিনিও নিলামের আগেই ফিরতে পারেন নিজের পুরনো দলে। ইতিমধ্যেই সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে মুম্বই ইন্ডিয়ান্স থেকে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav) পেতে সোয়্যাপ ডিল প্রস্তাব করতে চলেছে নাইট রাইডার্স। কিন্তু সহজে বিশ্বের সেরা টি-২০ ব্যাটারকে সহজে হাতছাড়া হয়ত করবে না মুম্বই। ফলে দ্বিতীয় বিকল্প হিসেবে শুভমানের কথাও নাকি ভাবনায় রয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষের। তাঁকে পেতে অধিনায়ক’কে খোয়াতেও রাজী রয়েছে ফ্র্যাঞ্চাইজি। মনে করা হচ্ছে ট্রেডিং উইন্ডো খুললে শ্রেয়স আইয়ার’কে (Shryeas Iyer) গুজরাতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে নাইটরা। বদলে চাইবে শুভমান’কে।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে শুভমান গিল’কে (Shubman Gill)। ইতিমধ্যেই সাদা বলের খেলায় দুই ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাঁকে। আগামীতে তিনিই যে দলের দায়িত্ব সামলাতে পারেন তার ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্য নির্বাচক অজিত আগরকার’ও। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়কের ভূমিকাতেও দেখা গিয়েহে শুভমান’কে। আইপিলেও (IPL) তাঁকে দলে ফিরিয়ে নেতার ভূমিকাতেই পেতে চাইবে নাইট রাইডার্স (KKR)। বাইশ গজের দুনিয়ার পাশাপাশি তার বাইরেও ইতিমধ্যেই যথেষ্ট আবেদন তৈরি করতে পেরেছেন তরুণ ক্রিকেটার। বাণিজ্য বিশ্লেষকদের মতে আগামীতে বহুগুণে বাড়তে চলেছে শুভমানের (Shubman Gill) ব্র্যান্ড ভ্যালু। ব্যবসায়িক দিক থেকেও তাই তাঁকে দলে ফেরালে লাভবান হতে পারে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।

Also Read: IPL 2025: জাদেজা’কে বাতিল করছে চেন্নাই, আগামী মরসুমে ‘ঘরের মাঠে’ খেলবেন আইপিএল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *