IPL 2023

চলতি আইপিএলের (IPL 2023) ম্যাচে ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটানসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের (GT বনাম LSG) বিরুদ্ধে ঝড় তুলেছিলেন। মাত্র ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। প্রথমে ব্যাট করে গুজরাট ২২৭ রান করে। এরপর লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং এলে মাঠে নামেননি ঋদ্ধিমান সাহা। উইকেটরক্ষক হিসেবে মাঠে নামেন শ্রীকর ভরথ।

ট্রাউজার্স ভুল দিকে পড়েন ঋদ্ধি

এ দিন, ব্যাটিং করে ফিরে যান ঋদ্ধিমান সাহা। তারপর কিপ করতে আসেন শ্রীকর ভরত। ভারতকে রাখতে রাজি হননি আম্পায়ার। প্রথম ওভার থেকেই বদলি ফিল্ডারকে মাঠে আসতে দেননি। এমন পরিস্থিতিতে সাহাকে মাঠে নামতে হয়েছে গুজরাট টাইটান্সকে। এই তাড়াহুড়োয় তিনি ভুল দিক থেকে ট্রাউজারটি পরেন। সামনে ছিল পিছনে এবং পিছনে ছিল সামনে। দৌড়ে মাটিতে এসে ক্যামেরা বারবার তার ট্রাউজারে চলে যাচ্ছিল। তবে ২ ওভার রাখার পর আম্পায়ার তাকে মাঠের বাইরে যেতে দেন। এর জন্য যথেষ্ট ট্রোলের শিকার হন ঋদ্ধি।

দেখুন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *