IPL 2023: সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে। এই ম্যাচে দলে এসেছে অনেক পরিবর্তন। প্লেয়িং-১১ থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ’র মতো খেলোয়াড়। তবে তার বদলে দলে আসা খেলোয়াড়রাও তেমন কিছু করতে পারেননি। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির শুরুটা ছিল খুবই খারাপ।
এ দিন, প্রথম ওভারেই ভুবনেশ্বর ফিলিপ সল্টকে উইকেটরক্ষক ক্লাসেনের হাতে ক্যাচ দেন। সল্ট খাতাও খুলতে পারেননি। এরপর দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মিচেলকে এলবিডব্লিউ আউট করেন টি নটরাজন। মার্শ ১৫ বলে পাঁচটি চারের সাহায্যে ২৫ রান করতে সক্ষম হন। এর পর দেখা যায় ওয়াশিংটন সুন্দরের মারাত্মক বোলিং। অষ্টম ওভারে তিন উইকেট নেন তিনি। সবার আগে ওয়ার্নারকে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দেন সুন্দর। তিনি ২০ বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ২১ রান করতে পারেন। তবে এ দিন সব নজর কেড়ে নিলেন ওয়ার্নার। ম্যাচ শুরুর আগে হায়দ্রাবাদের তারকা পেসারের পায়ে হাত দিয়ে প্রনাম করেন তিনি।
দেখুন ভিডিও:
What a beautiful video.
3 time Orange Cap winner Warner meets 2 time Purple Cap winner Bhuvi.
The Greats of IPL & SRH. pic.twitter.com/YoVzQ8a2c4
— Johns. (@CricCrazyJohns) April 24, 2023