বেশ জমে উঠেছে আইপিএলের (IPL 2023) আসর, ১৬ তম বর্ষে প্রতিটি ম্যাচ জুড়েই দেখা যাচ্ছে ক্লাইম্যাক্স। গতকাল এই আইপিয়েলের অন্যতম উত্তেজনাপূর্ণ খেলাটি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংসের (CSK) মধ্যে। প্রথম থেকেই ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা, টসে জিতে ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিন্তু প্রথমে ব্যাটিং করতে এসে বেশ অসাধারণ পাওয়ার হিটিংয়ের নমুনা দেখা যাচ্ছিল চেন্নাই ব্যাটসম্যানদের থেকে। ডেভন কনওয়ে (Devon Conway) থেকে শুরু করে, অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), শিভম দুবে (Shivam Dube), মঈন আলী (Moeen Ali) সবাই পাওয়ার হিটিংয়ের নমুনা দেখান আরসিবির বিরুদ্ধে।
শেষ ওভারে ম্যাচ ছিল CSK
প্রথমে ব্যাট করে চেন্নাই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে। রান তাড়া করতে এসে প্রথমেই উইকেট হারান বিরাট কোহলি (Virat Kohli)। ৪ বলে ৬ বানিয়ে আকাশ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। আবার একবার সামনে থেকে নেতৃত্ব দিলেন ফাফ ডুপ্লেসিস (Faf Du Plesis), ৩৩ বলে ৬২ রান করেন তিনি। পাশাপশি গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বলে ৭৬ রানের অসাধারণ নক খেলেন। এমনকি দীনেশ কার্তিক ১৪ বলে দ্রুত ২৮ রান করেন তবুও জবাবে ব্যাঙ্গালোর ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান করতে পারে।
মাঠের মধ্যে মেজাজ হারালেন কোহলি

গতকালের ম্যাচের পাশাপশি প্রাক্তন RCB অধিনায়কের হয়েছে জরিমানা। মূলত CSK-এর ব্যাটসম্যান শিভম দুবে ব্যাটিং করতে এসে বেশ ভালো ছন্দে দেখা যাচ্ছিল তাকে। ২৭ বলে ৫ ছক্কা ও ২ টি চার হাঁকিয়ে ৫২ রান করেছেন। তবে তিনি যখন ওয়েন পার্নেলের বলে আউট হয়ে যান তখন একটি বেশ রুক্ষ সেলিব্রেশন করেন বিরাট কোহলি। তিনি তার সেলিব্রেশনের মাধ্যমে আইপিএলের নিয়ম রীতি ভঙ্গ করেছেন, ফল স্বরূপ তাকে ১০% ম্যাচ ফি ফাইন হিসাবে দিতে হবে।