IPL 2023: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আজ খেলা ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। চার বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে বেঙ্গালুরু। দুই পয়েন্ট নিয়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম ছেড়েছে ফাফ দু প্লেসির দল। এসব তো কেবল শুকনো পরিসংখ্যান মাত্র। কিন্তু বছর খানেক পর যখন এই ম্যাচের আলোচনা হবে তখন জয়-পরাজয় ছাপিয়ে একটা নামই বারবার উঠে আসবে ঠোঁটের ডগায়-বিরাট কোহলি। খেলা শেষে ট্যুইটারে ম্যাচের প্রতিক্রিয়া জানিয়েছেন বহু ক্রিকেটভক্ত। তাঁর মধ্যে একটি বেশ জনপ্রিয় হয়েছে। জনৈক ভক্ত লিখেছেন, ‘যব মওকা বড়া হোতা হ্যায় তো বিরাট হামেশা খাড়া হোতা হ্যায়।’ অর্থাৎ মঞ্চ যখন বড় হয়, বুক চিতিয়ে দাঁড়ান বিরাটই। সত্যিই তো টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে হোক বা বা আজ বেঙ্গালুরুর জার্সিতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে বিরাটের মত সফল আর কেই বা আছেন? আজ হারলে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ত বেঙ্গালুরু। তা হতে দিলেন না কোহলি। ফাফ দু প্লেসিকে সাথে নিয়ে জয়ের নিশ্চিন্ত আশ্রয়ে পৌঁছে দিলেন দলকে।
ম্যাচে টস জিতেছিলো বেঙ্গালুরু। প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান ফাফ দু প্লেসি। সানরাইজার্স টপ-অর্ডার ব্যর্থ আজও। অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী ফিরলেন মাইকেল ব্রেসওয়েলের বলে। এইডেন মার্করাম অহেতুক রিভার্স স্যুইপ মারতে গিয়ে খোয়ালেন উইকেট। তাঁকে আউট করেন শাহবাজ আহমেদ। এরপর অবশ্য সামলে নিলো তারা। রুখে দাঁড়ান হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার ৫১ বলে করলেন ১০৪ রান। তাঁর ইনিংসই হায়দ্রাবাদকে পৌঁছে দিলো ১৮৬ রানে। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিন্দুমাত্র সমস্যায় পড়তে দেখা গেলো না কোহলি ও দু প্লেসির জুটিতে। প্রায় হেসেখেলেই দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন তাঁরা। শতরান এলো বিরাটের ব্যাটে। দু প্লেসি করলেন ৭১। ৮ উইকেটে ম্যাচ জিতে শেষ চারের দৌড়ে অনেকটা এগিয়ে গেলো বেঙ্গালুরু।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বিরাটকে কুর্ণিশ সতীর্থদের-

১৮ মে ২০১৬ সাল। হাতে চোট নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস)-এর বিরুদ্ধে শতরান করেছিলেন কোহলি। আজ সাত বছর পর সেই একই দিনে আবার আইপিএলে তিন অঙ্কের রান ছুঁলেন তিনি। এই নিয়ে আইপিএলে ষষ্ঠ শতরান হলো তাঁর। সর্বোচ্চ রানের রেকর্ড আগেই নিজের নামে করে নিয়েছেন। এবার সর্বোচ্চ শতরানের রেকর্ডেও ক্রিস গেইলের সাথে ভাগ বসালেন তিনি। সানরাইজার্স বোলিং’কে গুঁড়িয়ে খেললেন ম্যাচ জেতানো ইনিংস। একই দিনে দুটো শতরান, তাও আবার একই ম্যাচে-আজ যাঁরা রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখলেন তাঁরা নিঃসন্দেহে ভাগ্যবান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আজ দু প্লেসিকে সাথে নিয়ে শুরু থেকেই ফিফথ গিয়ারে ব্যাট চালান বিরাট। ম্যাচের সাথে সাথে রান রেটে উন্নতি করার বিষয়টিও যে মাথায় ছিলো তা খেলার ধরণ থেকেই বোঝা গেলো আজ। ১২টি চার এলো বিরাটের ব্যাট থেকে, এলো ৪টি বিশাল ছক্কা। বাইশ গজের অপর প্রান্ত থেকে কোহলির নিধনযজ্ঞ উপভোগ করেন দু প্লেসি। চলতি মরসুমের শুরুটা ১৪৮ রানের জুটি গড়ে করেছিলেন তাঁরা। আজ যোগ করলেন ১৭২ রান। ভুবনেশ্বর কুমারকে ট্রেডমার্ক শটে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে ফেললেন মাঠের বাইরে। ৯৪ থেকে ছক্কা মেরে পৌঁছালেন শতরানে। মাঠের মধ্যে কোহলি যখন দুই বাহু প্রসারিত করে দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন তখন সম্ভবত মাঠের একটি আসনেও বসেছিলেন না কেউ। উঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান বিরাটকে। বেঙ্গালুরু ডাগ-আউটেও তৈরি হলো আবেগঘণ মুহূর্ত। কোহলি শতক ছোঁয়ার পর অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদদের মত তরুণ ক্রিকেটাররা ঝুঁকে পড়ে কুর্ণিশ জানান তাঁকে। যেন বলতে চান, “তুমিই শ্রেষ্ঠ।” সেই সম্মিলিত শুভেচ্ছাজ্ঞাপনে যোগ দেন দলের বাকিরাও।
দেখে নিন সেই ভিডিও-
A magnificent CENTURY by Virat Kohli 🔥🔥
Take a bow, King Kohli!
His SIXTH century in the IPL.#TATAIPL #SRHvRCB pic.twitter.com/gd39A6tp5d
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023