জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। ইতিমধ্যে প্রতিটি দল তাদের খাতা খুলে ফেলেছে। আজকে বিশ্বের এই ১ নম্বর লিগে মুখোমুখি হতে চলেছে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) ও ১ বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। প্রথম ম্যাচ থেকেই এবছর ফর্ম দেখাচ্ছে ধোনির (MS Dhoni) CSK। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলকে পরাজিত করে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে, তো অন্যদিকে নিজেদের ঘরের মাটিতেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় সানরাইজার্স দল। যদিও এই ম্যাচের পূর্বে তারা ফর্মে থাকা পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স দলকে পরাজিত করেছে।
আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই দল এবং যখনই দুই দল মুখোমুখি হয় তখন উত্তেজনার পারদ ছাপিয়ে যায়। যদিও চেন্নাই সুপার কিংস তাদের ঘরের মাঠে অপরাজিত ছিল। গত ৩ বছরে (২০১৯ এর আগে) মুম্বই ছাড়া কোনো দল চেন্নাইকে তাদের ঘরের মাঠে পরাজিত করেনি। কিন্তু গত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। যদিও হায়দ্রাবাদ দল চেন্নাইকে পরাজিত করতে চাইলে তাদের ভালো ব্যাটিংয়ের পাশাপশি বেশ ভালো স্পিন বোলিং করতেও হবে। আজকের ম্যাচে দেখা যেতে পারে বিস্তর পরিবর্তন।
CSK VS SRH, MATCH NO 29, PITCH UPDATE
চেন্নাই বনাম হায়দ্রাবাদ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক আগে বোলিং করতে পারেন। বাইশ গজ ব্যাটিংয়ের পাশাপাশি পেস সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বিপক্ষকে প্রথম ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে পরে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে। গত ম্যাচে চেন্নাইতেই পরাজিত হতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে।
CSK VS SRH, MATCH NO 29 , WEATHER UPDATE
আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স ম্যাচের দিন তাপমাত্রা সর্বাধিক ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৬৮ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, মাত্র ১০ % । ম্যাচের সময় ২৪ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে বৃষ্টি এড়িয়ে ভালো খেলা দেখার অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
চেন্নাইয়ের বিরুদ্ধে সারাইজার্সের সম্ভাব্য একাদশ
ওপেনার – হ্যারি ব্রুক, মায়ান্ক আগারওয়াল
মিডিল অর্ডার – রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, অভিষেক শর্মা
ফিনিশার – হেনরি ক্লাসেন, ওয়াসিংটন সুন্দর
বলার – মার্কো জেনিসেন, ভুবনেশ্বর কুমার, মায়ান্ক মারকাণ্ডে, টি নটরজন।
CSK-এর বিরুদ্ধে SRH সম্ভাব্য একাদশ
হ্যারি ব্রুক, মায়ান্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, ওয়াসিংটন সুন্দর, মার্কো জেনিসেন, ভুবনেশ্বর কুমার, মায়ান্ক মারকাণ্ডে, টি নটরজন।