IPL 2023 , SRH VS DC, MATCH NO 34, PREVIEW : ম্যাচ জিততে দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছে দুই শিবির, হবে মারকাটারি লড়াই !! 1

বেশ জমে উঠেছে এবছরের আইপিএল (IPL 2023), শুরু হয়ে এসেছে চতুর্থ সপ্তাহের খেলা। আজকের মহা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস। দুই দলের মধ্যে বেশ অসাধারণ ফাইট ব্যাক লক্ষ করা যায় যখনই দুই দল সাননসমানি হয়। দুই দলের কথা বলতে গেলে, এখনো পর্যন্ত ৬ ম্যাচে একটি জয় পেয়েছে দিল্লি ও সমসংখক ম্যাচে ২ টি জয় পেয়েছে হায়দ্রাবাদ। ঘরের মাঠে ৩ টি ম্যাচ খেলে ফেলেছে হায়দ্রাবাদ, রাজস্থান ও মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছে হায়দ্রাবাদ। আজকের ম্যাচটি দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, আজকের ম্যাচে দুই দল চাইবে পয়েন্টস টেবিলে কিছুটা উপরের দিকে ওঠার।

SRH vs DC, 34th Match, Pitch Report (পিচ রিপোর্ট)

Rajiv Gandhi Stadium
Rajiv Gandhi Stadium

হায়দ্রাবাদ বনাম দিল্লি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। মূলত ব্যাটিং পিচ হলেও এই মাঠের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলের কাছেই স্পিন বোলিং অস্ত্র হয়ে উঠতে পারে। শনিবার অনুষ্ঠিত হতে চলা এই লড়াইয়ে টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাট করতে পারেন। বাইশ গজ ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বিপক্ষকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে ম্যাচ জেতা সহজ কাজ হয়ে উঠতে পারে।

SRH vs DC, 34th Match, Weather Report (আবহাওয়া রিপোর্ট)

SRH vs DCআজ হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলা সানরাইজার্স বনাম দিল্লি ম্যাচের সময়ে সর্বাধিক তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে ও সর্বনিন্ম ২৩ ডিগ্রি, আদ্রতা থাকবে ৪১ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার ৩০ % সম্ভাবনা । ম্যাচের সময় ১৬ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে এ দিন ভালো একটা খেলা দেখার অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।

SRH vs DC, 34th Match, HEAD TO HEAD

আইপিএলে যখন দুই দল মুখোমুখি হয়, তখন বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়, দুই দল মোট ২১ বার মুখোমুখি হয়েছে যেখানে ১১ টি ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ ও ১০ টি ম্যাচ জিতেছে দিল্লি।

Live Streaming Details-

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ

IPL 2023 , SRH VS DC, MATCH NO 34, PREVIEW : ম্যাচ জিততে দুর্দান্ত স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছে দুই শিবির, হবে মারকাটারি লড়াই !! 2সানরাইজার্স হায়দ্রাবাদ

হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (C), অভিষেক শর্মা, গ্লেন ফিলিপস, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (সি), মিচেল মার্শ, যশ ধুল, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, অভিষেক পোরেল (ডাব্লু), কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে, মুস্তাফিজুর রহমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *