IPL 2023: দশম ফাইনাল, পঞ্চম খেতাব জয়-২০২৩ এর আইপিএলে নয়া রূপকথা লিখলো চেন্নাই সুপার কিংস। গত মরসুমে পারফর্ম্যান্স ভালো ছিলো না তাদের। দশ দলের প্রতিযোগিতায় তারা শেষ করেছিলো নবম স্থানে। কিন্তু চলতি বছরে পারফর্ম্যান্সের ভোলবদল দেখা গেলো সুপার কিংসদের। হার দিয়েই শুরুটা করেছিলো তারা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে পরাজিত হয়েছিলো মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল। কিন্তু তারপর থেকেই ঘুরে দাঁড়ায় সুপার কিংসরা। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগ পর্বের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে তারা। শেষ চারের লড়াইতে অদম্য দেখালো চেন্নাইকে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে (GT) তারা হারায় ১৫ রানে। আর ফাইনালে সেই গুজরাতকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরাজিত করে ট্রফি ঘরে তোলেন ধোনিরা।
আইপিএলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিলো রবিবার। বৃষ্টির কারণে তা ক্রমাগত পিছোতে থাকে। সোমবার নির্দিষ্ট সময় খেলা শুরু হলেও ফের বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় মাঝপথেই। ফলে বন্ধ থাকে খেলা। গুজরাতের তোলা ২১৪ রান তাড়া করতে নেমেছিলো চেন্নাই। বৃষ্টি বন্ধ হওয়ার পর যখন খেলা চালু হলো ততক্ষণে সোমবার পেরিয়ে মঙ্গলবার হয়ে গিয়েছে ক্যালেন্ডারের হিসেবে। চেন্নাইয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৭১। ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং ডেভন কনওয়ে (Devon Conway) শুরুটা ভালোই করেছিলেন। ৭৪ রানের ওপেনিং জুটি গড়েন তাঁরা। এরপর অজিঙ্কা রাহানে এবং অম্বাতি রায়ডুও (Ambati Rayudu) ঝোড়ো ইনিংস খেলেন। মহেন্দ্র সিং ধোনি রান না পেলেও শেষমেশ রবীন্দ্র জাদেজার শেষ ওভারের দুরন্ত ব্যাটিং ট্রফি এনে দেয় চেন্নাইকে। ধোনি-জাদেজা-কনওয়েদের মত তারকার ভীড়ে আলাদা করে আইপিএলের ফাইনালে নিজেকে চিনিয়ে দিলেন শিবম দুবে। ২১ বলে ৩২ রান করে নট-আউট থাকলেন তিনি। চেন্নাই জার্সিতে গোটা মরসুম ভরসা যোগালেন দুবে। ফর্মে ফেরার কৃতিত্ব তিনি দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
চেন্নাই সুপার কিংসে ‘নবজন্ম’ শিবম দুবের-

একটা সময় দ্বিতীয় যুবরাজ সিং বলা হচ্ছিলো শিবম দুবেকে (Shivam Dube)। দীর্ঘদেহী অলরাউন্ডারের ব্যাটিং-এ যুবির ঝলক দেখতেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ব্যাকলিফটের ক্ষেত্রে বেশ সাদৃশ্য দেখা যেত। কিন্তু যুবরাজের উচ্চতায় পৌঁছানো হয় নি তাঁর। তার আগেই ক্রিকেটজীবন ঢলে পড়েছিলো বিস্মৃতির অতলে। ২০২০ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। ১৩টি টি-২০ খেলেন। খেলেছিলেন একটি মাত্র একদিনের ম্যাচ। বিশেষ সুবিধা করতে না পারায় ছেঁটে ফেলতে দ্বিধা করে নি ভারতীয় দল। ২০২১ এর পর থেকে দুই বছর সময়ে জাতীয় দলের জন্য ভাবা হয় নি তাঁকে। রাজস্থান রয়্যালস (RR), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মত দলে খেলেও সুবিধা করতে পারেন নি। পরিস্থিতি অনেকটা বদলায় যখন আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস তাঁকে দলে জায়গা করে দেয়। গত মরসুমে চেন্নাই আইপিএলে বিশেষ সুবিধা করতে না পারলেও বেশ ভালো খেলেন শিবম (Shivam Dube)। লোয়ার অর্ডারে নেমে ১১ ম্যাচে করেন ২৮৯ রান। স্ট্রাইক রেটও ছিলো ১৫৫.২২।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
এই বছরেও চেন্নাই জার্সিতে বারবার জ্বলে উঠতে দেখা গিয়েছে শিবমকে (Shivam Dube)। প্রতিপক্ষের স্পিনারদের মোকাবিলা করার জন্য কখনও তিন বা কখনও চার নম্বরে ব্যাট করতে নেমেছেন তিনি। মর্যাদা রেখেছেন দলের আস্থার। ১৬ ম্যাচে ৪১৮ রান করেছেন তিনি। গতবারের তুলনায় বেড়েছে স্ট্রাইক রেট। ২০২৩ মরসুমে ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৩৮। টুর্নামেন্টে ৩৫টি ছক্কা হাঁকিয়েছেন শিবম (Shivam Dube)। পরিসিংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশী ছক্কার নিরিখে কেবল ফাফ দু প্লেসির (Faf Du Plessis) পরেই তিনি। এই মরসুমে তিনবার অর্ধশতরানের গণ্ডীও পেরিয়েছেন তিনি। চেন্নাইয়ের হয়ে দুবের দুরন্ত পারফর্ম্যান্স ফের তাঁকে এনে দিয়েছে জাতীয় দলের রেডারে।
ধোনির মন্ত্রে IPL-এ সফল শিবম-

হারিয়ে যাওয়ার মুখ থেকে ফের একবার আলোয় ফেরার কৃতিত্বের অনেকটাই মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দিচ্ছেন শিবম দুবে (Shivam Dube)। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে চেন্নাই অলরাউন্ডারের স্বীকারোক্তি, “মাহি ভাই বরাবর পাশে থেকেছেন। উনি আমায় বলেছিলেন বাইশ গজে নিজেকে মেলে ধরতে। জানিয়েছিলেন ‘আমার আস্থা রয়েছে তোমার ওপর। আমি বিশ্বাস করি যে তুমি ভালো করবে’।” আইপিএল ফাইনালের পরেও ধোনির উপদেশ ভুলতে পারছেন না শিবম। “বিন্দাস নিজের মত করে খেলো” দুবেকে বলেছিলেন ধোনি। চেন্নাই অধিনায়ক আরও বলেছিলেন, “দলে তোমার ভূমিকা নিয়ে মাথা ঘামাতে হবে না। যেমনটা পছন্দ তেমন ভাবেই খেলো।” অধিনায়কের আস্থার মর্যাদা দিতে পেরে তৃপ্ত শিবম এখন আগামীর প্রতীক্ষায়।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023