IPL 2023: চলতি মরসুমে প্রথমবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে নেমেছিলো রাজস্থান রয়্যালস। এর আগের দুটি হোম ম্যাচ তারা খেলেছিলো গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। কিন্তু ঘরে ফেরাটা স্মরণীয় হলো না সঞ্জু স্যামসনদের। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হলো তাঁদের। গতকালের ম্যাচের আগে চারটি জয়-সহ মোট ৮ পয়েন্ট ছিলো রাজস্থানের (RR) ঝুলিতে। সেখানেই আটকে রয়ে গেলো তারা। অপরদিকে আট পয়েন্টে উঠে এলো সুপারজায়ান্টসও (LSG)। পয়েন্টের নিরিখে দুই দল এখন একই বিন্দুতে। তবে নেট রান-রেটে এগিয়ে থাকায় লীগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে রাজস্থান। দুইয়ে রয়েছে লক্ষ্ণৌ।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাহুল (KL Rahul) ও কাইল মেয়ার্সের (Kyle Mayers) ওপেনিং জুটিতে ওঠে ৮২ রান। এরপর আয়ুষ বাদোনি, দীপক হুডারা রান না পেলেও মার্কাস স্টয়নিস (২১), নিকোলাস পুরানদের (২৯) সৌজন্যে ২০ ওভারে ১৫৪ রান তূলতে সক্ষম হয় লক্ষ্ণৌ। রাজস্থানের তারকাখচিত ব্যাটিং-এর বিরুদ্ধে এই রান যথেষ্ট হবে কিনা তা নিয়ে ছিলো সংশয়। তবে বল হাতে কঠিন কাজটা করে দেখালেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বোলাররা। বাটলার (Jos Buttler), যশস্বী রান পেলেও কঠিন পিচে মন্থর লাগলো তাদের। বাকি ব্যাটারদের মধ্যে দেবদত্ত পাডিক্কালের (Devdutt Padikkal) ২৬ বাদে উল্লেখযোগ্য রান করতে পারেন নি কেউই। শেষ অবধি ১৪৪ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। ১০ রানে ম্যাচ জিতে নেয় লক্ষ্ণৌ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
১) পাওয়ার প্লে’তে উইকেট হারায় নি লক্ষ্ণৌ-
চলতি আইপিএলে পাওয়ার প্লে ব্যবহার নিয়ে সমস্যায় পড়তে দেখা যাচ্ছে দলগুলিকে। দ্রুততগতিতে রান তূলতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে বারবার চাপে পড়তে দেখা গিয়েছে বেঙ্গালুরু বা কলকাতার মত দলগুলিকে। গতকাল অবশ্য উলটোপথে হাঁটতে দেখা গেলো লক্ষ্ণৌকে। রাহুল এবং মেয়ার্সের জুটি রাজস্থানের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখে স্কোরবোর্ড চালু রাখলেন। ছয় ওভারে বিনা উইকেটে উঠলো ৩৭ রান।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
২) ১০৩ মিটারের ছক্কা মারলেন রাহুল-
লক্ষ্ণৌ ইনিংস গতি পায় নবম ওভারে। যুজবেন্দ্র চাহেলের বিরুদ্ধে আক্রমণে রাস্তায় হাঁটেন কাইল মেয়ার্স এবং কে এল রাহুল। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান মেয়ার্স। তার পরের বলে মারেন চার। চতুর্থ বলে স্ট্রাইক পান কে এল রাহুল। সেই বলে কোনো রান না হলেও, পঞ্চম বলে গগনচুম্বী এক ছক্কা হাঁকান রাহুল। লক্ষ্ণৌ অধিনায়কের ছক্কা পেরিয়ে যায় ১০৩ মিটার দূরত্ব। টুর্নামেন্টের পাঁচ দীর্ঘতম ছক্কায় সামিল হলো এই শট।
৩) ১১তম ওভারে ভাঙলো ওপেনিং জুটি-
ইনিংসের ১১তম ওভারে এসে লক্ষ্ণৌর ওপেনিং জুটি ভাঙা সম্ভব হয় রাজস্থানের পক্ষে। জেসন হোল্ডারের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কে এল রাহুল। গতকাল ৩২ বলে ৩৯ রান করলেন লক্ষ্ণৌ অধিনায়ক। তিনি ফেরার পর ধারাবাহিক উইকেট হারাতে থাকে তাঁর দল। মাত্র ৪ রানে আউট হন আয়ুষ বাদোনি এবং দীপক হুডা ফিরে যান ২ রান করেই।
৪) অর্ধশতক করলেন কাইল মেয়ার্স-
প্রথম দুই ম্যাচে অর্ধশতক করার পর খানিক শান্ত হয়ে গিয়েছিলো কাইল মেয়ার্সের ব্যাট। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন তিনি। মরসুমের তৃতীয় অর্ধশতরান করলেন তিনি। ৪২ বলে ৩ ছক্কা ও ৪টি চারের সাহায্যে গতকাল ৫২ রান করেন তিনি। ১৩.৫ ওভারে রবিচন্দ্রণ অশ্বিনের শিকার হন তিনি।
৫) স্টয়নিস ও পুরান ১৫০ পার করালেন লক্ষ্ণৌকে-
জয়পুরের মাঠে বড় রান বিশেষ দেখা যায় না। গতকালও ২০০ বা তার বেশী রান আশা করেন নি কেউ। মাঝের ওভারে চাপে পড়ে যাওয়া লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরানের জুটি। স্টয়নিস ১৬ বলে ২১ করেন। এবং পুরান করেন ২০ বলে ২৯ রান। রাজস্থান জার্সিতে সফলতম বোলার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
৬) রাজস্থান ওপেনারদের জুটি ভাঙতে সময় লাগলো লক্ষ্ণৌর-
চলতি মরসুমে রাজস্থান রয়্যালসকে বারবার সাফল্য এনে দিয়েছেন তাদের ওপেনাররা। গতকালও শুরুটা ভালোই করেছিলেন তারা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না খুইয়ে দৃপ্ত পদক্ষেপে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছিলেন জস বাটলার এবং যশস্বী জয়সোয়াল। গতকাল শুরুতে রান তোলার দিকে নজর দিয়েছিলেন যশস্বীই। লক্ষ্ণৌর ৮২ রানের ওপেনিং জুটির বিপরীতে রাজস্থান তুললো ৮৭ রান। ১১.৩ ওভারে ৩৫ বলে ৪৪ রান করে আউট হন যশস্বী।
৭) অচেনা বাটলারকে দেখলো জয়পুর, ব্যর্থ সঞ্জুও-
জস বাটলার মানেই ধুন্ধুমার ইনিংস। এমনটাই দেখতে অভ্যস্ত আইপিএল জনতা। কিন্তু গতকাল চেনা বাটলারকে দেখা গেলো না সোয়াই মান সিং স্টেডিয়ামে। সময় নিয়ে, ধীর গতিতে ক্রিকেট খেললেন তিনি। স্বভাববিরুদ্ধে ভঙ্গিতে করলেন ৪১ বলে ৪০ রান। বাটলারের ইনিংসে ছিলো ৪টি চার এবং ১ টি ছয়। যুধবীর সিং’কে ১১২ মিটার ছক্কা হাঁকিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দীর্ঘতম ছক্কাটি হাঁকালেন তিনি। রাজস্থান রয়্যালসের আরেক ভরসা সঞ্জু স্যামসনও রান পেলেন না। রান আউট হওয়ার পূর্বে অধিনায়ক করলেন ৪ বলে ২ রান।
৮) লক্ষ্ণৌর বিরুদ্ধে রান পেলেন না হেটমায়ার, জুড়েল-
জমজমাট ক্লাইম্যাক্সের দিকে এগোনো ম্যাচে দরকার ছিলো ধুন্ধুমার ফিনিশিং-এর। দেবদত্ত পাডিক্কাল ২৬ রানে ফেরার পর সেই ভার ন্যস্ত হয়েছিলো শিমরণ হেটমায়ার আর ধ্রুব জুড়েলের কাঁধে। গতকাল রান পেলেন না দুজনেই। ধ্রুব ০ রান করে আউট হন। অন্যদিকে ক্যারিবিয়ান তারকার ক্যালিপ্সোও দেখা গেলো না গতকাল। হেটমায়ার আউট হলেন ২ রান করে।
৯) ম্যাচ জেতাতে ব্যর্থ রিয়ান পরাগ-
দেখতে দেখতে বেশ কয়েকটা মরসুম রাজস্থান জার্সিতে কাটিয়ে ফেললেন রিয়ান পরাগ। বহু সুযোগ পেলেও এখনও নিজেকে মেলে ধরতে সক্ষম হন নি তিনি। গতকাল সুযোগ ছিলো দলে নিজের জায়গা প্রতিষ্ঠা করার। কিন্তু শেষের ওভারগুলোয় ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দিতে পারলেন না তিনি। ১২ বলে ১৫ করে অপরাজিত থেকে যান তিনি। ১০ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে রাজস্থান রয়্যালস।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023