বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2023)। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (RR) ও লখনৌ সুপার জায়ান্টস (LSG)। আজকের এই শীর্ষস্থান দখলের লড়াইটি অনুষ্ঠিত হচ্ছে রাজস্থানের সবাই সওয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচটি। প্রায় চার বছর পর এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের এই ম্যাচ। আজকের ম্যাচে তাও জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। অন্যদিকে প্রথমে ব্যাটিং করতে হাজির হন কেএল রাহুল (KL Rahul) এবং কাইল মেয়ার্স (Kyle Mayers)।
ওপেনিং স্পেলে বেশ সমস্যার সম্মুখীন হয় লখনৌ দল। প্রথম থেকে চাপের মুখে ব্যাটিং করতে থাকে রাহুল ও মেয়ার্স। ট্রেন্ট বোল্ট (Trent Boult) ও সন্দীপ শর্মা (Sandeep Sharma) অসাধারণ বোলিং করেন পাওয়ারপ্লেতে। তবে এর পরেই হাত খুলতে দেখা যায় মেয়ার্স ও রাহুল জুটিকে। তবে ৩২ বলে ৪ টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে ৩৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দলের হয়ে অসাধারণ এক অর্ধশতরান করলেন কাইল মেয়ার্স। যখনই লখনৌ দলকে আবার ফর্মে ফিরতে দেখা যাচ্ছিল ঠিক তখন ই সামনে আসেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দীপক হুডা (Deepak Hooda) ও কাইল মেয়ার্সকে একই ওভারের মধ্যে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। দলের হয়ে ফিনিশিং এর দায়িত্ব সামলাতে দেখা যায় মার্কাস স্তইনিস (Marcus Stoinis) ও নিকোলাস পুরান (Nicholas Pooran)। ২০ বলে ২৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান পুরান এবং মাত্র ১৫৪ রানেই আটকে যায় LSG-এর ইনিংস।