IPL 2023: "আমরা জেতার মানসিকতা নিয়ে..." SRH কে হারিয়ে এই বয়ান দিলেন হিটম্যান !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2023) ১৬ তম বর্ষ। আপাতত শেষের দিকে চলে এসেছে খেলা। আজকের দুটি ম্যাচ বিচার করবে প্লে অফে পৌঁছানো শেষ দলটিকে। আপাতত আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আজকের ম্যাচে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে বেশ ভালো শুরু করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে দলের হয়ে প্রথম বারের জন্য ওপেনিং করতে এসেছেন বিভ্রান্ত শর্মা (Vivrant Sharma) ও মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। প্রথম থেকেই বেশ ভালো পারফরমেন্স করতে দেখা যাচ্ছে দুজনের থেকেই। এই আইপিএলে একেবারেই ছন্দে দেখা যাচ্ছিল না মায়াঙ্ক আগারওয়ালকে।

গ্রীনের শতরানে ম্যাচ জিতলো MI

Cameron Green
Cameron Green

তবে, আজকের ম্যাচে অসাধারণ দুটি অর্ধশতরান করলেন দুই ওপেনারই। ৪৭ বলে ৬৯ রান বানিয়ে আকাশ মাডওয়ালের (Akash Madwal) বলে প্যাভিলিয়নে ফেরেন বিভ্রান্ত। এরপর আজকের ম্যাচে জ্বলে ওঠা মায়াঙ্ক আগারওয়ালকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ৪৬ বলে ৮৩ রান করেন তিনি। তবে, দুজনে আউট হতে খুব বেশি রান বানাতে পারেনি হায়দ্রাবাদ দল। ১৩ বলে ১৮ বানিয়ে আকাশের বলে বোল্ড হন ইনফর্ম ক্লাসেন। এছাড়া গ্লেন ফিলিপসকে (Glenn Philips) আউট করেন জর্ডান (Chris Jordan), ৭ বলে ১৩ রান করেন মার্করাম (Aiden Markram)। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে হায়দ্রাবাদ। জবাবে ব্যাটিং করতে এসে, ১২ বলে ১৪ রান করেছেন ঈশান কিষান (Ishan Kishan)। তবে, আজকে সিজিনের দ্বিতীয় শতরান করলেন রোহিত শর্মা। ক্যাপ্টেন হিটম্যান ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন অন্যদিকে ৪৭ বলে ৮ চার ও ৮ ছক্কা হাঁকিয়ে ১০০ রান করেছেন। ১৬ বলে ২৫ রান করে নট আউট ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজকের ম্যাচের সেরা হলেন, গ্রিন।

কোয়ালিফিকেশন নিয়ে বেশি ভাবছেন না রোহিত

ম্যাচ জিতে বেশ খুশি অধিনায়ক হিটম্যান। ম্যাচের সেরা হওয়ার পর বয়ান দিয়ে রোহিত বলেন, “আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছি, আমরা জিততে চেয়েছিলাম এবং অন্য কোথাও কী ঘটবে তা নিয়ে চিন্তা করি না। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন, সেটিই করতে হবে। আমরা যদি এর মধ্য দিয়ে যেতে না পারি, তাহলে এর জন্য আমরা নিজেদেরকে দায়ী করতে পারি। যদি আমরা যাই, আমি ছেলেদের সমস্ত কৃতিত্ব দেব। এটা কিভাবে কাজ করে. গত বছর, আমরা আরসিবি-র জন্য একটি বড় উপকার করেছি, আমি আশা করি আমরা যা চাইছি তার ফলাফল পাব। আমরা শুরুটা ভালো করতে পারিনি এবং তারপর তিনবার জিতেছিলাম। খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যেগুলো আমরা হারিয়েছি- এরকম অনেক মুহূর্ত ছিল। এখানে পাঞ্জাবের বিপক্ষে যেখানে আমাদের ১৮ বলে ৩৪ রানের প্রয়োজন ছিল, আমরা সম্ভবত ভালো খেলতে পারতাম। আর এলএসজির বিপক্ষে শেষ ম্যাচে ইনিংসের প্রথমার্ধের পর খেলাটা আমাদের হাতে ছিল। এটা খেলার অঙ্গ হতেই পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *