বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023) , বিশ্বের বৃহত্তম লীগ পৌঁছে গিয়েছে ১৬ তম সিজনের একেবারেই শেষের দিকে। আর মাত্র তিনটি ম্যাচ এর পরে বিচার হবে কে এ বছরের যোগ্য বিজেতা। গতকাল পয়েন্ট তালিকায় প্রথমে থাকা গুজরাট টাইটানসের (GT) মুখোমুখি হয়েছিল তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস (CSK) প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বেশ দুরন্ত প্রদর্শন দেখালো ঘরোয়া দল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে কালকের ম্যাচে পরাজিত হয়ে গুজরাটে পৌঁছে গিয়েছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI)।আজকের ম্যাচটি হতে চলেছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি দলের কাছেই। আজকের ম্যাচে যে দল পরাজিত হবে সে দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে, যে জন্য মরিয়া হয়ে রয়েছে দুই দল।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
৮১ রানে ম্যাচ জিতলো MI পল্টন

আজকের এই মহা ম্যাচে টস জিতলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ওভার থেকেই বেশ ভালো সূচনা দেন ঈশান। তবে, অন্যদিকে ১০ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। তার উইকেট নেন নবীন উল হক (Naveen UL Haq)। ১২ বলে ১৫ রান করেন ঈশান এবং যশ দয়ালের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্রথম ১০ ওভারে মুম্বইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ২০০ খুব সহজেই করে ফেলবে। তবে, আজকের ম্যাচে LSG দলকে কামব্যাক করালেন নবীন। ১১ তম ওভারে বোলিং করতে আসেন নবীন এবং ঐ ওভারে ইনফর্ম সূর্যকুমার যাদবকে চতুর্থ বলে ২০ বলে ৩৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওই ওভারের শেষ বলেই উইকেট তুলে নেন ২৩ বলে ৪১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন গ্রিন। এরুপর ২২ বলে ২৬ রান করে তিলক ভার্মার বলে প্যাভিলিয়নে ফেরেন নবীনের বলে। ১৩ বলে ১৩ রান বানিয়ে অস্বাভাবিক ভাবে আউট হন টিম ডেভিড (Tim David)। ১২ বলে ২৩ করেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) এবং ২০ ওভারে দলকে পৌঁছে দেয় ১৮২ রানে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ম্যাচ জিতে বেশ খুশি রোহিত

জবাবে ব্যাটিং করতে এসে, ৬ বলে ৩ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রেরক, ১৩ বলে ১৮ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন কাইল মেয়ার্স (Kyle Mayers)। ১১ বলে ৮ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্রুনাল পান্ডিয়া। খেলায় আসে নতুন টুইস্ট যখন বোলিং যখন বোলিং করতে আসেন আকাশ মাধওয়াল (Akash Madhwal)। একই ওভারে আয়ুশ বদানি (Ayush Badani) ও নিকোলাস পুরানকে (Nicholas Pooran) প্যাভিলিয়নে ফেরান। পাশাপাশি ২৭ বলে ৪০ রান করেন মার্কাস স্টয়নিস। এরপর রান আউটের চক্করে আরও ২ জন ব্যাটসম্যান উইকেট হারান। আজকের ম্যাচে মুম্বই দলের হয়ে ৫ উইকেট নিলেন আকাশ। ৮১ রানে ম্যাচ জিতে গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে চলেছে মুম্বই পল্টন। আজকের ম্যাচ জিতে বেশ খুশি রোহিত। মন্তব্য করে তিনি বলেছেন, “আমরা বছরের পর বছর ধরে এটাই করেছি। আমরা যা করেছি মানুষ তা আশা করে না, কিন্তু আমরা করতে পেরেছি।আকাশ মাধওয়ালকে নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “তিনি একজন সাপোর্টিং বোলার হিসেবে গত বছর দলের অংশ ছিলেন, এবং এবার জোফরা চলে গেলেন এবং আমি জানতাম যে আমাদের দলের হয়ে এরকম পারফরমেন্স করার জন্য তার দক্ষতা এবং চরিত্র রয়েছে।বছরের পর বছর ধরে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে এবং ভারতের হয়ে খেলেছে।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur