IPL 2023: আইপিএলের নিলামে এই খেলোয়াড়কে দেয়নি কেউ সম্মান, PSL-এ তুললেন ঝড় !! 1

IPL 2023: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ষোড়শ মরসুম শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব ফ্র্যাঞ্চাইজিই। দেশের বিভিন্ন প্রান্তে অনুশীলন শিবির শুরু করেছে দলগুলি। দীর্ঘ তিন বছরের কোভিড বিধিনিষেধ সরিয়ে এই মরসুমে আইপিএলে ফিরতে চলেছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। তা নিয়ে ক্রিকেট অনুরাগী জনতার মধ্যেও রয়েছে উত্তেজনা। ভরা গ্যালারির সামনে খেলতে আমেজ উপভোগ করতে মুখিয়ে ক্রিকেটাররাও।

গত ২৩ ডিসেম্বর কেরালার কোচিতে এক অভিজাত হোটেলে বসেছিলো মিনি নিলামের আসর। ২০২৩ মরসুমের জন্য পছন্দের খেলোয়াড় বেছে নিতে আসরে নেমেছিলো দশ ফ্র্যাঞ্চাইজিই। এই মিনি নিলামে একের পর এক নয়া নজির সৃষ্টি হলো। ১৮ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস দলে ফের একবার নাম লেখালেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান (Sam Curran)। দাম চড়লো অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনেরও (Cameron Green)। ১৭ কোটি ৫০ লাখ টাকার বিনিময়ে তিনি নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। ইংল্যান্ডের মহাতারকা বেন স্টোকসের (Ben Stokes) জন্য চেন্নাই সুপার কিংস (CSK) খরচ করলো ১৫ কোটি ২৫ লাখ টাকা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

বিপুল অর্থের ছড়াছড়ির মাঝে আড়ালেই চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো (Rilee Rossouw)। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। মনে করা হয়েছিলো রুশোকে নিয়ে লড়াই চলবে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। কিন্তু বাস্তবে রুশোর নাম ডাকা হলেও শান্তই ছিলো নিলামের টেবিল। এমনকি ‘আনসোল্ড’ বা ‘অবিক্রিত’ থেকে যান তিনি। পরে অবশ্য দল পান প্রোটিয়া ব্যাটার। নিলামের প্রাথমিক পর্বে যে ভুল করেছিলো তা যদি বজায় থাকত, অর্থাৎ রুশো (Rilee Rossouw) যদি আইপিএল খেলার সুযোগ না পেতেন, তাহলে যে আখেরে টুর্নামেন্টেরই ক্ষতি হত, তা তিনি বোঝালেন পড়শি দেশের টুর্নামেন্টেন। PSL-এ রুশোর ব্যাটিং দেখে খুশি মোহিত ক্রিকেট অনুরাগীরা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

অবিক্রিত রুশো’কে দ্বিতীয় সুযোগ পেলেন IPL-এ-

Rilee Rossouw | IPL | image: twitter
Protea batter Rilee Rossouw had gone unsold in the IPL ‘mini’ auction, later Delhi Capitals picked him.

দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ বিশ্বকাপে সাফল্য পাওয়ার পর রাইলি রুশোর (Rilee Rossouw) আইপিএলে সু্যোগ পাওয়া নিয়ে সন্দিহান ছিলেন না কেউই। সবচেয়ে বেশী দাম পাওয়া ক্রিকেটারদের তালিকায় থাকবেন রুশো। এমনটাও মনে করেছিলেন অনেকে। ২ কোটি টাকা বেস প্রাইস ছিলো রুশো’র। কিন্তু মনে করা হচ্ছিলো তার চার-পাঁচ গুণ’ও ছাড়াতে পারে দাম। তবে প্রথমে যখন ঘোষণা করা হয় তাকঁর নাম, তখন অদ্ভুতভাবে নীরব থাকে দশ ফ্র্যাঞ্চাইজিই। অকশনার খানিক অপেক্ষার পর ‘আনসোল্ড’ বা ‘অবিক্রিত’ ঘোষণা করতে বাধ্য হন। এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে সেই সময় সরব হয়েছিলো সোশ্যাল মিডিয়া।

শেষ পর্বে আবার নিলামের টেবিলে ফিরে আসে রুশোর নাম। এই বার অবশ্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন পড়ে নি। বরং রুশোকে (Rilee Rossouw) পেতে আসরে নামে রাজস্থান রয়্যালস (RR)। লড়াইতে যোগ দেয় দিল্লী ক্যাপিটালস (DC)। বেশ কিছুটা সময় ধরে চলে নিলামযুদ্ধ। রুশোর বেস প্রাইস ২ কোটি থেকে চড়তে শুরু করে দাম। অবশেষে ৪ কোটি ৬০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নেয় দিল্লী ক্যাপিটালস। ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার (David Warner) রয়েছেন দিল্লী দলে। তাঁর সাথে রাইলি রুশোর জুটি কেমন পারফর্ম করে সেদিকে নজর থাকবে আইপিএল ভক্তদের।

PSL-এ সুপারহিট রাইলি রুশো-

Rilee Rossouw | IPL | Image: Twitter
Multan Sultans’ Rilee Rossouw celebrates after scoring a century in a PSL 2023 match against Peshawar Zalmi at the Rawalpindi Cricket Stadium.

ওয়াঘা সীমান্তের পশ্চিম পারে এখন চলছে পাকিস্তান সুপার লীগ বা সংক্ষেপে PSL। সম্প্রতি বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পেশোয়ার জালমির বিপক্ষে রুশোর একটি চোখধাঁধানো ইনিংস নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছিলো পেশোয়ার। ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই নিজের দল মুলতান সুলতানসকে জয় এনে দেন রাইলি।

পেশোয়ারের বিরুদ্ধে মাত্র ৪১ বলে শতরান করতে দেখা গিয়েছে রাইলি’কে (Rilee Rossouw)। ম্যাচে ১২টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১২২ রান করেন তিনি। পিএসএলে এর আগে দ্রুততম শতরান করার রেকর্ডটি ছিলো রুশোর নামেই। পেশোয়ার জালমির বিপক্ষে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। বাবর আজমদের হারিয়ে মুলতান’কে জায়গা করে দিলেন টুর্নামেন্টের প্লে-অফ পর্বে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *