IPL 2023

বেশ জমে উঠেছে আইপিএলের (IPL 2023) মরশুম। প্রথম ম্যাচের সমাপ্তি ঘটতেই দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও পাঞ্জাব কিংসকে (PBKS) মুখোমুখি হতে। আজকের এই বিশেষ ম্যাচে টস জেতেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই পল্টনের অধিনায়ক। প্রথম থেকে পাঞ্জাবকে চাপের মুখে রেখেছিল মুম্বই, ১০ বলে ১১ করেন ম্যাথিউ শট ও ১৭ বলে ২৬ বানিয়ে প্রভশিমরণ সিং প্যাভিলিয়নে ফিরে যান। ১৭ বলে ২৯ রান করে আউট হয়ে যান অথর্ব টাদে। ১২ বলে ১০ বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিয়াম লিভিংস্টোন।

খেলা যখন একেবারেই মুম্বইয়ের পক্ষে চলে যায়, ঠিক তখন হারপ্রীত সিং (Harpreet Singh) ও স্যাম কুরান (Sam Curran) অসাধারণ ফাইট ব্যাক করেন। পাঞ্জাবের রান সংখ্যা গিয়ে পৌঁছে যায় ২১৪ তে, জবাবে প্রথমেই আউট হয়ে যান ঈশান কিষান (Ishan Kishan)। দলের ভার সামলাচ্ছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ক্যামেরন গ্রিন (Cameron Green)। ৪৪ বানিয়ে ক্যাপ্টেন রোহিত প্যাভিলিয়নে ফিরে যান।৪৩ বলে ৬৭ করেন গ্রিন ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২৬ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। টিম ডেভিডের ১৩ বলে ২৫ রানের ইনিংস ব্যার্থ যায় এবং শেষ ওভারে আরশদীপের মাত্র ২ রানের ওভারে মুম্বই দল নির্ধারিত লক্ষে পৌঁছাতে হয়েছে ব্যার্থ।

মুম্বই-পাঞ্জাব ম্যাচে ভেঙেছে এই রেকর্ড

IPL 2023
MI VS PBKS

৩১ – অর্জুন টেন্ডুলকার তার তৃতীয় ওভারে ৩১ রান দেন, যেটি আইপিএল ওভারে MI বোলারের দেওয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। ড্যানিয়েল সামস ২০২২ সালে কেকেআরের বিরুদ্ধে ৩৫ রান নিয়ে তালিকার শীর্ষে।

২৫০ – রোহিত শর্মা আইপিএলে ২৫০ টি ছক্কা পূর্ণ করেছেন এবং এই কীর্তি অর্জনকারী তৃতীয় খেলোয়াড় হয়েছেন। ক্রিস গেইল (৩৭৫) এবং এবি ডি ভিলিয়ার্স (২৫১) হলেন অন্য দুই খেলোয়াড় যারা ২৫০ টিরও বেশি আইপিএল সর্বোচ্চ ছুঁয়েছেন।

৩ – অর্জুন টেন্ডুলকারের ৩১ রানের ওভারটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে করা তৃতীয় ব্যয়বহুল ওভার। হর্ষাল প্যাটেল ৩৭ রান নিয়ে তালিকায় প্রথম এবং পারবিন্দর আওয়ানার ৩৩ রান।

২৩ – সূর্যকুমার যাদব ২৩ বলে তার অর্ধশতক করেছিলেন, যা আইপিএলে তার দ্রুততম অর্ধশতক।

৫০ – আর্শদীপ সিং আইপিএলে ৫০ উইকেট পূর্ণ করেছেন। বর্তমানে তার ঝুলিতে আছে ৫৩ টি উইকেট।

১ – রোহিত শর্মা আইপিএলে ২৫০ টি ছক্কা পূর্ণ করা প্রথম ভারতীয় খেলোয়াড়।

২১৪ – পাঞ্জাব কিংস খেলায় ২১৪ রান করেছে, যা MI এর বিরুদ্ধে তাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।তাদের সর্বোচ্চ মোট ২৩০/৩, ২০১৭ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্কোর।

২৩ – PBKS আইপিএলে ২০০+ মোট ২৩ বার করেছে এবং RCB-র করা এই রেকর্ডকে ছুঁয়ে ফেললো।

২ – স্যাম কুরান এবং হারপ্রীত সিং ভাটিয়া পিবিকেএস-এর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চম উইকেট জুটিতে ৯২ রানের পার্টনারশিপ গড়লেন।PBKS-এর হয়ে সর্বোচ্চ পঞ্চম উইকেট জুটি ২০১৩ সালে RCB-এর বিরুদ্ধে ডেভিড মিলার এবং রাজাগোপাল সতীশের মধ্যে ছিল ১৩০*।

২ – PBKS ইনিংসের শেষ ছয় ওভারে ১০৯ রান করেছে, এটি আইপিএলে শেষ ছয় ওভারে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৬ সালে গুজরাট লায়ন্স-এর বিরুদ্ধে ১২৬ রান করে RCB তালিকার শীর্ষে বিরাজমান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *