IPL Final: ম্যাচ হওয়ার কথা ছিলো রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায়। রবিবারই মধ্যরাতের আগে ফলাফল জানার অপেক্ষায় উদগ্রীব হয়ে টেলিভিশনের সামনে বসেছিলেন দর্শকেরা। কিন্তু রবিবার নয়, সোমবার নয়, ফলাফল আসতে আসতে হয়ে গেলো মঙ্গলবার। আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ফাইনাল শেষ হলো মঙ্গলবার রাত দেড়টা নাগাদ। বৃষ্টির কারণে রোববার এক বলও খেলা হয় নি। সোমবারের রিজার্ভ ডে’তে ম্যাচ শুরু হয়েছিলো নির্ধারিত সময়েই। কিন্তু ফের বাধা সাধে বৃষ্টি। দ্বিতীয় ইনিংসের বয়স যখন মাত্র ৩ বল তখনই আকাশ ভেঙে শুরু হয় বর্ষণ। দীর্ঘ সময় বন্ধ ছিলো খেলা। শেষমেশ রাত ১২টা ১০ মিনিটে শুরু করা গিয়েছিলো দ্বিতীয় ইনিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৪ রান তুলেছিলো গুজরাত। বৃষ্টির পর চেন্নাইয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রান।
বৃষ্টিতে ওভার কমলে অধিকাংশ সময়েই রান তাড়া করা দলেরই সুবিধা হয়। নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে খেলা যায় ম্যাচ। আজকেও দেখা গেলো তাই। শুরু থেকেই ঝড় তোলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। চলতি মরসুমে ওপেনিং জুটিতে ৮০০’র বেশী রান তুলেছে চেন্নাই, আজকেও ৬ ওভার ৩ বলে তুললো ৭৪ রান। ওপেনিং পার্টনারশিপেই চেন্নাইয়ের জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিলো আজ। ঋতুরাজ করেন ২৬ রান। সপ্তম ওভারে তাঁকে ফিরিয়ে গুজরাতকে প্রথম সফলতা এনে দেন নূর আহমেদ। একই ওভারে ডেভন কনওয়েকে ফেরান নূর। আজ চেন্নাইয়ের ব্যাটাররা যেখানে আগাগোড়া ফিফথ গিয়ারে ব্যাটিং করলো সেখানে উজ্জ্বল ব্যতিক্রম নূর আহমেদ। মাত্র ১৭ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অজিঙ্কা রাহানের ১৩ বলে ২৭, অম্বাতি রায়ডুর ৮ বলে ১৯-এর সৌজন্যে একটা সময় জয়ের দোরগোড়ায় চলে এসেছিলো চেন্নাই। গুজরাতকে ম্যাচে ফেরান মোহিত শর্মা। পরপর উইকেট তুলে ম্যাচ শেষ ওভার অবধি নিয়ে গেলেন তিনি। রায়ডু আউট হওয়ার পর মাঠে নেমেছিলেন ধোনি। কিন্তু আজকের ফাইনালে ‘গোল্ডেন ডাক’ করে ফিরতে হলো তাঁকে। শেষ ওভারে বাকি ছিলো ১৩ রান। প্রথম চার ওভারে চারটি নিখুঁত ইয়র্কার দিয়েছিলেন মোহিত শর্মা। খরচ করেছিলেন মাত্র ৩ রান। তবে শেষ দুই বলে জ্বলে উঠলেন রবীন্দ্র জাদেজা। দুরন্ত চার আর ছক্কায় পঞ্চম খেতাব এনে দিলেন চেন্নাইকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শুভমানের মাথায় উঠলো কমলা টুপি-

শচীন তেন্ডুলকর, ক্রিস গেইল থেকে বিরাট কোহলির মত বিশ্ব ক্রিকেটের নক্ষত্রদের মাথায় আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি উঠতে দেখা গিয়েছে। এই তারকাদের ভীড়ে আজ জায়গা করে নিলেন শুভমান গিল’ও। গুজরাত টাইটান্সের জার্সি গায়ে ২৩ বর্ষীয় ওপেনার ফাফ দু প্লেসি, ডেভন কনওয়ে এমনকি খোদ বিরাট কোহলিকে পিছনে ফেলে জায়গা করে নিলেন শিখরে। ১৭ ম্যাচে ৫৯.৩৩ গড়ে ৮৯০ রান এলো শুভমানের ব্যাট থেকে। আইপিএলের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। পিছনে ফেললেন জস বাটলার, ডেভিড ওয়ার্নারদের মত মহারথীদের। শুভমানের সামনে কেবল বিরাট কোহলি। ‘কিং কোহলি’র ২০১৬ সালে করা ৯৭৩ রানের রেকর্ডের থেকে ৮৩ রান দূরেই থামলেন ভারতীয় ক্রিকেটের নতুন রাজপুত্র।
মরসুমের প্রথম ম্যাচেই ৩৬ বলে ৬৩ রান করে শুরুটা করেছিলেন শুভমান। আগুনে ফর্ম বজায় রইলো শেষ পর্যন্ত। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থেকে গিয়েছিলেন। সাক্ষাৎকারে তাঁকে সুনীল গাওস্কর জিজ্ঞাসা করেন সেঞ্চুরি না করতে পারার যন্ত্রণা রয়েছে কিনা, উত্তরে শুভমান স্মিত হেসে বলেছিলেন, “আরও ৫-৬টা ম্যাচ বাকি রয়েছে। আশা করছি শতরান করে ফেলবো।” একটি নয়, এরপর তিনটি শতরান এলো তাঁর ব্যাট থেকে। সানরাইজার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও ঝোড়ো ৬০ বলে ১২৯ রান করেন তিনি। প্লে-অফ পর্বে এক ইনিংস সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই। ফাইনালে তাঁর ব্যাট থেকে এলো ১৯ বলে ৩৯। ফাইনালে তীরে এসে তরী ডুবলো গুজরাতের, কিন্তু ব্যাট হাতে শুভমানের পারফর্ম্যান্স আইপিএলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইলো।
বেগুনি টুপির মালিক মহম্মদ শামি-

“ব্যাটারস উইন ইউ ম্যাচেস, বোলারস উইন ইউ টুর্নামেন্টস” ক্রিকেটের ময়দানে বহুল প্রচলিত এই প্রবাদ এই বছর সত্যি হতে দেখা গেলো গুজরাত টাইটান্স দলে। এই বছর খেতাব না জিতলেও লীগ পর্বের প্রথম ম্যাচে থেকে ফাইনাল অবধি গুজরাতের যাত্রাপথকে সফল বলাই যায়। গোটা মরসুমেই দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন ক্রিকেটাররা। আর টাইটান্সদের এই সাফল্যের অন্যতম প্রধান স্থপতি হলেন বোলাররা। মহম্মদ শামি, রশিদ খান, মোহিত শর্মা এবং নূর আহমেদের বোলিং চতুর্ভুজ বহু কঠিন ম্যাচে সহজ জয় এনে দিয়েছে গুজরাতকে। টুর্নামেন্টের সেরা তিন বোলারের তিন জনই গুজরাতের। ২৮ উইকেট নিয়ে শীর্ষে থেকে শেষ করলেন মহম্মদ শামি, ফাইনালে দারুণ বোলিং করে দ্বিতীয় স্থানে উঠে এলেন মোহিত শর্মা। তাঁর সংগ্রহ ২৭ উইকেট। তিনে থাকা রশিদ খানের ঝুলিতেও উইকেটসংখ্যা ২৭।
টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে মহম্মদ শামির ভবিষ্যৎ নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না বিশেষজ্ঞরা। কিন্তু আইপিএলের মঞ্চে যেভাবে তিনি যে বোলিং পারফর্ম্যান্সের নমুনা পেশ করলেন তার পরেও জাতীয় নির্বাচকেরা টি-২০তে তাঁকে আর বাইরে রাখতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। হার্দিকের অধিনায়কত্বে পাওয়ার প্লে’তে ৩ ওভার হাত ঘুরিয়েছেন শামি। প্রথম ছয় ওভারে ১৭ ম্যাচে ১৭ শিকারের মালিক হলেন তিনি। ধবল কুলকার্নির ১৬ উইকেটের রেকর্ডকে পিছনে ফেলে পাওয়ার-প্লে’তে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নিলেন তিনি। দিল্লী ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে যথাক্রমে ১১ এবং ২১ রান দিয়ে ৪টি করে উইকেট নেন তিনি। নাইট রাইডার্সের বিরুদ্ধে নেন ৩ উইকেট। আইপিএলের ইতিহাসে কেবলমাত্র চতুর্থ বোলার হিসেবে ৩০ উইকেটের মাইলস্টোন ছোঁওয়ার সুযোগ ছিলো তাঁর সামনে। তার থেকে দুই উইকেট দূরে থামলেন তিনি। জিতলেন সর্বোচ্চ উইকেটশিকারীর ‘বেগুনি টুপি।’
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023