IPL 2023: ঘরের ছেলের ব্যাটে তছনছ মুম্বই, সাত উইকেটে রোহিতদের হারিয়ে আইপিএলের ‘এল ক্লাসিকো’তে জয়ী চেন্নাই !! 1

IPL 2023: পাঁচ বারের চ্যাম্পিয়ন বনাম চার বারের খেতাব জয়ীর লড়াই। ওয়াংখেড়েতে আজকের মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম চেন্নাই সুপার কিংসকে (CSK) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা নাম দিয়েছিলেন আইপিএলের এল ক্লাসিকো। ফুটবলে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লড়াই নিয়ে যেমন আশা-আকাঙ্ক্ষার দোলাচলে দোলেন সমর্থকেরা, তেমনভাবেই এই ম্যাচকে নিয়ে আবেগের বহিপ্রকাশ ঘটেছিলো ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচ শেষে হর্ষধ্বনি শোনা গেলো চেন্নাই শিবিরে। মুম্বইয়ের মাঠে তাদের ৭ উইকেটে হারিয়ে পুরো দুই পয়েন্ট ছিনিয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)।

গত মরসুমে দুই দলই মন ভরাতে পারে নি। সেই কারণেই এই বছরটা বেশ গুরত্বপূর্ণ মুম্বই-চেন্নাই দুই দলের কাছেই। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় খেলায় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে সামলে নিয়েছিলো চেন্নাই। উল্টোদিকে হেরে শুরু করেছিলো রোহিত শর্মার (Rohit Sharma) দল। প্রথম জয় আজও অধরাই থেকে গেলো হিটম্যানদের কাছে। টসে জিতে প্রথমে মুম্বইকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানান ধোনি। স্পিন অস্ত্রে রোহিত, সূর্যকুমারদের (Suryakumar Yadav) মাত করে মাত্র ১৫৭ রানের মধ্যে তাদের বেঁধে রাখেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), মিচেল স্যান্টনার’রা (Mitchell Santner)।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

রান তাড়া করতে নেমে শুরুতে কনওয়েকে (Devon Conway) হারালেও জ্বলে ওঠেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ৫০ লাখের বেস প্রাইসে এবারই তাঁকে দলে নিয়েছিলো চেন্নাই। তিন নম্বরে নেমে ফিফথ গিয়ারে ইনিংসকে ছোটালেন তিনি। তাঁর ঝোড়ো ইনিংসেই জয়ের ঠিকানা নিশ্চিত হয়ে গিয়েছিলো। এর পর শিভম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়দের (Ruturaj Gaikwad) সৌজন্যে ১১ বল বাকি থাকতেই ইপ্সিত লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

জাদেজা-স্যান্টনারের ঘূর্ণিতে মাত মুম্বই-

MI vs CSK | IPL 2023 | image: twitter
Ravindra Jadeja and Mitchell Santner troubled the MI batters on a slow surface

বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে। আজকে শুরুটা তেমন খারাপ করে নি তারা। দিব্যি স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঈশান কিষণের (Ishan Kishan) জুটি। মেঘের আড়াল থেকে মুম্বইয়ের ভাগ্যাকাশে রোদের ঝলকানি অবশেষে দেখা গেলো বুঝি, এমনটাই মনে করেছিলেন ক্রিকেট বোদ্ধারা। কিন্তু ওপেনাররা ফিরতেই ফের একবার ঘন কালো মেঘের আনাগোনা মুম্বই শিবিরে। ১৩ বলে ৩টি চার এবং ১ ছক্কার সাহায্যে ২১ রান করে আউট হন রোহিত (Rohit Sharma), তাঁকে ফেরান তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। অপরপ্রান্তে ঈশান কিষণের ইনিংসে দাঁড়ি টেনে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ২১ বলে ৩২ রানের বেশী এগোতে পারেন নি তিনি।

বল হাতে গত কয়েকমাসে একের পর এক নয়া রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। স্পিনের জালে অস্ট্রেলিয়াকে নাজেহাল করে দেশকে জিতিয়েছেন টেস্ট সিরিজ। আজ জাদেজার ঘাতক স্পিনের আঘাত সহ্য করতে হলো রোহিত শর্মার (Rohit Sharma) দলকে। ঈশান কিষণের (Ishan Kishan) পর ক্যামেরন গ্রিন (Cameron Green) এবং তিলক বর্মাকেও (Tilak Verma) আউট করেন তিনি। গত ম্যাচে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিলক বর্মা। ৪৯ বলে করেছিলেন ৮৪* রান। আজ ১৮ বলে ২২ রান করে জাদেজার (Ravindra Jadeja) শিকার হলেন তিনি। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন জাদেজা।

মিচেল স্যান্টনারের (Mitchell Santner) ঝুলিতেও এলো দুই উইকেট। ২৮ রানের বিনিময়ে দুই উইকেট পেলেন নিউজিল্যান্ডের স্পিনার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খানিক লড়তে দেখা গেলো টিম ডেভিডকে (Tim David)। সিঙ্গাপুর ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো এই অলরাউন্ডার ২২ বলে ৩১ রান করে তুষার দেশপাণ্ডের (Tushar Deshpande) শিকার হন। শেষের দুই ওভারে হৃত্বিক শোকিনের (Hrithik Shokeen) ব্যাট থেকে এলো তিনটি চার। ১৩ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। যা মুম্বই ইনিংসকে দেড়শোর গণ্ডি পেরোতে সাহায্য করলো আজ।

জবাব দিলেন রাহানে, টানা দুই ম্যাচে হার মুম্বইয়ের-

Ajinkya Rahane | IPL 2023 | image: twitter
Ajinkya Rahane played a blistering knock of 61 off 29 deliveries against Mumbai Indians at Wankhede

ভারতীয় দল থেকে গত বছরের গোড়ায় বাদ পড়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টেস্ট দলের সহ-অধিনায়ক পদ থেকে সটান বাতিলের খাতায় জায়গা দেওয়া হয় তাঁকে। এর পর ঘরোয়া ক্রিকেটে রান করলেও দলে ফেরার কোনো সুযোগ দেওয়া হয় নি তাঁকে। আইপিএল শুরুর আগে স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান ফ্র্যাঞ্চাইজি লীগকে। তাঁকে রিলিজ করে দিয়েছিলো কলকাতা (KKR)। সুযোগ দেওয়ার জন্য চেন্নাইকে (CSK) ধন্যবাদও জানিয়ে ছিলেন রাহানে। আজ ব্যাট হাতে সকল উপেক্ষার জবাব দিলেন তিনি।

মুম্বইয়ের হয়েই দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়েও। তবুও আইপিএল নিলামে তাঁকে নেওয়ার আগ্রহ দেখায় নি তারা। চেনা মাঠের চেনা বাইশ গজে ব্যাট হাতে ঝড় দেখালেন ভারতীয় ক্রিকেটের জিঙ্কস। আর্শাদ খানের (Arshad Khan) এক ওভারে একটি ছক্কা ও পরপর চার বলে চারটি চার মারেন রাহানে। পুল, ফ্লিকের মত ধ্রুপদী শট যে টি-২০’র পাওয়ার হিটিং-এর দুনিয়ায় ব্রাত্য নয় তা বোঝালেন তিনি। মুম্বইয়ের ছেলের ব্যাটেই ভূপতিত হলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মাত্র ২৭ বলে ৭টি চার এবং ৩ ছক্কার সাহায্যে রাহানের ব্যাট থেকে এলো ৬১ রান। আইপিএলের পরিসর পেরিয়ে জাতীয় দলের অধিনায়ক রোহিতের (Rohit Sharma) সামনে বুঝিয়ে দিলেন রাহানে (Ajinkya Rahane) যে এখনই ফুরিয়ে যান নি তিনি।

ডেভন কনওয়েকে ফিরিয়ে শুরুটা ভালোই করেছিলো মুম্বই (MI)। এরপরের রাহানে ঝড় তাদের বেসামাল করে দিলো আজ। তিনি যখন ফেরেন স্কোরবোর্ডে তখন ৮২/২। বাকি পথটা চেন্নাইকে পৌঁছে দিলেন ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেরা। প্রথম ম্যাচে ঋতুরাজ করেছিলেন ৯২ রান, দ্বিতীয় ম্যাচে ৫৭ রান। আজ মুম্বইয়ের বিরুদ্ধে করলেন ৩৬ বলে ৪০ রান। ২৬ বলে ২৮ রান করেন শিবম দুবে। ১৬ বলে ২০ রান করলেন আরেক প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার অম্বাতি রায়ডু। আজকের জয়ের ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে চেন্নাই। আর দুই ম্যাচ খেলেও খাতা খুলতে ব্যর্থ মুম্বই রইলো আট নম্বরে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *