IPL 2023: আজ ঘরের মাঠে গুজরাত টাইটান্স মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। ছয় ম্যাচে চারটি জয় নিয়ে গুজরাত বর্তমানে রয়েছে লীগ তালিকার চার নম্বরে। আজ জিতলে তাদের সামনে সুযোগ থাকছে দ্বিতীয় স্থানে পৌঁছানোর। তবে এই মরসুমে যে দুইটি ম্যাচে গুজরাত (GT) হেরেছে, সেই দুটিই এসেছে তাদের হোম গ্রাউন্ডে। যা চিন্তায় রাখবে হার্দিক পান্ডিয়াদের। আহমেদাবাদে নিজেদের আধিপত্য ফেরানোর লড়াই আজ টাইটান্সদের সামনে। অপরপক্ষে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে হাড্ডহাড্ডি ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। মরসুমের প্রথম দুই ম্যাচে হেরে যে ভাবে বেকায়দায় পড়েছিলেন রোহিত শর্মারা, তার থেকে অনেকখানি সামলে উঠছিলেন জয়ের হ্যাট্রিক করে। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে হার আবার চাপের মধ্যে ফেলে দিয়েছে তাদের।
গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেছিলো গুজরাত টাইটান্স (GT)। সেই ম্যাচে হারতে হয়েছিলো তাদের। খেতাব জিতলেও নিজের পুরনো দলের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে জয় পান নি হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেই অধরা সাফল্য ছুঁতে আজ মরিয়া থাকবেন তিনি। দলে মোহিত শর্মা যোগ দেওয়ার পর ‘ডেথ বোলিং’-এর উন্নতি হয়েছে গুজরাতের। মুম্বইয়ের বিরুদ্ধে যা স্বস্তি দেবে টাইটান্স (GT) শিবিরকে। এছাড়াও রশিদ খান, নূর আহমেদদের ওপর দায়িত্ব থাকবে মুম্বই ব্যাটারদের অল্প রানের মধ্যে বেঁধে ফেলার। ব্যাট হাতে গত ম্যাচে লক্ষ্ণৌর বিরুদ্ধে বেশ সাদামাটা দেখিয়েছে গুজরাতকে। ঋদ্ধিমান সাহা এবং অধিনায়ক হার্দিক ছাড়া রান পান নি কেউ। গুজরাত সেই অবস্থা কাটিয়ে উঠতে চাইবে আজ। ওপেনিং-এ শুভমান গিল (Shubman Gill) হোন বা মিডল অর্ডারে সাই সুদর্শন বা ডেভিড মিলার (David Miller), বড় ইনিংসের প্রত্যাশা থাকবে সমর্থকদের। ঘরের মাঠে গত দুই ম্যাচে রিঙ্কু সিং এবং শিমরণ হেটমায়ারের দুটো অনবদ্য ইনিংস পরাজয়ের স্বাদ দিয়েছে হার্দিকদের। সেই পরাজয়ের তিক্ততা ভুলে আজ নতুন উদ্যমে ঝাঁপাতে চাইবে টাইটান্সরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ভুগিয়েছে তাদের ‘ডেথ বোলিং।’ শেষ পাঁচ ওভারে প্রতিপক্ষে তুলেছিলো ৯৬ রান। ঝড় তূলতে দেখা গিয়েছিলো স্যাম কারান, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মাদের। এক ওভারে ৩১ রান দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। এক ওভারে ২৫ খরচ করেছিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। আজ বোলিং বিভাগকে শক্তিশালী করতে হয়ত ফর্মে না থাকা জোফ্রা আর্চারকে বাদ দিয়ে ফেরানো হতে পারে অস্ট্রেলীয় রাইলি মেরেডিথকে। ব্যাট হাতে রান তাড়া করতে নেমে গত ম্যাচে চেষ্টার ত্রুটি রাখে নি মুম্বই। অর্শদীপের শেষ ওভারের ম্যাজিকে হারতে হয় তাদের। সেই কারণে ব্যাটিং বিভাগে আজও সম্ভবত কোনো বদলের পথে হাঁটবে না পাঁচ বারের খেতাব বিজয়ীরা। ঈশান কিষণ এবং রোহিত শর্মার (Rohit Sharma) ওপেনিং জুটি দেখা যাবে আজও। তিনে থাকবেন ক্যামেরন গ্রিন। চার, পাঁচ ও ছয়ে জায়গা করে নিতে পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তিলক বর্মা এবং টিম ডেভিড।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IPL ম্যাচের সময়সূচী-
গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং– ৩৫
তারিখ– ২৫/০৪/২০২৩
ভেন্যু– নরেন্দ্র মোদী স্টেডিয়াম
সময়– সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঁচ টি কালো মাটির পিচ রয়েছে এবং ছয়টি লাল মাটির পিচ রয়েছে। কৃষ্ণমৃত্তিকার পিচগুলি সাধারণত পেসারদের সহায়তা দিয়ে থাকে। বাউন্স আদায় করে নিতে সুবিধা হয় বোলারদের। অন্যদিকে লাল মাটির পিচ সাধারণত স্পিনার সহায়ক হয়ে থাকে। তবে এই মাঠে নিয়মিত রান উঠতে দেখা গিয়েছে। চলতি আইপিএলেও দলগুলি এখানে বড় রানের ইনিংস খেলেছে।
আহমেদাবাদে ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৪টি খেলায় প্রথমে ব্যাট করে জয় এসেছে। অন্যদিকে ৩টি খেলায় জয় এসেছে রান তাড়া করে। অপরদিকে ২০২০ সালে নয়া সাজে সজ্জিত এই মাঠের উদ্বোধনের পর এই মাঠে আইপিএলের ৯ টি ম্যাচ হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে মাত্র ২ ম্যাচ। ৭ বার জয় এসেছে রান তাড়া করে।
চলতি আইপিএলে আহমেদাবাদের মাঠে খেলা হয়েছে ৩ টি ম্যাচ। তিনটিতেই দ্বিতীয় ইনিংসের ব্যাট করা দল জয়ের মুখ দেখেছে। আইপিএলের ষোড়শ মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছিলো গুজরাত, রবিবার হোম টিম গুজরাতকে এক রুদ্ধশ্বাস রান চেজে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গুজরাতকে রান তাড়া করে হারিয়েছে রাজস্থান। মাঠের পরিসংখ্যানের কথা মাথায় রেখে আজকের খেলায় হার্দিক পান্ডিয়া বা রোহিত শর্মা, যে অধিনায়কই টস জিতুন না কেন, সম্ভবত প্রথমে প্রতিপক্ষ দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাতে চলেছেন তিনি।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মঙ্গলবার অর্থাৎ ম্যাচের দিন আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে ১৫ শতাংশের আশেপাশে। ম্যাচের সময় ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। আকাশ অংশত মেঘলা থাকতে পারে আজ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে রবিবার আহমেদাবাদে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই। আবহাওয়াজনিত কোনোরকম বাধা ছাড়াই সম্পূর্ণ ৪০ ওভারের ম্যাচ উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
Live Streaming Details-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- ঈশান কিষণ, রোহিত শর্মা
মিডল অর্ডার– ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা
ফিনিশার- টিম ডেভিড
বোলার- হৃত্বিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, জেসন বেহরেনডফ, জোফ্রা আর্চার, পীয়ূষ চাওলা
উইকেটরক্ষক- ঈশান কিষণ
গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সম্ভাব্য একাদশ-
ঈশান কিষণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, হৃত্বিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, জেসন বেহরেনডফ, জোফ্রা আর্চার, পীয়ূষ চাওলা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023