IPL 2023: একটা দলের খেতাবসংখ্যা পাঁচ এবং অন্য দলের ক্ষেত্রে সংখ্যাটা চার। প্রকৃতপক্ষেই মুম্বই বনাম চেন্নাই ম্যাচকে আইপিএলের নিরিখে বলা চলে ‘ক্ল্যাশ অফ দ্য চ্যাম্পিয়ন্স।’ দুই হেভিওয়েট দল আজ একে অন্যের বিপক্ষে মহারণে মুখোমুখি। চিপক স্টেডিয়ামে দুপুরবেলা নীল বনাম হলুদের যুদ্ধ দেখা যাবে আজ। বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে লীগ তালিকার তিন নম্বর রয়েছে চেন্নাই। ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে সাম্প্রতিক ফর্ম সঙ্গে রয়েছে তাদের। পরপর দুটি ম্যাচ জিতে নিয়েছেন রোহিত শর্মারা। সেখানে খানিক ব্যাকফুটেই থাকবে সুপার কিংস’রা। পরপর দুই হারের পর লক্ষ্ণৌর বিরুদ্ধে তাদের অ্যাওয়ে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। আজ মুম্বই জিতলে সটান ছয় নম্বর থেকে লাফ দিয়ে পৌঁছাবে দুই নম্বরে। দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ থাকছে চেন্নাইয়েরও। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই আশা করাই যায়।
চেন্নাই দলের ব্যাটিং এবার তাদের ভরসার জায়গা। ডেভন কনওয়ে ভালো ফর্মে রয়েছেন। ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে তাঁর ওপেনিং জুটি রোজই চেন্নাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কনওয়ে বড় রান পেলেও ৩০ বা ৩৫ রানে এসেই থামছেন ঋতুরাজ। শুরুটা ভালো করেও উইকেট খোয়ানোর অভ্যাস ত্যাগ করে আজ ঋতুরাজ বড় ইনিংস খেলবেন, এমনটাই আশা করছেন চেন্নাই সমর্থকেরা। স্পিনের বিরুদ্ধে চলতি মরসুমে দুর্দান্ত খেলছেন শিবম দুবে। মুম্বইয়ের সফলতম বোলার পীয়ূষ চাওলার মোকাবিলা করার দায়িত্ব বর্তাতে চলেছে তাঁর কাঁধেই। এছাড়াও মঈন আলিকেও দেখা যাবে চেন্নাই মিডল অর্ডারে। ঘরের মাঠে আজ মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দেখতে ভীড় জমাবেন সমর্থকেরা। লোয়ার অর্ডারে তাঁর থেকেও দেখা যেতে পারে চমকপ্রদ ক্যামিও। বোলিং বিভাগে মঈন আলি,রবীন্দ্র জাদেজার পাশাপাশি স্পিন বিভাগে থাকবেন শ্রীলঙ্কার মহেশ তীক্ষণা। আকাশ সিং, তুষার দেশপাণ্ডের পাশাপাশি নতুন মালিঙ্গা মাথিশা প্রথিরাণার দিকেও নজর থাকবে আজ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অধিনায়ক রোহিতের ফর্ম নিয়ে চিন্তায় থাকবে মুম্বই দল। মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি চলতি মরসুমে। আগের ম্যাচে মুম্বই রান তাড়া করার নতুন রেকর্ড গড়লেও রোহিতের ব্যাট থেকে এসেছিলো শূন্য রান। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের ফর্ম ফিরে পেতে চাইবেন তিনি। ছন্দে থাকা ঈশান কিষণের থেকে বড় রানের আশায় মুম্বই ইন্ডিয়ান্স। গত কয়েকটি ম্যাচে দলের ভরসা হয়ে উঠতে দেখা গিয়েছে ক্যামেরণ গ্রিনকে। তরুণ অজি অলরাউন্ডার আজকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন মুম্বই জার্সিতে। সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পুনরুত্থানের অন্যতম কারণ। গত দুই ম্যাচে জোড়া অর্ধশতক করেছেন তিনি। চিপকে জাতীয় দলের জার্সিতে কিছুদিন আগে সূর্যের অভিজ্ঞতা সুখের ছিলো না। আজ সেই গ্লানি কাটিয়ে উঠতে চাইবেন তিনি। তিলক বর্মা এবং টিম ডেভিডকে দেখা যেতে পারে ফিনিশার হিসেবে। মুম্বইয়ের মূল সমস্যা এই বছরে বোলিং। ডেথ বোলিং-এ আজ জোফ্রা আর্চারের থেকে বিশেষ কিছুর আশায় থাকবে তারা। ফিরতে পারেন জেসন বেহরেনডফ। তবে অর্জুন তেন্ডুলকরকে হয়ত আজকেও মাঠের বাইরেই থাকতে হতে পারে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IPL ম্যাচের ক্রীড়াসূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)
ম্যাচ নং– ৪৯
তারিখ– ০৬/০৫/২০২৩
ভেন্যু– এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়– দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনিরা। এই মাঠে বরাবরই ব্যাটাররা সাহায্য পেয়ে থাকেন। সাধারণত উইকেট শুকনো ও শক্ত থাকে। যত খেলা গড়ায় পিচ ভাঙতে শুরু করে। ফলে কার্য্যকরী হয়ে ওঠেন স্পিনাররা। চেন্নাইয়ের উইকেটে ঘাসের পরত দেখার সম্ভাবনা বিশেষ নেই। এই মাঠে এখনও অবধি দুটি মাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। আয়োজিত হয়েছে ২২টি একদিনের ম্যাচও।
আইপিএলে ৭১টি ম্যাচ আয়োজনের দায়িত্ব এখনও অবধি পেয়েছে চিপক স্টেডিয়াম। এর মধ্যে প্রথমে ব্যাট করে এসেছে ৪২টি জয় আর রান তাড়া করে জয় এসেছে ২৯ বার। মাঠে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করার কৃতিত্ব সুপার কিংসদেরই। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪৬ রান করেছিলো তারা। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর মুরলী বিজয়ের (১২৭)। সেরা বোলিং পরিসংখ্যানের মালিক কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল (৫/১৫)।
টি-২০ ক্রিকেটে চেন্নাইয়ের মাঠের গড় স্কোর প্রথম ইনিংসে ঘোরাফেরা করে ১৬২ রানের আশেপাশে। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৪৮ রান। এই মাঠের হার-জিতের পরিসংখ্যানের দিক থেকে টসে জিতে প্রথমে ব্যাটিং করা সুবিধাজনক মনে হলেও সম্ভবত প্রথমে প্রতিপক্ষকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানাতে পারেন টসজয়ী অধিনায়ক।
Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। শনিবার অর্থাৎ ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। শনিবার চেন্নাইতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খেলায় তার বিশেষ প্রভাব না পড়ারই সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭৫ শতাংশের কাছাকাছি। যা অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচের দিন ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে।
Live Streaming Details-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
সম্ভাব্য একাদশ-
ওপেনার– রোহিত শর্মা, ঈশান কিষণ
মিডল অর্ডার– সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা
ফিনিশার– টিম ডেভিড, নেহাল ওয়াধেরা
বোলার– কুমার কার্তিকেয়, জোফ্রা আর্চার, পীয়ূষ চাওলা, জেসন বেহরেনডফ।
উইকেটরক্ষক– ঈশান কিষণ
চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে সম্ভাব্য মুম্বই ইন্ডিয়ান্স (MI) একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, পীয়ূষ চাওলা, জেসন বেহরেনডফ।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023