IPL 2023: বুধবার, চলতি আইপিএলের এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি যে দল জিতবে তারাই দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের মুখোমুখি হতে চলেছে। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮২ রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ক্যামেরুন গ্রিন। ৩৩ রান করে যান সূর্যকুমার যাদব। সব মিলিয়ে এ দিন বড় রানই গড়ে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভেঙে পড়েছে লখনউ দল। তাদের হয়ে ৪০ রান করেন মার্কাস স্টোইনিস। এর মধ্যেই ম্যাচে এমন একটি মুহুর্ত তৈরি হয় যেখানে ফিল্ডিং করতে গিয়ে প্যান্ট খুলে যায় ক্যামেরুন গ্রিনের। মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হয়েও যায়।
দেখে নিন সেই মজার মুহুর্ত:
— Cricbaaz (@cricbaaz21) May 24, 2023