IPL 2023 : "আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে..." RCB'র বিরুদ্ধে ম্যাচ হেরে দুঃখ প্রকাশ করলেন ক্রুনাল, করলেন এই মন্তব্য !! 1

বেশ জমে উঠেছে আইপিএল সিজিন ১৬ (IPL 2023), এই টুর্নামেন্ট যত অগ্রসর হচ্ছে তত খেলার মান বৃদ্ধি পাচ্ছে। আজকে মুখোমুখি হয়েছে KL রাহুলের লখনৌ সুপার জায়ান্টস ও ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল। লখনৌয়’র একানা স্টেডিয়ামে আজ দুই দলের মধ্যে দেখা যাচ্ছে এই মহা ম্যাচ। আজকের ম্যাচে টস জিতলেন ব্যাঙ্গালুরু দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস (Faf Du Plesis)। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ব্যাটিং করতে এসে বেশ ভালো ব্যাটিং করতে দেখা যায় বিরাট এবং ফাফকে। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে, ৩০ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। উইকেট না হারালেও রানের কমতি দেখা যায় RCB দলের মধ্যে।

১৮ রানে ম্যাচ জিতলো RCB

IPL 2023 : "আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে..." RCB'র বিরুদ্ধে ম্যাচ হেরে দুঃখ প্রকাশ করলেন ক্রুনাল, করলেন এই মন্তব্য !! 2তবে, রবি বিষ্ণুর (Ravi Bishnoi) বলে স্ট্যাম্প আউট হন বিরাট। বিরাট আউট হতেই সমস্যার মুখে পড়ে ব্যাঙ্গালুরু দল। ১১ বলে ৯ রান করেন অনুজ রাওয়াত (Anuj Rawat)। গৌথমের বলে আউট হন তিনি। ৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। এছাড়া অমিত মিশ্রর বলে প্যাভিলিয়নের পথ দেখেন প্রভুদেশাই। কিছু সময়ের জন্য খেলা বন্ধ থাকার পর ৪০ বলে ৪৪ বানিয়ে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস প্যাভিলিয়নে ফিরে যান। ১১বলে ১৬ করে প্যাভিলিয়নে ফেরেন কার্তিক, ৪ বলে ৩ করেন মহিপাল লোমর, পাশাপাশি ৭ বলে ৮ বলে হাসারাঙ্গার ফিনিশ RCB দলকে পৌঁছে দিলো ১২৬ রানে।

জবাবে ব্যাটিং করতে এসে, খাতা খুলতে ব্যার্থ হন ইনফর্ম কাইল মায়ার্স। ওপেনিং করতে আসা আয়ুশ বাদনি ১১ বলে ৪ রান করেন। ১১ বলে ১৪ রান করেন ক্রুনাল পান্ডিয়া। ২ বলে ১রান করেন দীপক হুদা। ১৯ বলে ১৩ রান করেন মার্কাস স্টয়নিস। ১৩ বলে ২৫ রান করেন গৌথম। বড় শট খেলাতে গিয়ে ৯ রান বানিয়ে আউট হন নিকোলাস পুরান। তবে RCB দলের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন কর্ন শর্মা, হার্শাল প্যাটেল ও জশ হাজেলউড। ১ টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ১৮ রানে ম্যাচ হারলো LSG। ম্যাচের সেরা হয়েছেন অধিনায়ক ফাফ।

ম্যাচ হেরে খুশি নন ক্রুনাল

অন্যদিকে রাহুলের জায়গায় অধিনায়কত্ব করছিলেন ক্রুনাল পান্ডিয়া। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই তিনি বোলারদের বেশ ভালো ভাবে সঞ্চালনা করছিলেন। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে অত্যন্ত খারাপ প্রদর্শনের জন্য ম্যাচ হেরে অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন ক্রুনাল। মন্তব্য করে তিনি বলেছেন, “আমরা খুব ভালো বোলিং করেছি, তাদের ১২৬ এর মধ্যে সীমাবদ্ধ রাখা একটি দুর্দান্ত বোলিং প্রচেষ্টা ছিল। এই টুর্নামেন্টে আমরা যেভাবে বোলিং করেছি তাতে সত্যিই খুশি।আমরা ১২৬ করতে পারতাম, তবে আমরা আমাদের আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। রাহুল চোট পেয়েছেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। আমি জানি না এটি কতটা খারাপ, মেডিকেল টিম এটি মূল্যায়ন করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *