শুরু হয়ে গিয়েছে আইপিয়েলের (IPL 2023) থ্রিল, সপ্তাহ জুড়ে শুধুই চলছে লাস্ট ওভার ফিনিশিং। ব্যাট বলের লড়াইয়ে জমে উঠেছে আইপিএল সিজিন ১৬। সপ্তাহের প্রথম ম্যাচেই রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নক এখনো পর্যন্ত ভুলতে পারিনি কোনো ক্রিকেট প্রেমী। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে সেই নাইট বাহিনী, এবার তাদের সামনাসামনি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতার সবসময় বেশ কঠিন লড়াই দেখা যায়। আজকে দুই নতুন অধিনায়কের পরীক্ষা হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে আজকে জমে উঠবে এই মহা ম্যাচ।
দুই দলের শেষ ম্যাচগুলোর কথা বলতে গেলে, শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে অসাধারণ ফিনিশিং করে রানার (Nitish Rana) KKR, ও অন্যদিকে পাঞ্জাব কিংস দলকে পরাজিত করে খাতা খুলতে দেখা গেল হায়দ্রাবাদ দলকে। আজকে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে এক মহামূল্যবান ম্যাচ দেখার আশায় থাকবে ক্রিকেট বিশ্ব।
KKR vs SRH, 19th Match IPL 2023, Pitch Report (পিচ রিপোর্ট)

আজকের আইপিএলের ম্যাচটি বিখ্যাত ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে হতে চলেছে, এখানের পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। এখানে বল বেশ ভালোভাবে ব্যাটে আসে এবং ব্যাটাররা এই ট্র্যাকে ব্যাটিং উপভোগ করে। পাশাপশি মাঠের আউট ফিল্ড খুবই দ্রুত যে কারণে বাউন্ডারির হার এই মাঠে অনেক বেশি। তবে শুরুর দিকে ব্যাটসম্যানদের থেকে বোলারদের কাছে বেশি সুযোগ থাকে। এই মাঠে পাওয়ার প্লেতে বোলাররা একঘাট এগিয়ে থাকে ব্যাটসম্যানদের থেকে। গতবছর এই মাঠে প্লে অফসের দুটি ম্যাচ খেলা হয়েছিল যেখানে কলকাতা দল কোয়ালিফাই না করেও মাঠে দর্শক সংখ্যা ছিল ভরা। এখানে দ্বিতীয় ব্যাটিং করা দলের কাছে জয়ের সম্ভবনা বেশি থাকে। যদিও এবছর কলকাতা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে শার্দূল ঝড় RCB কে উড়িয়ে নিয়ে ফেলেছিল।
KKR vs SRH, 19th Match IPL 2023, Weather Report (আবহাওয়া রিপোর্ট)
ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আজকের ম্যাচে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তারপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। ম্যাচের দিন আদ্রতা থাকবে ২৪ % , ঘন্টায় ১০ কিমি বেগে হাওয়া বইবে ও ০ % বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে কালকের মহাযুদ্ধে। আজকের ম্যাচে টস জয়ী অধিনায়ক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
টসের পর অধিনায়কদের বক্তব্য:
নীতিশ রানা (KKR অধিনায়ক):
আমরা আগে বল করব। আমরা এখানে অনুশীলন করছি এবং সেখানে শিশির পড়েছে। সেটি মাথায় রেখে আমরা চেজ করতে চাই। আজকের জন্য একই একাদশ নিয়ে নামবো।
এইডেন মার্করাম (SRH অধিনায়ক)
আমিও বোলিং করতে পছন্দ করতাম। এখানে প্রচুর রান হয়, আজ আবার নতুন করে শুরু করতে হবে।আশা করছি আমরা ভালো করতে পারব। আজকে দলে একটি পরিবর্তন, অভিষেক শর্মা, ওয়াসিংটন সুন্দরের জায়গায় এসেছেন। আমার মতে এখানে প্রথম থেকে কোনো টার্গেট নিয়ে নাম উচিত নয়, পিচটি দেখে রান করত হবে। আমরা যত রান করবো তা রক্ষা করার চেষ্টা করতে হবে।
KKR vs SRH, MATCH 19, PLAYING XI
SRH প্রথম একাদশ
হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (C), অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন (WK), মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকান্ডে, উমরান মালিক, টি নটরাজন।
KKR প্রথম একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (ডাব্লু), এন জগদীসান, নীতীশ রানা (সি), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, সুয়শ শর্মা, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।।