IPL 2023: কামিন্স-বিলিংসদের বাদ দিয়েই পথ চলা শুরু কেকেআরের, নয়া তারকাদের নিয়েই ট্রফি জিততে মরিয়া বাদশাহ'র দল !! 1

IPL 2023: শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে আর্কষণীয় এবং প্রিয় দলগুলির মধ্যে একটি। তারা আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্রিগেড কারণ তারা দুবার এই ট্রফি জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পরে তৃতীয় সর্বাধিক ট্রফি জিতেছে তারা। তবে গত বছর মেগা নিলামে বেশ কিছু কেনাকাটির পরে কেকেআর-এর নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি। ফলে তারা টেবিলে ৭ নম্বর স্থানে লিগ শেষ করে। এবার অবশ্য কাপ জয়কেই পাখির চোখ করেছে শাহরুখ খানের দল।

রিটেনশন উইন্ডোতে ব্যস্ত ছিল কলকাতা

প্রথম থেকেই এবারের রিটেনশন উইন্ডোতে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে ব্যস্ত ছিল। তারা গুজরাট টাইটান্স থেকে লকি ফার্গুসন এবং রহমানুল্লাহ গুরবাজের মতো প্লেয়ারকে তুলে নেয়। এরপর শার্দুল ঠাকুরকে তারা দিল্লি ক্যাপিটালস থেকে নেয়। দিল্লি ২০২২ সালের মেগা নিলামে তাকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল। আমান খানকে তার বদলে  লেনদেন করে।

মিনি নিলামে কেকেআর খরচ করতে পারবে ৭.০৫ কোটি

কাদের দলে নিল কলকাতা?

শ্রেয়াস আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নীতিশ রানা, অনুকুল রায়, ভেঙ্কটেশ আইয়ার, শার্দুল ঠাকুর, টিম সাউদি, লকি ফার্গুসন, উমেশ যাদব, সিভি বরুণ, হর্ষিত রানা

ছেড়ে দিল কাদের?

প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমান খান, শিবম মাভি, মোহাম্মদ নবি, চমিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিখ সালাম, শেলডন জ্যাকসন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *