IPL 2023 : বরুণের ফিরকিতে নাজেহাল SRH, ৫ রানে ম্যাচ জিতলো KKR !! 1

বেশ জমে উঠেছে আইপিএলের (IPL 2023) ১৬ তম সিজন। আজ আইপিএলের মহামঞ্চে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের বিখ্যাত রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৭১ রান বানাতে সক্ষম হয় KKR। জবাবে ব্যাটিং ব্যার্থতার মুখোমুখি হয় হায়দ্রাবাদ দল এবং নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান বানাতেই সক্ষম হয়।

প্রথমেই চাপের মুখে পড়ে KKR

Srh vs kkr
SRH VS KKR

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ব্যাটিং করতে এসে প্রথমেই উইকেট হারালেন ইনফর্ম রোহমানুল্লা গুরবাজ। খাতা খুলতেই ব্যার্থ হলেন তিনি। ৪ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নের ফেরেন ভেঙ্কটেশ আইয়ার।

ইনফর্ম রয় প্যাভিলিয়নে ফেরেন

এক প্রান্তে বেশ ভালো খেলা দেখাচ্ছিলেন জেসন রয়। তিনি এক প্রান্ত ধরে রাখার কাজ করছিলেন কিন্তু এমনকি ১৯ বলে ২০ রান বানিয়ে কার্তিক ত্যাগীর বলে প্যাভিলিয়নের পথ দেখেন জেসন রয়।

আবার একবার সামাল দেয় রানা-রিঙ্কু জুটি

Nitish Rana and Rinku Singh
Nitish Rana and Rinku Singh

ব্যাটিং করতে আসেন অধিনায়ক নীতিশ রানা এবং রিঙ্কু সিং, দুই ব্যাটসম্যান ই এর আগে দলের হয়ে বেশ ভালো প্রদর্শন দেখিয়েছেন। ঠিক, তেমনটাই হলো গতকাল। দলের হয়ে ৬১ রানের পার্টনারশিপ করেন নীতিশ রানা ও রিঙ্কু সিং।

আবার চাপের মুখে পরে KKR

এরপর অধিনায়ক নীতিশ রানা অতিরিক্ত মারমূখী হতে গিয়ে, প্রতিপক্ষ দলের অধিনায়ক এইডেন মার্করামের হাতে একটি ক্যাচ তুলে দেন। অসাধারণ একটি ক্যাচ লুপে প্যাভিলিয়নের পথে পাঠান রানা কে।

আবার একবার ফ্লপ রাসেল-নারিন

Andre Russell
Andre Russell

রানা আউট হওয়ার পাশাপাশি ১৫ বলে ২৪ রান বানিয়ে প্যাভিলিয়নের ফেরেন আন্দ্রে রাসেল। আবার একবার ফ্লপ পারফরমেন্স বজায় রাখলেন সুনীল নারিন। ১ রান বানিয়ে ভুবনেশ্বর কুমারের শিকার হন। এই সিজিন দুজনেই ব্যাট হাতে হয়েছেন ব্যার্থ।

ভালো ফিনিশ দেন রিঙ্কু

দলের হয়ে আবার একবার প্রদর্শন করে দেখালেন রিঙ্কু সিং। ৬ বলে ৮ রান করেন শার্দূল ঠাকুর। শেষ ওভারে নাটারজনের দুরন্ত বোলিংয়ের দৌলতে, কলকাতার রান গিয়ে দাঁড়ায় ১৭১।

পাওয়ার প্লেতেই সমস্যার মুখোমুখি হয় হায়দ্রাবাদ

Srh vs kkr
SRH VS KKR

১৭১ তাড়া করতে এসে, ১১ বলে ১৮ বানিয়ে প্যাভিলিয়নের ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। এমনকি চাপের মুখে এসে, বড় শট খেলতে গিয়ে ১০ বলে ৯ করে প্যাভিলিয়নের পথ দেখেন অভিষেক শর্মা। এবার মারমূখী পদক্ষেপ নেন রাহুল ত্রিপাঠি, কিন্তু রাসেলের বুদ্ধির সামনে ব্যার্থ হলেন রাহুল। দলের হয়ে দ্রত ৯ বলে ২০ রান করে আউট হন রাহুল ত্রিপাঠি। পাশাপাশি খাতা খুলতেই ব্যার্থ হন হ্যারি ব্রুক।

ক্লাসেন ও মার্করাম দেখান জয়ের পথ

Henry Klassen and Aiden Markram
Henry Klassen and Aiden Markram

পাওয়ার প্লের পরের ওভারেই, ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স। কিন্তু এরপরেই অধিনায়ক মার্করাম ও হেনরি ক্লাসেন ৭০ রানের পার্টনারশিপ করে দলকে অনেকটা এগিয়ে দেন।

আবার ম্যাচে ফিরে আসে কলকাতা

খেলা যখন প্রায় হায়দ্রাবাদের দখলে তখন একে একে উইকেট হারান ক্লাসেন ও মার্করাম। ২০ বলে ৩৬ বানিয়ে শার্দূলের বলে প্যাভিলিয়নে ফেরেন ক্লাসেন। ৪০ বলে ৪১ রান করেন মার্করাম।

শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করেন বরুন

Varun Chakravarthy
Varun Chakravarthy

মার্করাম আউট হলেই চাপের মুখে পড়ে SRH। মার্কো জেনিসেনের অসাধারণ একটি ক্যাচ লোপেন গুরবাজ। তবে ফাইনাল ওভারে বরুন চক্রবর্তী আসেন বোলিং করতে। ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করার প্রচেষ্টায় উইকেট হারান সামাদ। এবং তিনি শেষ ওভারে এসে ডিফেন্ড করেন ৯ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *