IPL 2023: দিনকয়েক আগের কথা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। পাঞ্জাবের তোলা ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কাছাকাছি পৌঁছে গিয়েছিলো মুম্বই। কিন্তু অর্শদীপ সিং-এর ঘাতক শেষ ওভারই সব ওলটপালট করে দেয় সেদিন। ২০তম ওভারে শুধু সেদিন মুম্বইকে রুখেই দেন নি অর্শদীপ, তিলক বর্মা এবং নেহাল ওয়াধেরার স্টাম্প ভেঙে করেছিলেন দু টুকরো। বিরল এক ঘটনার সাক্ষী হয়েছিলেন সেদিন আইপিএলের দর্শকেরা। অর্শদীপের সেদিনের আগুনে বোলিং দুই দলের প্রতিদ্বন্দ্বীতায় আলাদা মাত্রা এনে দিয়েছিলো। আজ দ্বিতীয় পর্বে পাঞ্জাবের ঘরের মাঠে বাইশ গজে স্ফুলিঙ্গ আশা করছিলেন দর্শকেরা। নিরাশ করলো না মোহালির মহারণ। আরও একটি হাইস্কোরিং ম্যাচে ৬ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো মুম্বই।
প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব। প্রভসিমরণ সিং ৯ রান করে আউট হলেও ম্যাথু শর্টের সাথে জুটি বেঁধে পাঞ্জাবকে একটা দারুণ লঞ্চপ্যাড দিয়ে যান অধিনায়ক শিখর ধাওয়ান। শিখরের ৩০ আর শর্টের ২৭ রান যে ভিত তৈরি করে দিয়েছিলো তার ওপর ইমারত গাঁথার কাজটি করেন লিয়াম লিভিংস্টোন এবং জিতেশ শর্মা। চলতি মরসুমে প্রথমবার নিজের নামের প্রতি সুবিচার করলেন লিভিংস্টোন। ইংল্যান্ডের ঝোড়ো ব্যাটার ৪২ বলে ৮২ রান করেন আজ। উল্টোদিকে রানের ঝলক দেখা যায় ম্যাথু শর্টের ব্যাটেও। তিনি ২৭ বলে ৪৯ করেন। পাঞ্জাবের ব্যাটিং টর্নেডোর মুখে পড়ে উড়ে গেলেন মুম্বই বোলাররা। একমাত্র পীয়ূষ চাওলার ২৯ রানে ২ উইকেট ছাড়া বলার মত পরিসংখ্যান নেই কারও। ৪ ওভারে ৫৬ রান খরচ করেন জোফ্রা আর্চার। ২০ ওভারে পাঞ্জাব ২১৫ তোলায় লড়াই কঠিন হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
তবে কঠিন লড়াইটা আজ সহজ করে দিলেন ঈশান কিষণ, সূর্যকুমার যাদবরা। ০ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। অধিনায়ককে হারিয়েও বিন্দুমাত্র চাপে পড়েন নি মুম্বই ব্যাটার’রা। প্রথমে ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে ইনিংস গড়ার কাজটা করছিলেন ঈশান। পরে গ্রিন আউট হওয়ায় তাঁর সাথে যোগ দেন সূর্যকুমার। সূর্যের ব্যাটিং-এর দ্যুতিতে আজ আলোকিত হলো মোহালির ময়দান। ঈশানের ব্যাট থেকে আসে ৭৫ রান। আর ২১৩ স্ট্রাইক রেটে ‘সিগনেচার সূর্যকুমার’ ভঙ্গিতে ৬৬ রান করেন মিস্টার ৩৬০। ডেথ ওভারে জ্বলে উঠলেন তিলক বর্মা। আগের দিন স্টাম্প দু টুকরো হয়েছিলো তাঁর। আজ অর্শদীপদের বোলিং আক্রমণের বিরুদ্ধে যেভাবে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করলেন তিনি, তাতে নিশ্চিত পাঞ্জাব বোলিং-এর আত্মবিশ্বাস দু টুকরো করলেন তিনি। তিলকের ১০ বলে ২৬৮ এবং টিম ডেভিডের ১০ বলে ১৯ রানের ইনিংস ১৮.৫ ওভারে জয় এনে দেয় মুম্বইকে। ৭৫ রান করে ম্যাচের সেরা হলেন ঈশান কিষণ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
মারার সুযোগ থাকলে মারবোই… প্রত্যয়ী ঈশান কিষণ-

একটা জয় এক ধাক্কায় মনোবল অনেকটা বাড়িয়ে দিলো মুম্বই ইন্ডিয়ান্সের। লীগ তালিকায় ছয় নম্বরে উঠে এলো তারা। পিছনে ফেলে দিলো পাঞ্জাব কিংস’কে। সাফল্যের সিঁড়ি চড়ার বিষয়ে যিনি অবশ্যই ভূমিকা রাখলেন তিনি ঈশান কিষণ। শুরুতেই রোহিত শর্মার উইকেট খোয়ালেও মুম্বই ব্যাটিং’কে চাপে পড়তে দেন নি তিনি। নিয়মিত স্কোরবোর্ডকে সচল রেখেছেন। চলতি মরসুমে ঈশানকে নিয়ে সমালোচনা চলছিলো যে যথেষ্ট দ্রুত রান করতে পারছেন না তিনি। আজ ৪১ বলে ৭৫ করেন তিনি। স্ট্রাইক রেট ১৮৫-এর আশেপাশে। যাবতীয় সমালোচকদের মুখ বন্ধ করে ম্যাচের সেরা হয়ে ঈশান জানালেন, “উইকেট’টা ব্যাটিং-এর জন্য সেরা ছিলো। আমি ২০ ওভার কিপিং করার সময়ই বুঝেছিলাম বাইশ গজ বেশ ভালো।”
আজ ৭টি চার এবং ৪টি ছক্কা হাঁকান ঈশান। বড় শট খেলার রহস্য কি? উত্তরে তিনি জানান, “আমার পাল্লায় বল এলে আমি মারবোই। ও (ঋষি ধাওয়ান) বলকে স্যুইং করাচ্ছিলো। আমি ভেবে নিয়েছিলাম এগিয়ে এসে মারবো কারণ উইকেটরক্ষক স্টাম্পের কাছে ছিলো না।” আজকের ম্যাচের স্ট্র্যটেজি বিশ্লেষণ করে ঈশান জানান, “বার্তা পরিষ্কার ছিলো। বল দেখো আর মারো।” এরপর তাঁকে প্রশ্ন করা হয় মাঠে ফিল্ডারদের পজিশন দেখে নিজের শটে কোনো বদল করেছেন কিনা। উত্তরে অকপট ঈশান, “আমি মনে করি যখন ২১৫ রান তাড়া করতে হয় কোথায় ফিল্ডার রয়েছে তা ভেবে কোনো কাজ হয় না। কেবল বড় শট মারার কথাই ভাবতে হয়।”
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এর আগের ম্যাচেও রুদ্ধশ্বাস ভঙ্গিতে রান তাড়া করে জিতেছিলো মুম্বই। সেই ম্যাচ আজকে অনুপ্রেরণা যুগিয়েছে বলে মেনে নিচ্ছেন ঈশান। তিনি বলেন, “আগের দিন আমরা ভালো পারফর্ম করেছিলাম এবং শেষ ওভারে ম্যাচ জিতেছিলাম। আমি ব্যক্তিগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ শেষ করার চেষ্টা করি।” সাফল্যের চাবিকাঠি হিসেবে ফিটনেসের গুরুত্ব স্বীকার করেছেন তিনি। “ম্যাচের সময়েও ওয়ার্ক আউট করার চেষ্টা করি আমরা” বলছেন ঈশান। তবে সবশেষে ঈশান কৃতিত্ব দিয়েছেন নিজের মা’কে। বলেন, “মায়ের হাতের রান্নাকে কৃতিত্ব দিতেই হবে। কারণ দিনের শেষে ভালো খাওয়াদাওয়াও দরকার।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023