IPL 2023 : "ওর থেকে আরও অনেক কিছু পাওয়া..." কলকাতার বিরুদ্ধে ম্যাচ জিতে এই প্লেয়ারকে নিয়ে ভূয়সী প্রশংসা করলেন হার্দিক !! 1

সমাপ্ত হতে চলেছে আইপিএলের (IPL 2023) তৃতীয় সপ্তাহের ম্যাচ, আজ শেষ হতে চলেছে চতুর্থ সপ্তাহের মেগা ম্যাচ। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে  প্রথম বারের জন্য মুখোমুখি হয়েছে কলকাতা ও গুজরাট। আজ দলে জেসন রয় পিঠের চোটের কারণে দলে খেলতে পারেননি।  দলে সুযোগ পান রোহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaj) । ৩৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুরবাজ। তবে তার ওপেনিং পার্টনার নারায়ণ জগদিশন সম্পূর্ণভাবে ফ্লপ আবার একবার। ১৫ বলে ১৯ রান করেন তিনি। খাতা খুলতে ব্যার্থ হন শার্দূল ঠাকুর।

পাশাপশি ভেঙ্কটেশ আইয়ার ১৪ বলে ১১ রান করেন। ৩ বলে ৪ রান করেন অধিনায়ক রানা। আজকে রিঙ্কু সিংয়ের ব্যাট ছিল শান্ত। ২০ বলে ১৯ রান বানাতে সক্ষম হয় রিঙ্কু। ১৯ বলে ৩৪ রানের ফিনিশিং দেন অন্দ্রে রাসেল (Andre Ruseell) ও ৬ বলে ৮ করেন ডেভিড ভিসা। গুজরাট দলের কথা বলতে গেলে, ৩ টি উইকেট নেন মোহম্মদ শামি (Mohammed Shami) ও ২ টি করে উইকেট নেন জশুয়া লিটিল (Joshua Little) ও নূর আহমেদ (Noor Ahamed)। নির্ধারিত ২০ ওভারে  ১৭৯ রান করতে সক্ষম হয়েছে KKR দল।

অসাধারণ ম্যাচ জিতলো GT

Kkr vs gt
KKR VS GT

জবাবে ব্যাটিং করতে এসে ১০ রানেই প্যাভিলিয়নে ফিরে যান ঋদ্ধিমান সাহা। পরেই অধিনায়ক পান্ডিয়া ২০ বলে ২৬ রান করে হার্ষিত রানার বলে আউট হয়ে যান। ৩৫ বলে ৪৯ বানিয়ে নারিনের বলে প্যাভিলিয়নে ফিরে যান শুভমান গিল (Shubman Gill)। তবে, ব্যাটিং করতে এসে বেশ অসাধারণ ব্যাটিং করতে দেখা যান বিজয় শংকরকে। বরুণ চক্রবর্তীকে একেবারে নাজেহাল করে দেন শঙ্কর। ২৪ বলে ৫১ রান করেন বিজয় শঙ্কর ও ১৮ বলে ৩২ রান করেন ডেভিড মিলার এবং ৭ উইকেটে জয়লাভ করে গুজরাট দল।  ম্যাচের সেরা হন জশুয়া লিটিল।

ম্যাচ জিতে খুশি হার্দিক

ম্যাচ জিতে বেশ খুশি হার্দিক। মন্তব্য করে বলেন, “নূর ও লিটিল আমাদের খেলায় ফিরিয়ে এনেছিল এবং আমাদেরকে খেলায় রেখেছিল, কারণ গুরবাজ যেভাবে ব্যাটিং করছিল তাতে অন্যকিছু হতে পারতো। আমরা ভাল বল করেছি, তবে অনেক দিন ধরে আমি একজন ব্যাটারকে এমন দৃঢ় বিশ্বাস এবং স্বচ্ছতার সাথে খেলতে দেখলাম। ৩৯ বলে ৮১ করার পরেও এই পিচে ১৮০ হয়েছে তো আমরা ঠিক ঠাকই করেছি। আমরা জানি যে খেলাটি জিততে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে, এটাই নম্রতা যা আমাদের ধরে রেখেছে। সবাই প্রস্তুত, দলের জন্য কিছু না কিছু করতে চায়। বিজয় শঙ্কর ফিটার, আরও আত্মবিশ্বাসী এবং তিনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করেছেন তা দুর্দান্ত। সামনের দিকে, আপনি বিজয় শঙ্করের থেকে অনেক কিছু দেখতে পাবেন। আমি সবসময় বিশ্বাস করি যে ভালো ছেলেরা ভালো জায়গায় যাবে। আমি বেশ খুশি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *