IPL 2023: "চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা...", গুজরাটকে পরাস্ত করে ফাইনালে যাওয়া চেন্নাইকে নিয়ে হুল্লোড় টুইটারে !! 1

IPL 2023: চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটানসকে হারিয়ে দশমবারের মতো আইপিএলের ফাইনালে উঠেছে। চেন্নাই ১৫ রানে জিতেছে। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই দল দারুণ কামব্যাক করেছে। এমনকি গত মৌসুমে প্লে-অফেও পৌঁছাতে পারেননি তিনি। ধোনির নেতৃত্বে, দলটি এখন পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামবে। অন্যদিকে এই হারের পরও অপরাজিত গুজরাট। দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ পাবেন তিনি। তিনি আহমেদাবাদে ২৬ মে কোয়ালিফায়ার-২ খেলবেন। সেখানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স বা লখনউ সুপার জায়ান্টসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার (২৪ মে) মুম্বাই ও লখনউয়ের মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জয়ী দল যাবে কোয়ালিফায়ার-২-এ।

চেন্নাইয়ের ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট দল নিয়মিত বিরতিতে উইকেট হারায়। এর খেসারত তাকেই বহন করতে হয়েছে। গুজরাটের হয়ে শুভমান গিল ৩৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। শেষ ওভারে রশিদ খান দ্রুত রান দিলেও দলকে জেতাতে পারেননি। ১৬ বলে ৩০ রান করেন রশিদ। দাসুন শানাকা ১৭, বিজয় শঙ্কর ১৪ এবং ঋদ্ধিমান সাহা ১২ রান করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া আট, মহম্মদ শামি পাঁচ, ডেভিড মিলার চার ও রাহুল তেওয়াতিয়া তিন রান করে আউট হন। নূর আহমেদ অপরাজিত সাত রান করেন। খাতা খুলতে পারেননি দর্শন নলকান্দে। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন দীপক চাহার, মহিষ তিক্ষানা, রবীন্দ্র জাদেজা ও মাথিশা পাথিরানা। তুষার দেশপান্ডে একটি ব্রেকথ্রু পান।

দেখুন টুইট চিত্র:

https://twitter.com/IMHimanshu_Raj/status/1661073521714561025?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *