বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2023) ১৬ তম বর্ষ। আপাতত শেষের দিকে চলে এসেছে খেলা। আজকের দুটি ম্যাচ বিচার করবে প্লে অফে পৌঁছানো শেষ দলটিকে। আপাতত আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আজকের ম্যাচে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে এসে বেশ ভালো শুরু করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে দলের হয়ে প্রথম বারের জন্য ওপেনিং করতে এসেছেন বিভ্রান্ত শর্মা (Vivrant Sharma) ও মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)। প্রথম থেকেই বেশ ভালো পারফরমেন্স করতে দেখা যাচ্ছে দুজনের থেকেই। এই আইপিএলে একেবারেই ছন্দে দেখা যাচ্ছিল না মায়াঙ্ক আগারওয়ালকে।
তবে, আজকের ম্যাচে অসাধারণ দুটি অর্ধশতরান করলেন দুই ওপেনারই। ৪৭ বলে ৬৯ রান বানিয়ে আকাশ মাডওয়ালের (Akash Madwal) বলে প্যাভিলিয়নে ফেরেন বিভ্রান্ত। এরপর আজকের ম্যাচে জ্বলে ওঠা মায়াঙ্ক আগারওয়ালকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ৪৬ বলে ৮৩ রান করেন তিনি। তবে, দুজনে আউট হতে খুব বেশি রান বানাতে পারেনি হায়দ্রাবাদ দল। ১৩ বলে ১৮ বানিয়ে আকাশের বলে বোল্ড হন ইনফর্ম ক্লাসেন। এছাড়া গ্লেন ফিলিপসকে (Glenn Philips) আউট করেন জর্ডান (Chris Jordan), ৭ বলে ১৩ রান করেন মার্করাম (Aiden Markram)। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে হায়দ্রাবাদ। আবার একবার ২০০’র গন্ডি অতিক্রম করে সমাজ মাধ্যমে ট্রল হলো MI পল্টন।
দেখেনিন টুইট
Waah Ambani ji #MIvsSRH pic.twitter.com/EtBf63VVGA
— NARSA RATHORE🥳 (@Villain_773) May 21, 2023
Harry Brook have PSL talent 🥱#MIvsSRH pic.twitter.com/69m4untm2L
— Virat Kohli Worldwide (@ViratianTweets) May 21, 2023
Mayank Agarwal missed out on a much-deserved century. But he showed why he is so highly rated. Brilliant player. Brilliant innings. #MIvsSRH #IPL2023 pic.twitter.com/DlTK4zjxS4
— Ridhima Pathak (@PathakRidhima) May 21, 2023
Another find for MI💙🙏
Imagine Bumrah x Akash
🥵🥵🥵.#MIvsSRH pic.twitter.com/4ERuEu2qMS— KalyanDev (@Org_Gangster2) May 21, 2023
RCB outside Ambani Office
Before MI vs SRH Match..#MIvSRH #RCBvGT pic.twitter.com/cH4XZC5jqu— Parvez Alam (@ParvezA77493875) May 21, 2023
Mayank Agarwal 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ You brought a storm in Mumbai when everybody was concerned for the one in Bangalore. 😅 #MIvsSRH #IPL2023 pic.twitter.com/Yi8Uku0d5B
— Ridhima Pathak (@PathakRidhima) May 21, 2023
#MIvsSRH #RCBvGT
Ambani in last few overs 😏 pic.twitter.com/VfovNJQuQ4— Isha 🥀 (@Ishaverma70) May 21, 2023