IPL 2023 : "MI-এর নতুন বাপ হলো ভেঙ্কটেশ আইয়ার" মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আইয়ার !! 1

IPL 2023 : শুরু হয়েছে তৃতীয় সপ্তাহের প্রথম ম্যাচ, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে দলের হয়ে অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) । টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্কাই। আজকে টসে জেতার পাশাপশি দলে সুযোগ পেয়েছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। প্রথম ওভারেই বোলিং করার সুযোগ পান তিনি এবং অসাধারণ প্রথম ওভারে বোলিং করতে দেখা গেল।

অসাধারণ শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার

Venkatesh Iyer
Venkatesh Iyer

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ক্যামেরন গ্রিন (Cameron Green) প্যাভিলিয়নে পাঠিয়ে দেন নারায়ণ জগদীশন কে। এরপর ব্যাটিং করতে আসেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) যিনি আজকের ম্যাচে অসাধারণ ফর্মে দেখাচ্ছেন। তবে আজ স্পিনারের সামনে আবার ফ্লপ হয়েছেন রোহমানুল্লা গুরবাজ (Rahamanullah Gurbaj)। হৃত্বিক শোকিনের বলে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক রানা। রানা আউট হতে ব্যাটিং করতে আসেন শার্দূল। হার্ড হিটিং করতে গিয়ে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। যদিও আজকের ম্যাচে ১০৪ রান বানান আইয়ার। তবে অন্দ্রে রাসেল ব্যাতিত অন্য কোনো ব্যাটসম্যান ২০ টপকাতে পারেনি। আজকের ম্যাচটি বলাই যায় কলকাতা বনাম মুম্বই মুম্বই বনাম ভেঙ্কটেশ আইয়ার হলো। ১৫ বছর পর KKR-এর কোনো প্লেয়ার দ্বিতীয় শতরান করলো আজকে। ২০ ওভার ব্যাটিং করে ১৮৪ রান করেছে KKR। তবে আইয়ারের সেঞ্চুরির পর সোশ্যাল মিডিয়া জুড়ে আইয়ার ট্রেন্ডিং।

দেখেনিন টুইট

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *