IPL 2023, DC vs PBKS, MATCH NO-59, PREVIEW: শেষবিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত দিল্লী, আজ প্লে-অফের দৌড়ে টিকে থাকার পরীক্ষা পাঞ্জাবের !! 1

IPL 2023: ফাইনাল ল্যাপে এসে পৌঁছেছে আইপিএলের ষোড়শ মরসুমের লীগ পর্ব। ৫৯তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ১১ ম্যাচের মধ্যে ৪টি জয় এবং ৭ হার নিয়ে তালিকার সবার শেষে রয়েছে দিল্লী। মরসুমের শুরুতে পরপর পাঁচ ম্যাচ হারলেও পরের পাঁচটিতে চার জয় নিয়ে আশা জাগিয়েছিলেন ডেভিড ওয়ার্নাররা। এরপর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার ফের সেই স্বপ্নের সলিল সমাধি ঘটিয়েছে। অঙ্কের হিসেবে এখনও প্লে-অফে পৌঁছানোর সুযোগ থাকলেও মোটামুটি প্রতিযোগিতা থেকে ছিটকেই গিয়েছে দিল্লী। অন্যদিকে পাঞ্জাব রয়েছে লীগ তালিকার অষ্টম স্থানে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। আজ জিতলে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে আসার সুযোগ রয়েছে শিখর ধাওয়ানদের সামনে। প্লে-অফের দৌড়ে থাকতে আজ জয় ছাড়া তাই কিছুই ভাবছে না পাঞ্জাব কিংস।

ব্যাটিং সমস্যা চলতি মরসুমে বারবার ভুগিয়েছে দিল্লীকে। বিশেষ করে মিডল অর্ডারে ঋষভ পন্থের না থাকা ক্যাপিটালস শিবিরের ব্যর্থতার অন্যতম কারণ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার মরসুমের শুরুর কয়েকটি ম্যাচে রান পেলেও প্রতিযোগিতা এগোনোর সাথে সাথে ভুগেছেন রান খরায়। পৃথ্বী শ-এর ব্যাটে রানের রোশনাই দেখা না যাওয়ায় ওয়ার্নারের ওপেনিং পার্টনার হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। দুটি অর্ধশতকও করেছেন তিনি। আজ সবকিছু ঠিক থাকলে তিনিই ওপেন করবেন দিল্লীর হয়ে। ব্যাট হাতে অফ ফর্ম খানিক কাটিয়ে উঠেছিলেন মিচেল মার্শ। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে অল্প রানে আউট হতে হয় তাঁকেও। দিল্লীর ব্যাটিং অর্ডারে আজ থাকতে পারেন মনীশ পান্ডে এবং রাইলি রুশোও। চলতি মরসুমে বারবার দিল্লীর ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে অক্ষর প্যাটেলকে। ব্যাটিং অর্ডারে তাঁকে নীচের দিকে নামানো হচ্ছে কেনো? সেই নিয়ে সরব হয়েছেন সমর্থকেরা। আজ তিনি কত নম্বরে ব্যাট করেন তা জানতে আগ্রহ থাকবে। বাইরেই এনরিখ নর্খিয়া। ঈশান্ত শর্মার নেতৃত্বে পেস বিভাগ সামলাবেন মুকেশ কুমার, খলিল আহমেদরা। স্পিন বোলিং-এর ঝাঁঝ বাড়াতে কুলদীপের সাথে দেখা যাবে ললিত যাদব এবং অক্ষর প্যাটেলকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

শুরুটা ভালো করেও মরসুমের মাঝামাঝি জায়গায় এসে পা পিছলেছে পাঞ্জাব কিংসের। শেষ দুই ম্যাচে তারা হেরেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। চোট সারিয়ে ফিরে রানের মধ্যে নেই অধিনায়ক ধাওয়ান। আজ জয়কাব্য লিখতে শিখরের বড় ইনিংস খেলা অত্যন্ত প্রয়োজন। প্রভসিমরণ সিং এবং জিতেশ শর্মা-এই দুই ভারতীয় তরুণ চলতি মরসুমে পাঞ্জাবের জার্সিতে বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন, আজ বড় পরীক্ষা তাঁদেরও। একই সাথে পরীক্ষা লিয়াম লিভিংস্টোনের। ইংল্যান্ডের তারকা এখনও অবধি মাত্র একটি ধুন্ধুমার ইনিংস খেলেছেন। আজ কোটলার বাইশ গজে লিভিংস্টন শো-এর অপেক্ষায় পাঞ্জাব সমর্থকেরা। দিল্লীতে বল পচে পড়ে মন্থর গতিতে ব্যাটে আসতে সেখা গিয়েছে। এখানে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা। রাহুল চাহার এবং হরপ্রীত ব্রারের পারফর্ম্যান্সের ওপর নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

IPL ম্যাচের ক্রীড়াসূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং ৫৯

তারিখ ১৩/০৫/২০২৩

ভেন্যু অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময় সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)

Arun Jaitley Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Arun Jaitley Stadium | IPL 2023 | image: Twitter
DC will take on PBKS on Saturday at Arun Jaitley Stadium

শনিবার দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। এই মাঠের বাইশ গজ সাধারণত বেশ মন্থর হয়, যা ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। দিল্লীতে স্পিনাররা সাধারণত উইকেট থেকে সহায়তা পেয়ে থাকেন। দেশের অন্যতম পুরনো এই স্টেডিয়াম বিখ্যাত ছিলো ফিরোজ শাহ কোটলা নামে। সম্প্রতি এই মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। দুটি আন্তর্জাতিক টি-২০ এবং ৮৬টি আইপিএল ম্যাচ আয়োজন করেছে অরুণ জেটলি স্টেডিয়াম। এবার ৭টি আইপিএল ম্যাচ আয়োজন করার কথা রয়েছে এই মাঠে।

৮৭টি ম্যাচের মধ্যে ৩৬টিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৪৯বার। ২টি খেলায় কোনো ফলাফল পাওয়া যায় নি। এক ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব দিল্লী ক্যাপিটালসের। কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস)-এর বিপক্ষে ২০১১ সালে ২০ ওভারে ২৩১ রান তুলেছিলো তারা। সর্বনিম্ন রান করার রেকর্ডটিও রয়েছে দিল্লীরই নামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৭ সালে ৬৬ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। তবে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫ রানের আশেপাশে থাকে। ১৭০ বা ১৭৫ জয়সূচক রান হতে পারে।

দিল্লীর মাঠের পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাট করে জয়ের থেকে রান তাড়া করেই এখানে জয়ের সংখ্যা বেশী। চলতি আইপিএলেও যে চারটি ম্যাচ এখানে খেলা হয়েছে সেখানে ৩টিতে পরে ব্যাট করেই এসেছে। হোম টিমের বিরুদ্ধে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লী জয় পেয়েছে কলকাতার বিরুদ্ধে। পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিতে পারেন।

Delhi Weather Forecast-

Delhi Weather | IPL 2023 | image: Twitter
Rain will not play spoilsport during DC vs PBKS on Sarurday

দিল্লী ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি আয়োজিত হতে চলেছে শনিবার। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ মেঘলা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনাও তেমন বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ১৪ শতাংশ। খেলার সময় ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।

Live Streaming Details-

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

দুই দলের সম্ভাব্য একাদশ-

দিল্লী ক্যাপিটালস-

Delhi capitals | IPL 2023 | image: twitter

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট, মিচেল মার্শ, মনীশ পান্ডে, রাউলি রুশো, অক্ষর প্যাটেল, রিপল প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, ঈশান্ত শর্মা, মুকেশ কুমার।

পাঞ্জাব কিংস-

PBKS | IPL 2023 | image: Twitter

প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, স্যাম কারান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং, নাথান এলিস।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *