IPL 2023: আইপিএলে এবার সপ্তাহের মাঝেও জোড়া ম্যাচের উত্তেজনা উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তেরা। বৃহস্পতিবার রয়েছে দুটি খেলা। দিনের দ্বিতীয় খেলায় অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালস (DC) খেলবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে। আইপিএলে দুই দলেরই এবার অবস্থা টালমাটাল। প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতে সমর্থকদের মধ্যে আশার সঞ্চার ঘটিয়েছিলেন নাইট তারকারা, কিন্তু সানরাইজার্স এবং মুম্বইয়ের বিরুদ্ধে পরপর হার তাদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। অন্যদিকে দিল্লীর (DC) হাল আরও খারাপ। এখনও অবধি পাঁচ ম্যাচ খেলেছে তারা। পাঁচটিতেই জুটেছে হার। বৃহস্পতিবার প্রথম জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপানো ছাড়া উপায় নেই ওয়ার্নারদের।
প্রথম পাঁচ ম্যাচে দিল্লী ক্যাপিটালসের (DC) ভিলেন হিসেবে দেখা দিয়েছে ব্যাটিং। অধিনায়ক ওয়ার্নার ছাড়া ধারাবাহিক রানের মধ্যেই নেই কেউই। ওয়ার্নার তিনটি অর্ধশতক করলেও তাঁরও স্ট্রাইক রেট নিয়ে রয়েছে প্রশ্ন। মিচেল মার্শ (Mitchell Marsh), রোভম্যান পাওয়েল (Rovman Powell), রাইলি রুশোদের (Rilee Rossouw) মত নামী বিদেশী ক্রিকেটার থাকলেও আইপিএলের মঞ্চে ব্যাট হাতে এখনও সাফল্য পান নি কেউই। দেশীয় তারকাদের মধ্যেও অক্ষর প্যাটেল ছাড়া আগ্রাসী ব্যাটিং দেখা যায় নি কারও থেকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন মনীশ পাণ্ডে (Manish Pandey)। নিজের পুরনো দল কলকাতার বিরুদ্ধেও তিনি সেই ফর্ম ধরে রাখবেন। এমনটাই আশা করছে দিল্লী (DC) শিবির। ওপেনিং করতে নেমে প্রথম পাঁচ ম্যাচে চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী শ (Prithvi Shaw)। কোচ রিকি পন্টিং হয়ত কলকাতার (KKR) বিরুদ্ধে শেষ সুযোগ দিয়ে দেখবেন তাঁকে। তবে ম্যাচে এক্স-ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে দিল্লী বোলিং’কে। নর্খিয়ার গতির মোকাবিলা নীতিশ রানারা কেমন করে করেন সেদিকে নজর থাকবে। পাশপাশি দিল্লীর পিচে স্পিনের জাদু দেখাতে মুখিয়ে থাকবেন অক্ষর-কুলদীপরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দিল্লীর বিরুদ্ধে নামার আগে ওপেনিং সমস্যা মেটানোর কথা ভাবতে হচ্ছে কলকাতাকে (KKR)। বেশ কিছু ওপেনিং জুটি মাত্র পাঁচ ম্যাচের মধ্যেই ব্যবহার করে দেখা হয়ে গিয়েছে কলকাতা’র। ধারাবাহিক সাফল্য দিতে পারেন নি কেউই। দিল্লির বিরুদ্ধে আফগানিস্তানের গুরবাজের (Rahamanullah Gurbaz) বদলে বাংলাদেশের লিটন দাসকে (Litton Das) জায়গা দিতে পারে নাইট শিবির। দিল্লীর ঘরের ছেলে নীতিশ রানার (Nitish Rana) দিকেও তাকিয়ে থাকবে তারা।। রানের সন্ধানে রানার ব্যাটেই আস্থা রাখছে বেগুনি-সোনালী শিবির। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। নজর থাকবে তাঁর দিকেও। দিল্লির পিচে বরাবরই স্পিন দেখা যায়। ক্যাপিটালস (DC) বাহিনীর বেহাল ব্যাটিংকে আরও বিপর্যয়ের মুখে ফেলতে কলকাতার তাস হতে পারে তাদের তিন স্পিনার। অরুণ জেটলি স্টেডিয়ামে সুনীল নারাইন (Sunil Narine), বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) সাথে দিল্লী বধে ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারেন তরুণ সুয়শ শর্মা (Suyash Sharma)।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
IPL ম্যাচের ক্রীড়াসূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং– ২৮
তারিখ– ২০/০৪/২০২৩
ভেন্যু– অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী
সময়– সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)
Arun Jaitley Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

বৃহস্পতিবার দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। এই মাঠের বাইশ গজ সাধারণত বেশ মন্থর হয়, যা ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। দিল্লীতে স্পিনাররা সাধারণত উইকেট থেকে সহায়তা পেয়ে থাকেন। দেশের অন্যতম পুরনো এই স্টেডিয়াম বিখ্যাত ছিলো ফিরোজ শাহ কোটলা নামে। সম্প্রতি এই মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। দুটি আন্তর্জাতিক টি-২০ এবং ৮০টি আইপিএল ম্যাচ আয়োজন করেছে অরুণ জেটলি স্টেডিয়াম। এবার ৭টি আইপিএল ম্যাচ আয়োজন করার কথা রয়েছে এই মাঠে।
৮০টি ম্যাচের মধ্যে ৩৫টিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৪৭ বার। ২টি খেলায় কোনো ফলাফল পাওয়া যায় নি। এক ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব দিল্লী ক্যাপিটালসের। কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস)-এর বিপক্ষে ২০১১ সালে ২০ ওভারে ২৩১ রান তুলেছিলো তারা। সর্বনিম্ন রান করার রেকর্ডটিও রয়েছে দিল্লীরই নামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৭ সালে ৬৬ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। তবে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫ রানের আশেপাশে থাকে। ১৭০ বা ১৭৫ জয়সূচক রান হতে পারে।
দিল্লীর মাঠের পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাট করে জয়ের থেকে রান তাড়া করেই এখানে জয়ের সংখ্যা বেশী। চলতি আইপিএলেও যে দুটি ম্যাচ এখানে খেলা হয়েছে সেখানে পরে ব্যাট করেই জয় পেয়েছে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। পরিসংখ্যান মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্তই নিতে পারেন।
Delhi Weather Forecast-

দিল্লী ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি আয়োজিত হতে চলেছে মঙ্গলবার। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ভোর দুপুরের দিকে খানিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৩৩ শতাংশ। খেলার সময় ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।
Live Streaming Details-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
দুই দলের সম্ভাব্য একাদশ-
দিল্লী ক্যাপিটালস-
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, মনীশ পান্ডে, ললিত যাদব, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এনরিখ নর্খিয়া, চেতন সাকারিয়া, মুকেশ কুমার।
কলকাতা নাইট রাইডার্স-
লিটন দাস, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, লকি ফার্গুসন।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023