IPL 2023: বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর ফের একবার নিজেদের ঘরের মাঠ চিপকে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK)। শুক্রবার চেন্নাই বনাম হায়দ্রাবাদ ম্যাচে দর্শকাসনে ফের একবার হলুদ ঝড় ওঠার সম্ভাবনা। গত বারের ব্যর্থতা ঝেড়ে ফেলে এই বছর বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছে চেন্নাই। গুজরাতের কাছে হেরে মরসুম শুরু করলেও সামলে নিয়েছে তারা। জিতেছে তিনটি ম্যাচ। রাজস্থানের (RR) বিরুদ্ধে শেষ মুহূর্তের হার দলীয় পারফর্ম্যান্সে বিশেষ অভিঘাত সৃষ্টি করে নি। কনওয়ে, রাহানে, শিবম দুবে হোন বা ঋতুরাজ্, জাদেজা-দলে প্রচুর ম্যাচ উইনার রয়েছে তাদের। সেই কারণেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মুখোমুখি হতে চলেছে চেন্নাই।
সানরাইজার্সকে গোটা মরসুম ভোগাচ্ছে ব্যাট হাতে তাদের ধারাবাহিকতার অভাব। এখনও অবধি মায়াঙ্ক আগরওয়াল মুম্বইয়ের বিরুদ্ধে একটি মন্থর ৪৮ রানের ইনিংস ছাড়া কোনোরকম যোগদান রাখতে পারেন নি। পাশাপাশি হ্যারি ব্রুককে (Harry Brook) নিয়ে আশা রেখেছিলেন ‘অরেঞ্জ আর্মি’ সমর্থকেরা। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে রান পেয়েছেন তিনি। রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), এইডেন মার্করামদের (Aiden Markmram) মত অভিজ্ঞ ব্যাটাররাও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। টপ-অর্ডার হোক বা মিডল অর্ডার বেশ নড়বড়ে দেখাচ্ছে সানরাইজার্স ব্যাটিংকে (SRH)। ডেথ বোলিং-এর দুর্বলতাও বেশ নজরে পড়েছে প্রথম পাঁচটি ম্যাচে। চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ফাঁকফোকরগুলি দ্রুত মেরামত না করলে চাপে পড়তে হতে পারে সানরাইজার্সকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
চলতি মরসুমে এখনও অবধি চেন্নাইকে (CSK) ভরসা যুগিয়েছে তাদের ব্যাটিং। কোনো এক বা দুই ক্রিকেটার নয়, ব্যাট হাতে অবদান রেখেছেন অনেকেই। কখনও ঋতুরাজ (Ruturaj Gaikwad), কনওয়ে, কখনও আবার রাহানে (Ajinkya Rahane) বা শিবম দুবেকে দেখা গিয়েছে ত্রাতার ভূমিকায়। লোয়ার অর্ডারে ধোনি বা জাদেজারাও দ্রুত গতিতে রান তুলেছেন এই আইপিএলে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন অম্বাতি রায়ডুও (Ambati Rayudu)। শুক্রবারও চেন্নাই রান তাড়া করার সুযোগ পেলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন তিনিই। তবে প্রথমে ব্যাট করতে হলে দ্বিতীয় ইনিংসে চেন্নাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন আকাশ সিং। বেঙ্গালুরু ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করে জাত চিনিয়েছেন তিনি। সূত্রের খবর চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ বেন স্টোকস (Ben Stokes)। যা নিঃসন্দেহে খুশির খবর চেন্নাইয়ের জন্য। তবে সম্ভবত সানরাইজার্সের বিরুদ্ধে স্টোকসকে বাইরে রেখেই মাঠে নামবেন ধোনিরা (MS Dhoni)। সানরাইজার্সের ব্যাটিং বিভাগে জমাটবদ্ধতার অভাব তুখড় গেম-রিডার ধোনির নজর এড়িয়েছে এমনটা হতে পারে না। তাদের ব্যাকফুটে ঠেলে দিতে বল হাতে মাথিশ প্রতিরাণা, তুষার দেশপাণ্ডেদের কাঁধে বড় দায়িত্ব তুলে দিতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK)।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
IPL ম্যাচের ক্রীড়াসূচি-
চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রাজস্থান রয়্যালস (RR)
ম্যাচ নং– ২৯
তারিখ– ২১/০৪/২০২৩
ভেন্যু– এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়– সন্ধ্যে ৭:৩০ (ভারতীয় সময়)
MA Chidambaram Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনিরা। এই মাঠে বরাবরই ব্যাটাররা সাহায্য পেয়ে থাকেন। সাধারণত উইকেট শুকনো ও শক্ত থাকে। যত খেলা গড়ায় পিচ ভাঙতে শুরু করে। ফলে কার্য্যকরী হয়ে ওঠেন স্পিনাররা। চেন্নাইয়ের উইকেটে ঘাসের পরত দেখার সম্ভাবনা বিশেষ নেই। এই মাঠে এখনও অবধি দুটি মাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে। আয়োজিত হয়েছে ২২টি একদিনের ম্যাচও।
আইপিএলে ৬৯টি ম্যাচ আয়োজনের দায়িত্ব এখনও অবধি পেয়েছে চিপক স্টেডিয়াম। এর মধ্যে প্রথমে ব্যাট করে এসেছে ৪২টি জয় আর রান তাড়া করে জয় এসেছে ২৭ বার। মাঠে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর করার কৃতিত্ব সুপার কিংসদেরই। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪৬ রান করেছিলো তারা। এক ইনিংসে সর্বোচ্চ স্কোর মুরলী বিজয়ের (১২৭)। সেরা বোলিং পরিসংখ্যানের মালিক কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল (৫/১৫)।
টি-২০ ক্রিকেটে চেন্নাইয়ের মাঠের গড় স্কোর প্রথম ইনিংসে ঘোরাফেরা করে ১৬২ রানের আশেপাশে। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৪৮ রান। এই মাঠের হার-জিতের পরিসংখ্যানের দিক থেকে টসে জিতে প্রথমে ব্যাটিং করা সুবিধাজনক মনে হলেও সম্ভবত প্রথমে প্রতিপক্ষকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানাতে পারেন টসজয়ী অধিনায়ক।
Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। বুধবার অর্থাৎ ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সকালের দিনে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ যেহেতু সন্ধ্যায়, খেলায় তার কোনো প্রভাব না পড়ারই সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬৮ শতাংশের কাছাকাছি। যা অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচের দিন ২৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে।
Live Streaming Details-
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের টিভিস্বত্ব ২৩৫৭৫ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে ডিজনি-স্টার সংস্থা। টেলিভিশনের পর্দায় আইপিএল দেখতে নজর রাখতে হবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। আইপিএলের ডিজিটাল রাইটস ২০২৩-২০২৭ মরসুমের জন্য ২৩৭৫৮ কোটি টাকায় কিনে নিয়েছে ভায়াকম ১৮ সংস্থা। জিও সিনেমা অ্যাপে যে কোনো স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেটের পর্দায় দেখা যাবে আইপিএল। এর জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না ক্রিকেটপ্রেমীদের।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়
মিডল অর্ডার- অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ডু
ফিনিশার- মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা
বোলার- মাথিশা প্রতিরানা, মহেশ তীক্ষণা, তুষার দেশপাণ্ডে
উইকেটরক্ষ- মহেন্দ্র সিং ধোনি
সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের (CSK) সম্ভাব্য একাদশ-
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/ উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মাথিশা প্রতিরানা, মাহিশ তীক্ষণা, তুষার দেশপান্ডে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023