IPL 2023 : চেন্নাইয়ের ব্যাটিংয়ের সামনে টিকতে পারলো না KKR, ৪৯ রানে ম্যাচ জিতলো CSK !! 1

বেশ জমে উঠেছে আইপিএল ২০২৩- (IPL 2023) এর মরশুম। ইতিমধ্যে পুরানো ছন্দে ফিরে এসেছে কামব্যাক সুপার কিংস বা চেন্নাই সুপার কিংস। গতকাল এক জমজমাট ম্যাচের সূচনা হয়েছিল ইডেন গার্ডেন্সের ময়দানে। গতকাল ম্যাচে টস জেতেন ঘরোয়া অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) ও ব্যাটিং করার জন্য আহবান জানান চেন্নাই সুপার কিংসকে। ব্যাটিং করতে এসে ২৩৫ রানের দুরন্ত নক খেলে চেন্নাই দল। যদিও কলকাতা দল তাদের জয়ের থেকে ৪৯ রান দূরে থেকে যায়।

অসাধারণ সূচনা দেয় CSK ওপেনাররা

গতকাল ম্যাচে ওপেনিং করতে এসেছিলেন ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad) এবং ডেভন কনওয়ে (Devon Conway)। কলকাতা বোলারদের ময়দানের এপার থেকে ওপারে পাঠাতে শুরু করে দেন এই দুই প্রতিভাবান প্লেয়ার।

প্রথম উইকেট হারায় CSK

সুয়াশ শর্মার ফিরকির কোনো উত্তর ছিল না ঋতুরাজের কাছে। উইকেট হারিয়ে ফেলেন তিনি, ৭.৩ ওভারে ৭৩ রানের পার্টনারশিপ ভেঙে দেন সুয়াশ এবং অন্যদিকে ২০ বলে ৩৫ বানানো ঋতুরাজ প্যাভিলিয়নের পথ দেখেন।

ফর্ম অব্যহত রাখলেন রাহানে

Ajinkya Rahane
Ajinkya Rahane

ঋতুরাজ আউট হলেও সমস্যার মুখে পড়েনি CSK। অসাধারণ প্রদর্শন দেখাচ্ছেন এবছর রাহানে। মুম্বইয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ার পরই যেন রাহানের দ্বিতীয় ভার্সান দেখা যাচ্ছে। রাহানে মারমূখী হওয়ার পর ৪০ বলে ৫৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

দুবে-রাহানে ঝড় তোলেন ইডেনে

Shivam Dube
Shivam Dube

কনওয়ে আউট হলেও সমস্যার মুখে পড়তে হয়নি CSK কে। মিডিল ওভারে রাহানের সাথে জুটি বেঁধে ৮৫ রানের পার্টনারশিপ করেন দুজন। মাত্র ২১ বলে ৫০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান দুবে।

রাহানে-জাদেজা প্রয়জনীয় রানে পৌঁছে দেয়

দুবে আউট হওয়ার পর মাঠে উপস্থিত সবাই চেয়েছিল ধোনির উপস্থিতি কিন্তু মাঠে নামেন জাদেজা। ৮ বলে ১৮ রানের দ্রুত ইনিংস খেলেন জাদেজা ও অন্যদিকে ২৯ বলে ৭১ রান বানিয়ে চেন্নাইয়ের রান সংখ্যা পৌঁছে দেয় ২৩৫ এ।

পাওয়ার প্লেতেই উইকেট হারায় KKR

গতকাল বড় রান তাড়া করার জন্য ব্যাটিং করতে এসেছিলেন নারায়ণ জগদিশন ও সুনীল নারিন। দুজনেই ছিলেন ফ্লপ। নারিন খাতা খুলতে ব্যার্থ হন ও অন্যদিকে ১ রান বানান জগদীশন। ১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে KKR ওপেনাররা।

একেরপর এক উইকেটের পতন ঘটে KKR-এর

পাওয়ার প্লের ব্যাবহার করতে ব্যর্থ হয় KKR। পাশাপশি ইনফর্ম ভেঙ্কটেশ আইয়ার ২০ বলে ২০ এবং নীতিশ রানা ২০ বলে ২৭ বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর লম্বা রান চেজে সমস্যায় পড়ে KKR।

ছন্দ দেখালেন রয়-রিঙ্কু

Jason roy
Jason Roy

যখনই জেতার প্রত্যাশা প্রায় শেষ তখন ই ফাইট ব্যাকের আশা দেখান জেসন রয় ও রিঙ্কু সিংহ। আসেন ২৬ বলে ৬১ রান করেন রয়। তবে ১৪.৩ ওভারে মহিষ তিকশনার বলে প্যাভিলিয়নে ফিরে যান রয় ।

একেরপর এক উইকেট হারাতে থাকে KKR

রয় আউট হওয়ার পর সমস্যার সম্মুখীন হয় কলকাতা নাইট রাইডার্স। একেরপর এক উইকেট হারাতে থাকে কলকাতা। ৬ বলে ৯ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাসেল, ২ বলে ১ বানান ডেভিড ভিসা ও ৪ বলে ৪ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখে উমেশ। দলের হয়ে ৩৩ বলে ৫৩ রান  করেন রিঙ্কু। ৪৯ রানা ম্যাচ যেতে CSK।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *