Ipl 2023
CSK VS DC

আজ আইপিএলের (IPL 2023) ৫৫ তম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছে দিল্লী ক্যাপিটালসের। লীগ তালিকায় দুই দলের কথা বলতে গেলে, একটি দল আপাতত ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তো ৮ পয়েন্ট নিয়ে তালিকায় একেবারে নিচের স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। হয়েছেনচেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে মহেন্দ্র সিং ধোনির CSK। আজকের ম্যাচে টস জেতেন ধোনি ও ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের স্লো উইকেটে আজকে নিজেরাই প্রথমের দিকে সমস্যার মুখে পড়ে চেন্নাই দল। প্রথমে ব্যাটিং করতে এসে ১৩ বলে ১০ রান বানিয়ে অক্ষর প্যাটেলের বলে প্যাভিলিয়নের ফেরেন ডেভন কনওয়ে।

২৭ বলে ম্যাচ জিতলো CSK

১৮ বলে ২৪ রান করেন ঋতুরাজ গাইকোয়ার্ড এবং প্যাভিলিয়নে ফেরেন অক্ষরের বলেই। পাশাপাশি ইনফর্ম অজিঙ্কা রাহানে ২০ বলে ২১ ললিত যাদবের বলে আউট হয়ে যান। ১২ বলে ২৫ রানের অসাধারণ ইনিংস খেলেন এবং মিচেল মার্সের বলে আউট হয়ে যান। ১৭ বলে ২৩ রান করে খলিল আহমেদের বলে আউট হন রাইডু। শেষ ২ ওভারে জাদেজা ও ধোনি দেখান কামাল। ১৬ বলে ২১ রান করেন জাদেজা ও ৯ বলে ২০ রান করেন এম এস ধোনি। আজকের ম্যাচে ৩ উইকেট নিলেন মার্স এবং ২ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান করতে সক্ষম হয়েছে চেন্নাই সুপার কিংস।

জবাবে ব্যাটিং করতে এসে দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। বড় শট মারার চেষ্টায় ১১ বলে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিলিপ সল্ট। ভুল বোঝাবুঝিতে প্যাভিলিয়নে ফেরেন মিচেল মার্স। রিলি রুশো ও মনীষ পাণ্ডে বেশ ভালো পার্টনারশিপ গড়ছিলেন কিন্তু পথিরানার তীক্ষ ইয়র্কার’এর জবাব ছিল না পান্ডের কাছে এবং ২৯ বলে ২৭ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপর প্যাভিলিয়নে ফেরেন রিলি রুশো। ৩৭ বলে ৩৫ করেন তিনি। দলের হয়ে আবার একবার ভালো ফর্ম দেখালেন অক্ষর প্যাটেল। ১২বলে ২১ রান বানিয়ে ছক্কা মরার প্রচেষ্টায় পথিরানার বলে প্যাভিলিয়নে ফেরেন। ২০ ওভারে ১৪০ রান বানাতে সক্ষম হয় দিল্লি দল। ২৭ রানে আজকের মূল্যবান ম্যাচ জিতে নিলো চেন্নাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *