Russell injured ipl 2023

বেশ জমে উঠেছে আইপিএল (IPL 2023) আজ কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স এ শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মহামূল্যবান এক ম্যাচ। আজকের ম্যাচের জন্য কলকাতার অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) টস জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তবে হায়দ্রাবাদ দলের অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) টস হেরে বেশ খুশি তার কারণ হলো, আজকের ম্যাচে দুরন্ত একটি নক খেলেছেন ইংলিশ প্লেয়ার হ্যারি ব্রুক (Harry Brook)। এই আইপিএলে প্রথম শতরান করলেন ব্রুক।

তবে কলকাতা দলের হয়ে আবার প্রদর্শন দেখালেন সেই চির পরিচিত আন্দ্রে রাসেল (Andre Russell)। প্রথম ওভারেই তিনি দুটি উইকেট তুলে নেন এবং ডেথ ওভারে এসে আবার একটি উইকেট তুলে নেন তবে দুঃখজনকভাবে তিনি তার হ্যামস্টিং সমস্যা নিয়ে মাঠ ছেড়েছেন। বোলিং করতে এসে ২.১ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাসেল। ১৯ তম ওভারে বোলিং করতে এসে সমস্যার মুখে দেখা যায় তাকে। প্রথম বলেই উইকেট নিয়ে ফিজিওকে ডাক দেন রাসেল এবং মাঠ ছাড়েন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আজকের ম্যাচে এগিয়ে SRH

Harry Brook
Harry Brook

ব্যাটিং করতে এসে হ্যারি ব্রুকের (Harry Brook) সাথে অসাধারণ পাওয়ার হিটিং করতে থাকেন অধিনায়ক মার্করাম। ২টি চার ও ৫ ছক্কা হাঁকিয়ে ৫০ রানে পৌঁছেই বরুণ চক্রবর্তীর (Varun Chakarvarthy) বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে এরপর ব্যাটিং করতে আসেন অভিষেক শর্মা (Abhisekh Sharma), ব্রুক যখন ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তখন অভিষেক স্পিনারদের বিরুদ্ধে প্রহার করতে শুরু করে দেন। ১৭ বলে দ্রুত ৩২ বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান অভিষেক শর্মা। KKR-দলের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অন্দ্রে রাসেল। অন্যদিকে হ্যারি ব্রুক ৫৫ বলে ১০০ রান করে ২২৮ রানে পৌঁছে দিয়েছে সানরাইজার্স দলের রান সংখ্যা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *