IPL 2023, SRH vs RR, MATCH NO-04, Weather and Pitch Report: হায়দ্রাবাদ বনাম রাজস্থান ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? ম্যাচের ভাগ্য নির্ধারণে কতটা ভূমিকা নেবে পিচ? দেখে নিন এক ঝলকে !! 1

IPL 2023: শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের উৎসব। গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে পথচলা শুরু করেছে আইপিএলের ষোড়শ মরসুম। এবারের প্রতিযোগিতার প্রথম রবিবারে রয়েছে দুটি জমজমাট ম্যাচ। প্রথম খেলায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। দুই প্রাক্তন চ্যাম্পিয়নের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটবিশ্ব।

প্রথম মরসুমে ট্রফি জিতলেও তারপর অনেকগুলো বছর কোনো উল্লেখযোগ্য সাফল্য পায় নি রাজস্থান দল। গত মরসুমে জস বাটলারের ব্যাটে ভর করে ফাইনাল অবধি গেলেও শেষমেশ গুজরাত টাইটান্সের কাছে পরাজিত হয়ে খালি হাতেই ফিরতে হয়েছিলো রাজস্থানকে। এবার শেষ বাধাটুকু উপড়ে ফেলতে মরিয়া সঞ্জু স্যামসনের দল। প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিতেই মাঠে নামছে তারা। গতবারের কমলা টুপির বিজয়ী জস বাটলারের (Jos Buttler) দিকে আরও একবার তাকিয়ে থাকবে রাজস্থান। নজর থাকবে যশস্বী জয়সোয়াল এবং যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) দিকেও।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

২০২২ মরসুমটা বিশেষ ভালো কাটে নি সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় প্রায় গোটা দলটাকেই আমূল বদলে ফেলেছে তারা। অধিনায়ক কেন উইলিয়াসমনকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে নিকোলাস পুরানের (Nicholas Pooran) মত তারকাকেও। ষোড়শ মরসুমে সানরাইজার্সের (SRH) নেতার দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (Aiden Markram)। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অবশ্য তাঁকে পাচ্ছে না ‘অরেঞ্জ আর্মি।’ বদলে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার (Bhuveshwar Kumar)। উমরান মালিক, হ্যারি ব্রুকের মত একাধিক দুর্দান্ত তরুণ প্রতিভা রয়েছেন সানরাইজার্স (SRH) দলে। জয় ছিনিয়ে নিতে তাঁদের ওপরেই আস্থা রাখছেন সানরাইজার্স ভক্তেরা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ০৪

তারিখ- ০২/০৪/২০২৩

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)

Rajiv Gandhi International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Rajiv Gandhi International Stadium | IPL 2023 | image: twitter
Rajiv Gandhi International Stadium will host the match between SRH and RR

ষোড়শ আইপিএলের প্রথম রবিবার রয়েছে দুটি খেলা। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। খেলা হবে সানরাইজার্সের ঘরের মাঠ অর্থাৎ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই মাঠের বাইশ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও খেলা যত গড়ায় স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়ে থাকেন। ম্যাচে সেই কারণে বড় ভূমিকা থাকতে পারে স্পিনারদের।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অবধি ৫টি টেস্ট ম্যাচ, ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। ৬৪টি আইপিএল ম্যাচও আয়োজন করেছে এই স্টেডিয়াম। ৬৪ ম্যাচের মধ্যে ২৭টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। এবং বাকি ৩৭টিতে জয় এসেছে রান তাড়া করে। হায়দ্রাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৮। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৪৭। এই মাঠে ২০ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব রাজস্থান রয়্যালসেরই। ২০০৮ সালে তৎকালীন ডেকান চার্জার্সের বিপক্ষে ২১৭ রান তুলেছিলো তারা।

১৭০ থেলে ১৮০ এই পিচে জয়সূচক স্কোর হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা সঞ্জু স্যামসন বা ভুবনেশ্বর কুমার, রবিবারের ম্যাচে যিনিই টস জিতুন, তিনি প্রথমে প্রতিপক্ষকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানাবেন।

Hyderabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Hyderabad weather | IPL 2023 | image: Twitter
Rain is not expected to play any part in the IPL match between SRH and RR

রবিবার দুপুর সাড়ে তিনটের সময় হায়দ্রাবাদের মাঠে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খেলার দিন হায়দ্রাবাদে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২৬ শতাংশের আশেপাশে।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *