INDW vs AUSW: একটা রান-আউট যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা দেখা গেলো ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই আরও একবার ছিটকে গেলো ‘উইমেন ইন ব্লু।’ নেপথ্যে কেবলমাত্র একটি রান আউট। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রান তুলেছিলো অস্ট্রেলিয়া। বেথ মুনি, মেগ ল্যানিং, অ্যাশলি গার্ডনারদের দুর্দান্ত ব্যাটিং-এর পাশাপাশি অজিদের বড় রান তুলতে সাহায্য করে ভারতের খারাপ ফিল্ডিং’ও। একাধিকবার মুনি, ল্যানিংদের ক্যাচ ছাড়েন ভারতের মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াতেই দুই ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং শেফালী ভার্মাকে (Shafali Verma) হারিয়ে চাপে পড়েছিলো ভারত। ফিরে যান ইয়াস্তিকা ভাটিয়াও। এরপর জেমাইমা রডিগ্রস’কে সাথে নিয়ে প্রত্যাঘাতের চেষ্টা করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু ফলপ্রসূ হয় নি সেই প্রচেষ্টা। মোক্ষম সময়ে রান আউট হন হরমনপ্রীত (Harmanpreet Kaur) নিজে। ম্যাচের দাঁড়িপাল্লা ঝুঁকে পড়ে অজিদের দিকে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
স্বপ্নভঙ্গের দায় রান আঊটের দিকেই চাপাচ্ছেন বিশেষজ্ঞ’রা। এর আগেও হরমনের উইকেট ছুঁড়ে দিয়ে আসাকে ‘স্কুল বালিকার মত ভুল’ বলে কটাক্ষ করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন (Nasser Hussain)। এবার সমালোচকদের তালিকায় যুক্ত হলো প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ডায়না এডুলজির (Diana Edulji) নাম। সুনীল গাওস্করের পরামর্শ মনে করিয়ে হরমনের সিদ্ধান্তের সমালোচনা করলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
হরমনপ্রীতের সমালোচনা করলেন ডায়না এডুলজি-

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস মাঠে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন ভারতের মেয়েরা। ওপেনার শেফালী এবং স্মৃতির থেকে অনেক আশা ছিলো ভারতীয় সমর্থকদের। দিনকয়েক আগেই অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে এই দক্ষিণ আফ্রিকাতেই টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন শেফালী। কিন্তু সিনিয়র দলের হয়ে সেমিফাইনালে করলেন কেবল ৯ রান। ২ রান করে ফেরেন স্মৃতি মন্ধানাও (Smriti Mandhana)।
ইয়াস্তিকা ভাটিয়া আউট হওয়ার পর মাঠে নামেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। শারীরিক অসুস্থতা জয় করে ভারতের জার্সিতে সেইদিন নেমেছিলেন তিনি। জেমাইমা (Jemimah Rodrigues) ২৪ বলে ৪৩ রান করে ফিরলেও লড়ে যাচ্ছিলেন অধিনায়ক। পেরোন অর্ধশতকের গণ্ডীও। এরপরই দূর্ভাগ্যের শিকার হন তিনি। দুই রান নেওয়ার পথে মাটিতে আটকে যায় তাঁর ব্যাট। রান আউট হন তিনি। ৩৪ বলে ৫২ রান করে তিনি ফেরার পরেই নিভে যায় ভারতের আশা।
রান আউটের পিছনে দূর্ভাগ্যের পাশাপাশি হরমনের নিজস্ব গাফিলতি রয়েছে বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ডায়না এডুলজি (Diana Edulji) । তিনি বলেন, “ও (হরমনপ্রীত) মনে করছে যে ব্যাট মাটিতে আটকে গিয়েছিলো, কিন্তু যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে ও জগিং করছিলো। যখন তুমি জানো যে তোমার উইকেট এতটা গুরুত্বপূর্ণ, তাহলে এভাবে ঢিলেমি কেনো দিলে? পেশাদার ক্রিকেট খেলতে হবে জিততে হলে। দুই রান বাঁচাতে (এলিস) পেরী’র ডাইভ’টা দেখুন। ওটাই পেশাদারিত্ব।”
গাওস্করের পরামর্শ মনে করালেন এডুলজি-

ম্যাচ জিততে যে পেশাদারী মানসিকতা রাখা প্রয়োজন তা দেখাতে পারেন নি ভারতের মেয়েরা। এমনটাই বলছেন ডায়না এডুলজি (Diana Edulji)। পাশাপাশি হরমনপ্রীতের (Harmanpreet Kaur) রান আউট নিয়ে বলতে গিয়ে তিনি জানান যে মাঠে ক্রিকেটের একটি সাধারণ নিয়ম বেমালুম ভুলে গিয়েছিলেন ভারত অধিনায়ক। জগিং না করে যদি একটু দ্রুত দৌড়তেন হরমনপ্রীত, অথবা ডাইভ মারতেন তাহলে হয়ত হারতে হত না ভারত’কে।
বর্তমান ভারত অধিনায়ক’কে কিংবদন্তী সুনীল গাওস্করের (Sunil Gavaskar) একটি মন্তব্য মনে করিয়েছেন ডায়না (Diana Edulji)। “অন্য রানটা সহজেই ও চুরি করতে পারত। ও (হরমনপ্রীত) ভেবেছিলো যে সহজেই পৌঁছে যাবে। সত্তরের দশকে মিস্টার গাওস্কর আমাদের বলেছিলেন ব্যাট মাটিতে সঠিকভাবে রাখার নিয়ম শিখতেই হবে তোমাদের। একমাত্র তবেই এই অভ্যেসটা গড়ে উঠবে।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur